Death News: রাত তখন আড়াইটে...! মাঝরাস্তায় পড়ে রয়েছেন গৃহবধু, কাছে যেতেই হাড়হিম, যা কাণ্ড ঘটল..., আতঙ্কে কাঁপছে গোটা এলাকা

Last Updated:

Death News: মহেশতলায় গভীর রাতে গৃহবধুর মৃতদেহ উদ্ধার ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য৷ দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বকতলা মোল্লাপাড়ার ঘটনা।

নামিবিয়ান সংবাদপত্রের মতে, ৫৯ বছর বয়সী কেবেল তাঁর স্ত্রী এবং বন্ধুদের সঙ্গে সেসফনটেইন এলাকার হোয়ানিব স্কেলেটন কোস্ট ক্যাম্পের কাছে ক্যাম্পিং করছিলেন। ভোরবেলায় তাঁবু থেকে বেরিয়ে শৌচাগারে যাওয়ার সময় সিংহটি তাঁকে আক্রমণ করে।
নামিবিয়ান সংবাদপত্রের মতে, ৫৯ বছর বয়সী কেবেল তাঁর স্ত্রী এবং বন্ধুদের সঙ্গে সেসফনটেইন এলাকার হোয়ানিব স্কেলেটন কোস্ট ক্যাম্পের কাছে ক্যাম্পিং করছিলেন। ভোরবেলায় তাঁবু থেকে বেরিয়ে শৌচাগারে যাওয়ার সময় সিংহটি তাঁকে আক্রমণ করে।
দক্ষিণ ২৪ পরগনা: মহেশতলায় গভীর রাতে গৃহবধুর মৃতদেহ উদ্ধার ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য৷ দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বকতলা মোল্লাপাড়ার ঘটনা। স্থানীয় ক্লাবের সম্পাদকের কথা অনুযায়ী গতকাল একটি ধর্মীয় রীতিনীতি উৎসব দেখার জন্য বহু মানুষ গভীর রাত পর্যন্ত মহেশতলার পাটা মোড়ে জড় হয়েছিল।
রাত্রি আড়াইটার পর যে যার মতই বাড়ি ফিরে আসছিল তখনই ওই ক্লাবের সদস্যরা দেখতে পায় এক গৃহবধূ তার বাড়ির কিছুটা দূরে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়রা মহেশতলা থানায় ফোন করলে ঘটনাস্থলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে বজবজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
মৃতার স্বামীর অভিযোগ ঘটনাটি ঘটার খানিক আগেই তার স্ত্রী তাকে ফোন করে বলেছিল তুমি কার সঙ্গে মারপিট করছো? তাতে শামীম জবাব দেয়, আমি তো আমার মেয়েকে নিয়েই আছি কই কোনও ঝামেলা তো হয়নি। তার সন্দেহ তার স্ত্রীর পরিচিত কেউ তাকে ফোন করে বাইরে ডেকেছিল। স্বামীর আরও দাবি মৃতার গায়ে থাকা সোনার গহনা গুলিও ঠিকঠাকই ছিল শুধুমাত্র গলার চেন বাদে৷ তাহলে কি উদ্দেশ্যে কেউ বা কারা তাকে ডেকেছিল এবং প্রাণে মেরে দিল তার সঠিক তথ্য কেউই কিছু বলতে পারছে না। পরিবারের পক্ষ থেকে সু বিচারের আশায় প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়েছে।
advertisement
সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে মহেশতলা থানার পুলিশ যে বাড়ির সামনে মৃতদেহটি পাওয়া গিয়েছিল আপাতত সেই বাড়ির এক যুবককে আটক করেছে। মেয়েটার স্বামীর বয়ান অনুযায়ী তার স্ত্রী দীর্ঘ বহু বছর ধরে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত কাজের সূত্রেই তাকে বাইরে বাইরে যেতে হয়। সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ স্থানীয় বাসিন্দারা বলছেন কারোর সঙ্গেই এই পরিবারের কোনও বিবাদ ছিল না তাহলে ঠিক কী কারণে মরতে হল শিল্পী বিবিকে, তা নিয়েই ধোঁয়াশা বাড়ছে৷
advertisement
সমীর মণ্ডল
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Death News: রাত তখন আড়াইটে...! মাঝরাস্তায় পড়ে রয়েছেন গৃহবধু, কাছে যেতেই হাড়হিম, যা কাণ্ড ঘটল..., আতঙ্কে কাঁপছে গোটা এলাকা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement