Birbhum News: অ্যাম্বুলেন্স এর মত সাইরেন বাজিয়ে ছুটে আসছে টোটো,কারণ জানলে অবাক হবেন

Last Updated:

অ্যাম্বুলেন্স এর জন্য খরচ করতে হবে না বেশি টাকা, বোলপুরের বাসিন্দাদের জন্য বিরাট সুখবর।

+
টোটো

টোটো অ্যাম্বুলেন্স 

সৌভিক রায়, বীরভূম: টোটোতে রয়েছে অক্সিজেন সিলিন্ডার থেকে স্ট্রেচার। এ যেন  পুরোদস্তুর অ্যাম্বুল্যান্স। এবার শহরের ঘিঞ্জি এলাকায় অলিতে গলিতে ঢুকে যাবে এই অ্যাম্বুলেন্স আর অসুবিধা হবে না। রোগীর পরিষেবায় শহরে যে কোনও প্রান্তিক এলাকা থেকে মুমূর্ষু রোগীদের অনায়াসে পৌঁছে দেওয়া যাবে হাসপাতাল অথবা নার্সিংহোমে। বোলপুর পুরসভার উদ্যোগে বোলপুর শহরে স্বাস্থ্য পরিষেবা এমন ভাবেই বদল হতে চলেছে। বোলপুর পুরসভার তরফ থেকে বোলপুর শহরের বাসিন্দাদের জন্য এই বিশেষ পরিষেবা চালু হল।
লাল মাটির জেলা বীরভূম আর এই লাল মাটির জেলার লাল মাটির শহর বোলপুর শান্তিনিকেতন। এই শহরে দূরদূরান্ত থেকে বহু পর্যটকদের আসা-যাওয়া লেগেই থাকে। বোলপুর শহরের বিভিন্ন গলিতে বড় অ্যাম্বুলেন্স প্রবেশ করতে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। কোনওভাবে অ্যাম্বুলেন্স প্রবেশ করে গেলেও সেই অ্যাম্বুলেন্স বেরিয়ে আসতে তার দ্বিগুণ সমস্যার মধ্যে পড়তে হয় রোগীর পরিবারের সদস্যদের।
advertisement
advertisement
তবে এবার সেই সমস্ত জায়গায় খুব অনায়াসে পৌঁছে যাবে ব্যাটারিচালিত টোটো অ্যাম্বুলেন্স। এই টোটো খুব সহজেই বোলপুর শহরের হাসপাতাল এবং সরকারি বেসরকারি নার্সিংহোমগুলিতে পৌঁছে দেবে রোগীদের। টোটোর মধ্যে থাকছে স্বয়ংক্রিয় সজ্জা, রোগীর পরিবার-পরিজনদের বসার ব্যবস্থা সহ অত্যাধুনিক নানান প্রযুক্তি। এই টোটো পরিষেবা চালু হওয়াতেই অনেকটাই সুবিধা হবে বোলপুর শহরের বাসিন্দাদের। ফলে অতি সহজেই শহরের নাগরিকরা অ্যাম্বুলেন্স পরিষেবা পাবেন। যার জন্য খরচ করতে হবে রোগীর পরিবার-পরিজনদের মাত্র ১০০ টাকার কম।
advertisement
টোটো অ্যাম্বুলেন্স পরিষেবার শুরু হওয়া এবং নাগরিকরা যাতে সহজে পরিষেবা পান তার জন্য একটি নম্বরের ব্যবস্থা করবে বোলপুর পুরসভা। উল্টো রথের দিন থেকেই বোলপুর পুরসভার বাসিন্দারা এই টোটো অ্যাম্বুলেন্সের সুবিধা পাবেন। টোটো অ্যাম্বুলেন্স ছাড়াও পুরসভার তরফ থেকে টোটো শববাহী স্বর্গযাত্রা যানেরও উদ্বোধন করতে চলেছেন। অনেকেই রয়েছেন যারা খরচের জন্য অন্যান্য শববাহী যানবাহন বুক করতে পারেন না। তারা খুব কম খরচে এই যান বুক করে নিজেদের পরিজনদের শেষযাত্রা কিছুটা হলেও মসৃণ করতে পারবেন।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: অ্যাম্বুলেন্স এর মত সাইরেন বাজিয়ে ছুটে আসছে টোটো,কারণ জানলে অবাক হবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement