TRENDING:

Birbhum Trip: হাতে একদিনের ছুটি? খরচ নামমাত্র পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরে আসুন মামা ভাগ্নে পাহাড়

Last Updated:

বীরভূমের এই পাহাড়ে হবে আপনার ভ্রমণের সেরা ডেস্টিনেশন তাই চট জলদি ঘুরে আসুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: এই সুন্দর মনোরম আবহাওয়ায় পর্যটকেরা কোথাও ঘুরতে যেতে পছন্দ করেন। আর এই সময় ভ্রমণ পিপাসু বাঙালি হাতে কিছু দিনের ছুটি পেলেই ছুটে আসেন বোলপুর শান্তিনিকেতন অথবা তারাপীঠ মা তারার মন্দির ভ্রমণের জন্য। তবে এর বাইরেও এমন একটি জায়গা রয়েছে যেই জায়গা গেলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। আর সেই জায়গাটির নাম হল দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড়।মামা ভাগ্নে পাহাড় হল বীরভূম জেলার একমাত্র পাহাড়। যেখানে গ্রীষ্মের সময় পাবেন শান্তির অনুভূতি। আর বর্ষার সময় গেলে ভাবেন প্রকৃতির মুগ্ধ করা সুগন্ধি।আর এটি ছোট নাগপুর মালভূমির অন্তিম পূর্ব ভাগে অবস্থিত। এই পাহাড়টি মূলত ‘গ্রানাইট’ শিলা দ্বারা গঠিত।
advertisement

সে কারণে দর্শনীয় স্থানের মতই জনপ্রিয় হয়ে ওঠে ওই সব টিলা বা পাহাড়। মূলত গত কয়েক বছর ধরে ছোট বড় টিলাময় ভূখণ্ড দুবরাজপুরের পাহাড়েশ্বর একটি জনপ্রিয় স্পটে পরিণত হয়েছে। দুবরাজপুর পুরসভা স্নানাগার, শৌচাগার পানীয় জল-সহ বেশ কয়েকটি প্রাথমিক সুবিধা দেওয়ার জন্য পর্যটকদের পাহাড়েশ্বরে আসার বহর আরও বাড়ছে দিন দিন। পাহাড়েশ্বরে তাই ফাঁকা থাকার কথা নয়। ফাঁকা থাকেও না কোনওদিন। নানা রঙে হাজির বহু ট্যুরিস্ট বাস, ছোট চার চাকা গাড়ি। অনেকে আবার পৌঁছে যায় স্কুটি অথবা বাইক নিয়ে।

advertisement

আরও পড়ুন: লাফিয়ে লাফিয়ে ডিজিট্যাল পেমেন্ট বাড়তেই বাজার-ঘাটে নতুন অশান্তি! মহা ঝামেলায় ক্রেতা-বিক্রেতারা

প্রশ্ন হল কীভাবে পৌছাবেন এই বীরভূমের দুবরাজপুর। বীরভূমের সদর শহর সিউড়ি থেকে যেকোনও গাড়ি ভাড়া করে আপনি অনায়াসেই পৌঁছে যেতে পারবেন এখানে। সিউড়ি থেকে প্রায় ২৪ কিলোমিটার রাস্তা এটি। চলতে চলতে দেখতে পাবেন এক সুবিশাল লাল তোরণ। বিশাল ফটক খুলে স্বাগত জানাবে হেতমপুর রাজবাড়ি। বাংলার এক প্রত্যন্ত প্রান্তে পথের মাঝে হঠাৎই এই সুবিশাল স্থাপত্য দেখে চমকে উঠতে হবে বইকি! ফটকের উপরে এলোমেলো আগাছা। তোরণের উপরে পাথরের তৈরি ছোট ছোট পরি। বনেদিয়ানার আভিজাত্য ফুটে উঠছে কোনায় কোনায়। তোরণেই উঁকি দিচ্ছে ফলক। বোঝা যাবে, চক্রবর্তী পরিবার এই রাজবাড়ি তৈরি করেছিল। ভিতরে ঢুকতেই দেখতে পাবেন কয়েকটি গাড়ির।

advertisement

View More

আরও পড়ুন: অ্যাম্বুলেন্স এর মত সাইরেন বাজিয়ে ছুটে আসছে টোটো,কারণ জানলে অবাক হবেন

ধুলো পড়ে যাওয়া সেই সব গাড়ি দাঁড়িয়ে আছে মলিন এক পার্কিং লটে। আর একটু এগোতেই জ্বলজ্বল করে উঠবে সুবিশাল রাজবাড়ির মূল অংশ। গথিক আদলে তৈরি সেই রাজবাড়ি দু’ভাগে ভাগ করা আছে। এক দিকে এখন বিএড কলেজ চলে, অন্য দিকে স্কুল। ভিতরে অবহেলায় পড়ে রয়েছে একটি সুপ্রাচীন রথ। তাহলে এই গ্রীষ্মের ছুটিতে দুবরাজপুর এলে আপনার এক ঢিলে দুটি জিনিস দেখা হয়ে যাবে। তাই বীরভূম এলে এই জায়গা গুলি দেখতে ভুলবেন না।এই সমস্ত জায়গা হতে পারে আপনার ভ্রমণের সেরা ডেস্টিনেশন। বাড়ির বাচ্চারা বেশ আনন্দ এর সঙ্গে উপভোগ করবে পুরো বিষয়টি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সিঁথিতে উঠল সিঁদুর, ২৮ জোড়া নব দম্পতির নতুন সংসারের সব গুছিয়ে দিলেন উদ্যোক্তারা
আরও দেখুন

সৌভিক রায়

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Birbhum Trip: হাতে একদিনের ছুটি? খরচ নামমাত্র পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরে আসুন মামা ভাগ্নে পাহাড়
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল