TRENDING:

Travel: কবে খুলবে ক্ষীরাইয়ের ফুলের স্বর্গ? ছোট্ট ছুটিতে ঘুরে আসুন! কম খরচে দারুণ জায়গা

Last Updated:

Travel: শীতের সঙ্গে সঙ্গে ক্ষীরাই তার সৌন্দর্যের পাখনা মেলতে শুরু করবে ডিসেম্বরে, জানুয়ারি মাসে বহুদূরান্ত থেকে পর্যটকরা ভিড় জমান ক্ষীরাইতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পাঁশকুড়া: পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার ক্ষীরাই বর্তমানে ফুলের জন্য বিখ্যাত। বর্তমান নাম ভ্যালি অফ ফ্লাওয়ারস। প্রতি বছর ডিসেম্বর মাস থেকেই ক্ষীরাই ফুলে ভরে যায়। তবে এবার জানুয়ারির আগে খুলছে না ভ্যালি অফ ফ্লাওয়ারস। শুরু হয়েছে ফুলের চারা লাগানোর প্রস্তুতি। ফলে এ বছর ফুল ফুটতেও কিছুটা দেরি হবে বলে মত চাষিদের। শীত পড়লেই হিমেল হাওয়ার সঙ্গে ফুলের সৌন্দর্যে মন মেতে ওঠে পর্যটকদের। শীতের সঙ্গে সঙ্গে ক্ষীরাই তার সৌন্দর্যের পাখনা মেলতে শুরু করলে ডিসেম্বর, জানুয়ারি মাসে বহুদূরান্ত থেকে পর্যটকরা ভিড় জমান ক্ষীরাইতে।
advertisement

সূর্যাস্ত কিংবা সূর্যদয়ের সোনালী আভার সঙ্গে মৌমাছির গুঞ্জন যেন সৃষ্টি করে এক অপরূপ মেল বন্ধন। পাঁশকুড়ার বিভিন্ন এলাকার মানুষজনের অর্থ উপার্জনের অন্যতম পথ হল ফুল চাষ। এই ব্লকের ফুল পাড়ি দেয় ভিন রাজ্যে ও বিদেশে। রেল পথে পাঁশকুড়া স্টেশনের পরের স্টেশনই হল ক্ষীরাই। সেখান থেকে মিনিট খানেকের লাল মাটির মেঠো পথ দিয়ে হাঁটলেই যেন দেখা যাবে ফুলের স্বর্গরাজ্য। বিঘার পর বিঘা জায়গা জুড়ে সেজে উঠেছে লাল- নীল- সবুজের মেলা। অন্যান্য বছর সেপ্টেম্বরের শেষ কিংবা অক্টোবরের শুরুর দিকে লাগানো হয় ফুল গাছের চারা। ডিসেম্বরের শুরু থেকে ফুল ফুটতে শুরু করে। সেজে ওঠে গোটা এলাকা।

advertisement

আরও পড়ুন: তুলে রাখা শীতের পোশাক, লেপ, কম্বল বের করে গায়ে দেওয়ার আগে এই কাজ অবশ্যই করুন!

চলতি বছরে একদিকে বন্যা এবং অপরদিকে ঘূর্ণিঝড়ের চোখ রাঙানিতে থমকে যায় স্রোত। তাই বর্তমানে নভেম্বর মাসে চলছে ফুল গাছ লাগানোর কাজ। এলাকার প্রায় চার থেকে পাঁচ হাজার চাষি এই কাজে যুক্ত। এলাকার ফুল চাষিরা জানান, “বন্যা এবং একদিকে ঘূর্ণিঝড় হওয়ার ফলে এ বছর দেরিতে ফুল ফুটবে। এ বছর এখনও পর্যন্ত গাছ লাগানোর কাজ চলছে। তাই ডিসেম্বর কিংবা জানুয়ারির দিকে সেজে উঠবে ক্ষীরাই। ওই এলাকার চার থেকে পাঁচ হাজার মানুষের রুজি রুটি এই ফুল চাষ থেকে।”

advertisement

View More

কেউবা আবার চন্দ্রমল্লিকা, কেউ ডালিয়া, আবার কেউবা বিভিন্ন বর্ণের এস্টার। এই নিয়েই শীত পড়লেই সেজে ওঠে ক্ষীরাই। ইতিমধ্যে এই পর্যটন স্থলকে নিয়ে হোমস্টে চালু করেছে রাজ্য সরকার। আগামী দিনে আরও একাধিক উদ্যোগ নিতে চলেছে সরকার। চলতি বছর ডিসেম্বরের শুরু থেকেই ক্ষীরাই এর ফুলের উপত্যকা। ফুল প্রেমী পর্যটকদের জন্য খুলে যাচ্ছে না। এবার ফুল কিছুটা দেরিতে ফুটবে। তাই ফুল প্রেমী পর্যটকদের অপেক্ষা করতে হবে জানুয়ারি মাস পর্যন্ত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাকি কয়েকটা দিন! শুধু হাতের ভরসায় না থেকে মাটির প্রদীপ তৈরি হচ্ছে মেশিনেও
আরও দেখুন

 সৈকত শী 

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Travel: কবে খুলবে ক্ষীরাইয়ের ফুলের স্বর্গ? ছোট্ট ছুটিতে ঘুরে আসুন! কম খরচে দারুণ জায়গা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল