TRENDING:

Weekend Destination: প্রকৃতি প্রেমীদের স্বপ্নের ঠিকানা! নৌকা বিহার-পাখিদের কলতানে কাটান একটা সপ্তাহন্ত

Last Updated:

Weekend Destination: প্রকৃতির মাঝে কিছু সময় কাটানোর জন্য শহুরে কোলাহল থেকে দূরে কোথাও যেতে চাইলে পূর্ব বর্ধমানের চুপি পাখিরালয় হতে পারে আপনার জন্য আদর্শ গন্তব্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: প্রকৃতির মাঝে কিছু সময় কাটানোর জন্য শহুরে কোলাহল থেকে দূরে কোথাও যেতে চাইলে পূর্ব বর্ধমানের চুপি পাখিরালয় হতে পারে আপনার জন্য আদর্শ গন্তব্য। বিশেষ করে প্রকৃতি ও পাখিপ্রেমীদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতার ঠিকানা। প্রকৃতির সৌন্দর্য, নৌকা বিহার ও পাখিদের কলতানে চুপি পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
নৌকা বিহার 
নৌকা বিহার 
advertisement

আরও পড়ুনঃ জল নয় শুধু! দুধে মেশানো হচ্ছে এইসব বিষাক্ত জিনিস! FSSAI জানালো খাঁটি দুধ চেনার উপায়

বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পরিযায়ী পাখি এখানে আসে। নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এই অঞ্চলে পাখিদের বিচরণ সবচেয়ে বেশি। এখানে দেখতে পাবেন অস্প্রে (Osprey), রেড ক্রেস্টেড প্রচার্ড (Red-crested Pochard), কমন টিল (Common Teal), পিনটেইল ডাক (Pintail Duck), সন্ধ্যা বক (Night Heron), ছোট জলপিপি (Little Cormorant) সহ আরও অনেক পাখি। শুধু পরিযায়ী পাখিই নয়, এখানকার স্থানীয় জলচর পাখির সংখ্যাও উল্লেখযোগ্য। এই কারণে ফটোগ্রাফার ও পাখিপ্রেমীরা সারা বছরই এখানে আসেন।

advertisement

চুপির পাখিরালয়ে নৌকা বিহারের জন্য দারুণ ব্যবস্থা রয়েছে। ছোট ছোট নৌকা ভাড়া নিয়ে নদীর জলে ঘুরতে ঘুরতে কাছ থেকে পাখি দেখার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। স্থানীয় মাঝিরা পর্যটকদের নিয়ে নৌকায় ঘুরিয়ে পাখি দেখানোর পাশাপাশি এলাকার ইতিহাস ও প্রাকৃতিক বৈচিত্র্যের গল্পও শোনান।

View More

চুপি পাখিরালয় শুধুই একটি পর্যটনকেন্দ্র নয়, এটি প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গীয় স্থান। চারপাশে বিস্তীর্ণ জলাভূমি, সবুজ , আর পাখিদের কলকাকলি সব মিলিয়ে এক অনন্য পরিবেশ তৈরি করে। যাঁরা নীরবতা ও নির্জনতা ভালবাসেন, তাঁদের জন্য এটি একদম পারফেক্ট গন্তব্য। এখানে বসে নদীর ঢেউ আর পাখিদের কিচিরমিচির শুনতে শুনতে সময় কাটানোর আনন্দই আলাদা।

advertisement

আরও পড়ুনঃ ডায়াবেটিসের ‘রামবাণ’ এই ফলের খোসা! মন্ত্রের মত কমবে শর্করা, শরীর থেকে সহজেই ছুঁড়ে ফেলবে জেদি সুগার

পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে চুপির আশেপাশে বেশ কিছু হোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস গড়ে উঠেছে। এখানে সাধারণ খাবারের পাশাপাশি স্থানীয় সুস্বাদু রান্নার স্বাদ নেওয়ার সুযোগও রয়েছে। কীভাবে যাবেন? চুপির পাখিরালয় পৌঁছানো খুব সহজ।

advertisement

ট্রেনে: বর্ধমান স্টেশনে নেমে সেখান থেকে ট্যাক্সি বা স্থানীয় পরিবহন নিয়ে চুপিতে পৌঁছান যায়। আবার পূর্বস্থলী স্টেশনে নেমেও খুব সহজেই যাওয়া যাবে। গাড়িতে: কলকাতা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরত্ব, যা সড়কপথে ৩-৪ ঘণ্টায় পৌঁছে যাওয়া সম্ভব। কেন চুপির পাখিরালয় ভ্রমণ করবেন?বিরল পরিযায়ী পাখির দেখা মেলে, নৌকা বিহারের দারুণ সুযোগ থাকে,অসাধারণ ফটোগ্রাফির একটা জায়গা, নীরবতা ও প্রকৃতির এক মেলবন্ধন এছাড়াও সাশ্রয়ী বাজেটে একদিনের ট্রিপের জন্য উপযুক্ত জায়গা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

 বনোয়ারীলাল চৌধুরী 

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weekend Destination: প্রকৃতি প্রেমীদের স্বপ্নের ঠিকানা! নৌকা বিহার-পাখিদের কলতানে কাটান একটা সপ্তাহন্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল