Winter Tips: তুলে রাখা শীতের পোশাক, লেপ, কম্বল বের করে গায়ে দেওয়ার আগে এই কাজ অবশ্যই করুন!

Last Updated:
Winter Tips : আলমারিতে তুলে রাখা শীতের পোশাক পরার আগে অবশ্যই এই কাজ করতে হবে! না হলেই বিপদ
1/6
ইতিমধ্যে শুরু হয়েছে শীতের আমেজ।  আর শীত পড়তেই আমরা গরম জামা কাপড় পরি। এই সময় তুলে রাখা শীতের পোশাকটাও আলমারি থেকে বের করবেন অনেকে। তবে পুরনো পোশাক পরার আগে তা কিছু বিষয় খেয়াল রাখা উচিত।
ইতিমধ্যে শুরু হয়েছে শীতের আমেজ। আর শীত পড়তেই আমরা গরম জামা কাপড় পরি। এই সময় তুলে রাখা শীতের পোশাকটাও আলমারি থেকে বের করবেন অনেকে। তবে পুরনো পোশাক পরার আগে তা কিছু বিষয় খেয়াল রাখা উচিত।
advertisement
2/6
শীত শেষে সেই পোশাকগুলি আলমারিতে তুলে রাখা হয়।  যা দীর্ঘ কয়েক মাস পরে বের করা হয়, আলমারিতে থাকায় রোদ-বাতাসের সংস্পর্শ পায় না। ফলে ভ্যাপসা গন্ধ বা স্যাঁতসেঁতে ভাব হতে পারে। সেজন্য একটু রোদে বা খোলামেলা জায়গায় মিলে দিতে পারেন।
শীত শেষে সেই পোশাকগুলি আলমারিতে তুলে রাখা হয়। যা দীর্ঘ কয়েক মাস পরে বের করা হয়, আলমারিতে থাকায় রোদ-বাতাসের সংস্পর্শ পায় না। ফলে ভ্যাপসা গন্ধ বা স্যাঁতসেঁতে ভাব হতে পারে। সেজন্য একটু রোদে বা খোলামেলা জায়গায় মিলে দিতে পারেন।
advertisement
3/6
শিশুদের শীতের সময় একটু বেশিই যত্ন করতে হয়। এ জন্য বেশি পোশাকের প্রয়োজন পড়ে।
শিশুদের শীতের সময় একটু বেশিই যত্ন করতে হয়। এ জন্য বেশি পোশাকের প্রয়োজন পড়ে।
advertisement
4/6
বহুদিন তুলে রাখা পোশাকে ছোট ছোট পোকা বা ব্যাকটেরিয়া জন্মাতে পারে। শীতের কাপড়, লেপ, কম্বল ও মাফলার থেকে এলার্জি তৈরি হতে পারে। হাঁচি-কাশিতে আক্রান্ত হতে পারে ছোট বড় সবাই। তাই তুলে রাখা কাপড় মচমচে করে রোদে শুকিয়ে নিতে হবে।
বহুদিন তুলে রাখা পোশাকে ছোট ছোট পোকা বা ব্যাকটেরিয়া জন্মাতে পারে। শীতের কাপড়, লেপ, কম্বল ও মাফলার থেকে এলার্জি তৈরি হতে পারে। হাঁচি-কাশি আক্রান্ত হতে পারে ছোট বড় সবাই। তাই তুলে রাখা কাপড় মচমচে করে রোদে শুকিয়ে নিতে হবে।
advertisement
5/6
শীতের সোয়েটার পুরনো হোক বা নতুন, তা পরার আগে অবশ্যই ধুয়ে নিতে হবে। সোয়েটার ধুতে ভিনেগার ব্যবহার করতে পারেন।
শীতের সোয়েটার পুরনো হোক বা নতুন, তা পরার আগে অবশ্যই ধুয়ে নিতে হবে। সোয়েটার ধুতে ভিনেগার ব্যবহার করতে পারেন।
advertisement
6/6
শীত শেষে লেপ-কম্বল তুলে রাখা হয়। আবার শীতের আগে বের করা হয় আলমারির ভেতর থেকে। লেপ তুলোর  হলে তা ধোয়া উচিত নয়। তুলোর লেপ কড়া রোদে কয়েক ঘণ্টা মেলে দিন। লেপের দুই পাশে রোদ লাগালে স্যাঁতসেঁতে ভাব দূর হবে।
শীত শেষে লেপ-কম্বল তুলে রাখা হয়। আবার শীতের আগে বের করা হয় আলমারির ভেতর থেকে। লেপ তুলোর হলে তা ধোয়া উচিত নয়। তুলোর লেপ কড়া রোদে কয়েক ঘণ্টা মেলে দিন। লেপের দুই পাশে রোদ লাগালে স্যাঁতসেঁতে ভাব দূর হবে।
advertisement
advertisement
advertisement