আরও পড়ুন- ২০২২-২৩কে আন্তর্জাতিক মিলেট বর্ষ বলে ঘোষণা! দেখে নিন বাজরার পুষ্টিগুণ
ট্যুইটটি ব্যবহারকারী @abidickinson যে পোস্টটি করেছেন তা অল্প সময়েই হাজারে হাজারে লাইকে ভরে গিয়েছে। “কাঁচি দিয়ে পিৎজা কাটছি,” ট্যুইটে লিখেছেন তিনি। নেটিজেনরাও শয়ে শয়ে মন্তব্যে ভরিয়ে দিচ্ছে তার এই পোস্ট৷
advertisement
আরও পড়ুন- ওজন কমাতে মরিয়া? ভোর থেকে রাত ডায়েটে জুড়ুন এই দক্ষিণ ভারতীয় খাবারগুলি
পিৎজা (World Pizza Day) কাটতে কাঁচি ব্যবহার করার বিষয়ে ট্যুইটার ব্যবহারকারীরা দ্বিধাবিভক্ত। কেউ কেউ কাঁচির এমন ব্যবহার দেখে হতবাক! অন্যরা আবার পিৎজা এবং স্যান্ডউইচ কাটার জন্য কাঁচির ছবি শেয়ার করেছেন। দেখুন নেটিজেনদের প্রতিক্রিয়া:
মজার ব্যাপার হল, ৯ ফেব্রুয়ারি বিশ্ব পিৎজা দিবস (World Pizza Day) হিসেবেও পালিত হয়। পিৎজা খাওয়ার আলাদা দিন হয় না ঠিকই, তবে এই উপলক্ষ্যে নিজেকে একটা পিৎজা ট্রিট দিতেই পারেন।
কাঁচি দিয়ে পিৎজা কাটার অদ্ভুত কৌশল সম্পর্কে আপনার কী মত?