TRENDING:

Viral Video: তরুণের হাতেই বিস্ফোরণ স্মার্টফোনে! জ্বলে উঠল দাউদাউ আগুন, দেখুন রোমহর্ষক ভিডিও

Last Updated:

Viral Video:মোবাইল সেট মেরামতির সময় সারাইকর্মীর হাতেই বিস্ফোরণ৷ তার পর দাউ দাউ করে আগুন জ্বলে গেল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভাইরাল ভিডিওটি (Viral Video) দেখে মাথার চুল ভয়ে সোজা হয়ে যাওয়া আশ্চর্য নয়! ইউটিউবে পোস্ট করা ভিডিওটি এখন ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমের বিভিন্ন মঞ্চে৷ সেখানে দেখা যাচ্ছে, মোবাইল সেট মেরামতির সময় সারাইকর্মীর হাতেই বিস্ফোরণ৷ তার পর দাউ দাউ করে আগুন জ্বলে গেল (smartphone gets blasted)! ঘটনার অভিঘাতে ভয়ে চিৎকার করে ওঠেন ওই তরুণ৷
advertisement

ভিডিওতে দেখা গিয়েছে, যুবকটি খালি পায়ে বসে বসে মোবাইল সারাচ্ছেন৷ বিস্ফোরণের পর আগুন ধরে উঠতেই তিনি ছুড়ে ফেলে দেন মোবাইল সেট! দোকানের আর এক জম কর্মী ছুটে আসেন তাঁর কাছে৷

আরও পড়ুন : হ্যান্ড ব্যাগে ভদকার বোতল ! সিকিউরিটি চেকে আটকানোর পর বিমানবন্দরে কী কাণ্ড করলেন একদল তরুণী, দেখুন ভাইরাল ভিডিও

advertisement

এই ঘটনা ঘটেছে গত ৫ নভেম্বর৷ সম্প্রতি ‘ভাইরাল হগ’ ইউটিউব চ্যানেলে ভিডিওটি পোস্ট করা হয়েছে৷ ক্যাপশনে বলা হয়েছে, ‘‘কর্মীটি মোবাইল ফোন সারাচ্ছিলেন৷ সে সময় ফোনের ব্যাটারিতে বিস্ফোরণ হয়৷ ভাগ্যক্রমে এই ঘটনায় কেউ আহত হননি৷’’

আরও পড়ুন : প্রাণদায়ী ওষুধ মহার্ঘ্যতম, আপনার সাহায্যই পারে বিরল রোগে আক্রান্ত ১০ মাসের দিয়াকে সুস্থ করে তুলতে

advertisement

সামাজিক মাধ্যমে এই ভিডিওটি দেখেছেন কয়েক হাজার নেটিজেন৷ অনেকেই এটি দেখে শিহরিত৷ এক জন নেটিজেন লিখেছেন, ‘‘ভাবুন যদি স্মার্টফোনটি তার মালিকের পকেটে বিস্ফোরণে ফেটে পড়ত!’’ তবে তরুণ সারাইকর্মী যে দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছেন, তাতে স্বস্তি পেয়েছেন নেটিজেনরা৷ তাঁর উপস্থিত বু্দ্ধির তারিফ করেছেন সকলে৷ তাঁর ফোন ছুড়ে ফেলার পর্ব নিয়ে নেটিজেদের মন্তব্য, নোংরা তোয়ালে ছুড়ে ফেলে দেওয়ার মতো করেই তিনি ফোন ছুড়ে ফেলে দিয়েছেন!

advertisement

আরও পড়ুন : আকাশ থেকে নেমে এল বিশালাকার সাপ ! আতঙ্কে জনতা, ভাইরাল ভিডিও শিহরণ জাগাবে

ফোন যেমন বিস্ফোরণের কারণ হয়ে ওঠে, তেমনই অনেক সময় ব্যবহারকারীর প্রাণও বাঁচায়৷ সম্প্রতি ব্রাজিলে ডাকাতদলের গুলিবৃষ্টির মধ্যে পড়ে গিয়েছিলেন এক ব্যক্তি৷ কিন্তু বুলেটের আঘাত বেশি সহ্য করে তাঁর পাঁচ বছরের পুরনো স্মার্টফোন! ব্যবহারকারীর প্রাণ বাঁচিয়ে অনলাইনের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে ফোনটি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আছে আরও অভিনব ঘটনা৷ সম্প্রতি কেরলের এক ব্যক্তি অনলাইনে অর্ডার করেছিলেন আইফোন-১২৷ কিন্তু ডেলিভারির পর প্যাকেট খুলে তিনি পান বাসন মাজার একটি সাবান এবং ৫ টাকার কয়েন! ফোন কেনার জন্য ৭০ হাজার টাকা দিয়েছিলেন তিনি৷ পরে পুলিশে অভিযোগ জানিয়ে সংশ্লিষ্ট সংস্থার কাছ থেকে টাকা ফেরত পান তিনি৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video: তরুণের হাতেই বিস্ফোরণ স্মার্টফোনে! জ্বলে উঠল দাউদাউ আগুন, দেখুন রোমহর্ষক ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল