TRENDING:

World Pizza Day: বিশ্ব পিৎজা দিবসে কাঁচি দিয়ে পিৎজা কেটে ভাইরাল হলেন এই ব্যক্তি!

Last Updated:

Pizza Cutter: ৯ ফেব্রুয়ারি বিশ্ব পিৎজা দিবস (World Pizza Day) হিসেবেও পালিত হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পিৎজা দেখে লোভ হবে না এমন মানুষ কমই। চিজ, মেরিনারা সস এবং সুস্বাদু টপিংওয়ালা পিৎজার (World Pizza Day) নাম শুনেই জিভে জল। পিৎজা কাটার সঠিক পদ্ধতি কী? এই নিয়ে পিৎজা প্রেমীরা প্রায়ই তরজায় মাতেন। অনেকেই বলেন পিৎজা কাটার দিয়েই সবচেয়ে সুন্দরভাবে পিৎজা কাটা যায়। অনেকে আবার মনে করেন কাঁটাচামচ এবং ছুরি দিয়েই সবচেয়ে সুবিধাজনকভাবে পিৎজা (World Pizza Day) কাটা যায়। তবে যাইহোক, আজব দেশের আজব রকমের কায়দা। এক ট্যুইটার ব্যবহারকারী সম্প্রতি অতি উদ্ভট কায়দায় পিৎজা কেটে ভাইরাল হয়েছেন। পিৎজা কাটতে কাঁচি ব্যবহার করেছেন ওই নেটিজেন। শুধু তাই না, তার ধারণা, এর আগে যে যে ভাবে পিৎজা কেটেছেন তার থেকে এটি অনেক ভালো পদ্ধতি। দেখুন তার ট্যুইট:
advertisement

আরও পড়ুন- ২০২২-২৩কে আন্তর্জাতিক মিলেট বর্ষ বলে ঘোষণা! দেখে নিন বাজরার পুষ্টিগুণ

ট্যুইটটি ব্যবহারকারী @abidickinson যে পোস্টটি করেছেন তা অল্প সময়েই হাজারে হাজারে লাইকে ভরে গিয়েছে। “কাঁচি দিয়ে পিৎজা কাটছি,” ট্যুইটে লিখেছেন তিনি। নেটিজেনরাও শয়ে শয়ে মন্তব্যে ভরিয়ে দিচ্ছে তার এই পোস্ট৷

advertisement

আরও পড়ুন- ওজন কমাতে মরিয়া? ভোর থেকে রাত ডায়েটে জুড়ুন এই দক্ষিণ ভারতীয় খাবারগুলি

পিৎজা (World Pizza Day) কাটতে কাঁচি ব্যবহার করার বিষয়ে ট্যুইটার ব্যবহারকারীরা দ্বিধাবিভক্ত। কেউ কেউ কাঁচির এমন ব্যবহার দেখে হতবাক! অন্যরা আবার পিৎজা এবং স্যান্ডউইচ কাটার জন্য কাঁচির ছবি শেয়ার করেছেন। দেখুন নেটিজেনদের প্রতিক্রিয়া:

advertisement

মজার ব্যাপার হল, ৯ ফেব্রুয়ারি বিশ্ব পিৎজা দিবস (World Pizza Day) হিসেবেও পালিত হয়। পিৎজা খাওয়ার আলাদা দিন হয় না ঠিকই, তবে এই উপলক্ষ্যে নিজেকে একটা পিৎজা ট্রিট দিতেই পারেন।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কাঁচি দিয়ে পিৎজা কাটার অদ্ভুত কৌশল সম্পর্কে আপনার কী মত?

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
World Pizza Day: বিশ্ব পিৎজা দিবসে কাঁচি দিয়ে পিৎজা কেটে ভাইরাল হলেন এই ব্যক্তি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল