Weekend Destination: ইতিহাস, সৌন্দর্য ও নির্জনতায় মোড়া... একদিনের ছুটির জন্য আদর্শ পূর্ব বর্ধমানের এই জায়গা

Last Updated:

একদিনের ছুটিতে কোথাও ঘুরতে যেতে চাইছেন? তাহলে যেতে পারেন পূর্ব বর্ধমানের এই জায়গায়

মনোরম দৃশ্য 
মনোরম দৃশ্য 
পূর্ব বর্ধমান: একদিনের ছুটিতে কোথাও ঘুরতে যেতে চাইছেন? আপনার জন্য সেরা পূর্ব বর্ধমানের এই জায়গায়। যেমন মনমুগ্ধকর দৃশ্য, তেমনি রাজ আমলের ইতিহাস। পুরানো স্থাপত্য দেখে মন ভরে যাবে। পূর্ব বর্ধমানের আউশগ্রাম ব্লকের দিগনগর গ্রামে রয়েছে চাঁদনি জলটুঙ্গি। চাঁদনী জলটুঙ্গি একটি ঐতিহাসিক ও নান্দনিক স্থান, যা পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণ।
চাঁদনি জলটুঙ্গি নির্মাণ করেছিলেন বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ। তিনি তাঁর স্ত্রী রাজরাজেশ্বরী দেবীর জন্য এই স্থাপত্যটি নির্মাণ করেন। রাজস্থানের জলাশয়ের মাঝে চাতুরি বা ‘হাওয়া মহল’-এর আদলে তৈরি এই জলটুঙ্গি।
চাঁদনি জলটুঙ্গি তার ঐতিহাসিক গুরুত্ব, স্থাপত্যশৈলী এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পূর্ব বর্ধমানের একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। এটি ইতিহাসপ্রেমী ও প্রকৃতিপ্রেমী পর্যটকদের জন্য এক অনন্য গন্তব্য। কলকাতা, বাঁকুড়া-সহ বিভিন্ন জায়গা থেকে এখানে বহু পর্যটক ঘুরতে আসেন। চাঁদনি জলটুঙ্গির কেয়ার টেকার সুমন মেটে বলেন, “এখানে এলে পর্যটকদের ভাল লাগবে। থাকা খাওয়ার ভাল ব্যবস্থা আছে। এখানে থেকে অনেক জায়গায় ঘুরতে যাওয়া যায়, যেমন গুসকরা এয়ারফিল্ড, ডোকরা গ্রাম, কালিকাপুর রাজবাড়ি, ভালকিমাচান।”
advertisement
advertisement
এই জায়গায় পর্যটকদের জন্য থাকা খাওয়ার ভাল ব্যবস্থা রয়েছে। এসি, নন এসি সব ধরনের রুম পাওয়া যায়। এছাড়াও প্যাকেজ সিস্টেমে খাওয়া দাওয়া করার ভাল ব্যবস্থা রয়েছে। নন এসি রুম ভাড়া দু’হাজার টাকা এবং এসি রুম আড়াই হাজার। এছাড়া ৭০০ টাকার বিনিময়ে একজনের জন্য থাকবে চারবেলা খাবার। তবে সাধারণের জন্য এই জায়গা খোলা থাকে সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত। কলকাতা থেকে ১৩৬ কিমি দূরেই এই জায়গা। পূর্ব বর্ধমানের গুসকরা শহর থেকে সহজেই এই জায়গায় আসা সম্ভব। রুম বুক করার জন্য যোগাযোগ করতে হবে +919748411871 নম্বরে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী 
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weekend Destination: ইতিহাস, সৌন্দর্য ও নির্জনতায় মোড়া... একদিনের ছুটির জন্য আদর্শ পূর্ব বর্ধমানের এই জায়গা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement