TRENDING:

Bengali Special Sweet: বাংলার বিশেষ মিষ্টি লেউড়ি, সারা বছর নয় পাবেন শুধু মূলাষষ্ঠীর সময়

Last Updated:

Malda News: ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে লেউড়ি, বছরের এই সময় পাওয়া যায় তাই চাহিদা ব্যাপক সাধারণের মধ্যে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: বাংলার ঐতিহ্যবাহী মিষ্টান্নগুলির মধ্যে অন্যতম এটি। শুধুমাত্র চিনি দিয়েই তৈরি। বছরের নিদিষ্ট সময়েই পাওয়া যায়। এমনকি এই মিষ্টান্ন আর অন্য কোথাও পাওয়া যায় না। যে কোন সময়ে চাইলেও আপনি খুঁজে পাবেন না চিনি দিয়ে তৈরি বিশেষ এই মিষ্টান্ন। বছরে এক দিন মূলাষষ্ঠী উপলক্ষে এই মিষ্টির চাহিদা বাড়ে। এই মিষ্টান্নের নাম লেউড়ি। পুরাতন মালদহের মোকাতিপুর বেহুলা নদীর তীরের মুলাষষ্ঠীর মেলায় পাওয়া যায়।
advertisement

মূলাষষ্ঠীর পুজোর মূল ভোগ এই লেউড়ি। তাই সকল পুজো দিতে আসা ভক্তরা প্রথমে লেউড়ি কিনেন । তারপর পুজো দিতে যান। প্রাচীন কাল থেকেই এই রীতি মেনে পুজো হয়ে আসছে এখানে। মেলায় ঘুরতে আসা সাধারণ দর্শকেরাও এই মিষ্টি কিনে নিয়ে যায়। বিক্রেতা সঞ্জয় দত্ত বলেন, আর কোথাও পাবেন না এই মিষ্টি। একমাত্র এখানেই বিক্রি হয়। সাধারণ দিনেও আপনি খুঁজে পাবেন না। শুধুমাত্র চিনি দিয়ে তৈরি হয়, লেউড়ি।

advertisement

আরও পড়ুনHibiscus Tea: এক চুমুকেই শরীর থেকে দৌড়ে পালাবে কঠিন রোগ! জবার গুণ মিশে চা হচ্ছে সুপারফুড

ব্যাপক বিক্রি হয় এই মেলার লেউড়ির।এই বছর ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে লেউড়ি। চাহিদাও ছিল ব্যাপক। শুধু মাত্র চিনি দিয়ে তৈরি এই মিষ্টি বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়। চিনির পাক তৈরি করা হয়। আগুনে একটি নির্দিষ্ট তাপমাত্রা দেওয়ার পর চিনি গলে পাক তৈরি হয়। সেই পাক কেটে কেটে ছোট ছোট মিষ্টি তৈরি হয়। এই মিষ্টি দেখতে চকচকে হয়।

advertisement

View More

আরও পড়ুনBest Attractive Perfume: শুধু বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্টই করবে না, শরীরও রাখবে গরম! দুরন্ত সুগন্ধি আতরের কামাল

এক সময় পুরাতন মালদহের অনেক কারিগর ছিলেন। যারা এই মিষ্টি তৈরিতে পারদর্শী ছিলেন। কিন্তু এখন কারিগরের সংখ্যা কমে এসেছে। বর্তমানের কারিগরেরা আর ভাল তৈরি করতে পারেন না। এক মিষ্টি বিক্রেতা বলেন যে তারা এই মিষ্টি তৈরি করতে পারেন না। পুরাতন মালদহে একজন কারিগর রয়েছেন যিনি ভাল তৈরি করেন। আমরা তাঁর থেকেই কিনে এনে বিক্রি করছি। তবে সবসময় বিক্রি হয় না। এই মেলাতেই বিক্রি হয়।পুরাতন মালদহের মূলাষষ্ঠীর মেলায় এই মিষ্টির চাহিদা থাকার মূল কারণ পুজোর প্রধান ভোগ এই মিষ্টি। তবে মেলায় আসা প্রত্যেকেই এই মিষ্টির টানে মেলায় আসেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bengali Special Sweet: বাংলার বিশেষ মিষ্টি লেউড়ি, সারা বছর নয় পাবেন শুধু মূলাষষ্ঠীর সময়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল