Mass Marriage Ceremony Couple: সিঁথিতে উঠল সিঁদুর, ২৮ জোড়া নব দম্পতির নতুন সংসারের সব গুছিয়ে দিলেন উদ্যোক্তারা
- Reported by:Saikat Shee
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Mass Marriage Ceremony Couple: উৎসবের মঞ্চে ২৮ জোড়া নব দম্পতি একসাথে পথ চলার অঙ্গীকার করল! শুধু বিয়ে দিয়েই দায়িত্ব শেষ নয়, ২৮ জোড়া নব দম্পতিকে ভরিয়ে দেওয়া হল নতুন সংসারের সব জিনিস
নন্দীগ্রাম: উৎসবের মঞ্চে দুঃস্থ পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে গণবিবাহের আসর! উৎসব মানে শুধু আনন্দ অনুষ্ঠান নয়। সেই সঙ্গে এলাকার দুঃস্থ পরিবারের পাশে থাকা। আর সেই দায় থেকেই নন্দীগ্রাম পল্লী উৎসবে আয়োজিত হল গণবিবাহের আসর। এই গণবিবাহের আসরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ২৮ জোড়া নব দম্পতি একসঙ্গে পথ চলার অঙ্গীকার করল। আর তাদের পাশে থাকল উৎসব কমিটির সদস্যেরা।
নন্দীগ্রামে নন্দীগ্রাম পল্লী উৎসব হয়ে আসছে দীর্ঘ কুড়ি বছরের বেশি সময় ধরে। এই নন্দীগ্রাম পল্লী উৎসবের অন্যতম আঙ্গিক হল গণবিবাহ। এলাকার দুঃস্থ পরিবারের মেয়েদের বিয়ে দিয়ে কন্যা দায়গ্রস্ত পিতার পাশে দাঁড়াতে এই আয়োজন শুরু হয়েছিল। ২০২৬ সালের সেই গণবিবাহের আসর ২০ বছরে পদার্পণ করল। শুধু পাত্র-পাত্রীদের বিয়ে দেওয়া নয়। তাদের ঘর বাঁধতে যাবতীয় জিনিস যেমন আসবাবপত্র থেকে সাইকেল সবকিছুই তুলে দেওয়া হল তাদের হাতে।
advertisement
আরও পড়ুন – Laxmi Narayan Jiu Mandir: রাজকীয় জাঁকজমক আজ না থাকলেও লক্ষ্মী নারায়ণ জীউয়ের মন্দির এখনও জাগ্রত এইখানে
advertisement
এ বিষয়ে নন্দীগ্রাম পল্লী উৎসব কমিটির মূল উদ্যোক্তা শেখ সুফিয়ান জানান, ” নন্দীগ্রাম পল্লী উৎসবে গণবিবাহের আসর হয়ে আসছে ২০ বছর ধরে। প্রতিবছর বহু পাত্র-পাত্রী এই গণবিবাহের আসরে ঘর বাঁধে। চলতি বছর ২৮ জোড়া পাত্র-পাত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হল। তাদের নতুন সংসার গড়ে তুলে দিতে আমাদের তরফ থেকে বিভিন্ন আসবাবপত্র থেকে সাইকেল হাত ঘড়ি উপহার দেওয়া হল। আবেদনের ভিত্তিতে এই গণবিবাহের আসর আয়োজন করা হয়েছে।”
advertisement
দীর্ঘ ২০ বছর ধরে নন্দীগ্রাম গণবিবাহের আসরে এ পর্যন্ত ১ হাজার ২০০ দম্পতি ঘর বেঁধেছে। এই গণবিবাহের আসরে উপস্থিত ছিলেন চলচ্চিত্রের নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গেরা। উদ্যোক্তারা জানান আগামী বছরও এই গণবিবাহের আসর আয়োজন করা হবে উৎসবের মঞ্চে।
Saikat Shee
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 30, 2026 8:01 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Mass Marriage Ceremony Couple: সিঁথিতে উঠল সিঁদুর, ২৮ জোড়া নব দম্পতির নতুন সংসারের সব গুছিয়ে দিলেন উদ্যোক্তারা









