Best Attractive Perfume: শুধু বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্টই করবে না, শরীরও রাখবে গরম! দুরন্ত সুগন্ধি আতরের কামাল

Last Updated:
Perfume gives warmth: এই সব সুগন্ধী আতর জামাকাপড়ের উপর লাগানো হলে, তা দীর্ঘ সময়ের জন্য সুগন্ধ ছড়ায়, পাশাপাশি উষ্ণতা ধরে রাখে।
1/5
শীতের সময় সকলেই চান একটু ভাল সময় কাটাতে। খাওয়া দাওয়ার পাশাপাশি সাজগোজেও মন দেন অনেকে। আসলে এটা তো উৎসবের মরশুম। গ্রীষ্মের মতো প্রয়োজন না হলেও শীতে সুগন্ধীর চাহিদা কমে না। উত্তরপ্রদেশের কনৌজে শীতের মরশুমের জন্য বিশেষ ভাবে তৈরি হয় নানা ধরনের সুগন্ধী। শীতকালে সকলেই বেড়াতে যেতে চান, তাছাড়া এই সময় একের পর এক বিয়ের নিমন্ত্রণ থাকে। তাই সুগন্ধী খুবই জরুরি একটি প্রসাধনী।
শীতের সময় সকলেই চান একটু ভাল সময় কাটাতে। খাওয়া দাওয়ার পাশাপাশি সাজগোজেও মন দেন অনেকে। আসলে এটা তো উৎসবের মরশুম। গ্রীষ্মের মতো প্রয়োজন না হলেও শীতে সুগন্ধীর চাহিদা কমে না। উত্তরপ্রদেশের কনৌজে শীতের মরশুমের জন্য বিশেষ ভাবে তৈরি হয় নানা ধরনের সুগন্ধী। শীতকালে সকলেই বেড়াতে যেতে চান, তাছাড়া এই সময় একের পর এক বিয়ের নিমন্ত্রণ থাকে। তাই সুগন্ধী খুবই জরুরি একটি প্রসাধনী।
advertisement
2/5
একটি গবেষণা থেকে জানা গিয়েছে, নির্দিষ্ট সুগন্ধীর উপর নির্ভর করে বিপরীত লিঙ্গের আকর্ষণ। উত্তরপ্রদেশের কনৌজে শীতের মরশুমে এমন সুগন্ধী তৈরি করা হয়, যা ঔষধি গুণে ভরপুর। সুগন্ধের অনুভূতির পাশাপাশি, এই সমস্ত আতর উষ্ণতার অনুভূতিও দেয়। সেই কারণেই এগুলি সুবাসের সঙ্গে সঙ্গে স্বাস্থ্যের জন্যও উপকারী বলে মনে করা হয়।
একটি গবেষণা থেকে জানা গিয়েছে, নির্দিষ্ট সুগন্ধীর উপর নির্ভর করে বিপরীত লিঙ্গের আকর্ষণ। উত্তরপ্রদেশের কনৌজে শীতের মরশুমে এমন সুগন্ধী তৈরি করা হয়, যা ঔষধি গুণে ভরপুর। সুগন্ধের অনুভূতির পাশাপাশি, এই সমস্ত আতর উষ্ণতার অনুভূতিও দেয়। সেই কারণেই এগুলি সুবাসের সঙ্গে সঙ্গে স্বাস্থ্যের জন্যও উপকারী বলে মনে করা হয়।
advertisement
3/5
এই সব সুগন্ধী আতর জামাকাপড়ের উপর লাগানো হলে, তা দীর্ঘ সময়ের জন্য সুগন্ধ ছড়ায়, পাশাপাশি উষ্ণতা ধরে রাখে। শীত মরশুমের জন্য তৈরি করা হয়েছে টোবাকো ওউড, শামামা অল কস্তুরী, দেনুল ওউড ও ব্ল্যাক ওউড প্রভৃতি। শীতের মরশুমে এই সব সুগন্ধী সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এর বিশেষত্বই হল সুগন্ধের পাশাপাশি এগুলো শরীরে উষ্ণতাও বজায় রাখে।
এই সব সুগন্ধী আতর জামাকাপড়ের উপর লাগানো হলে, তা দীর্ঘ সময়ের জন্য সুগন্ধ ছড়ায়, পাশাপাশি উষ্ণতা ধরে রাখে। শীত মরশুমের জন্য তৈরি করা হয়েছে টোবাকো ওউড, শামামা অল কস্তুরী, দেনুল ওউড ও ব্ল্যাক ওউড প্রভৃতি। শীতের মরশুমে এই সব সুগন্ধী সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এর বিশেষত্বই হল সুগন্ধের পাশাপাশি এগুলো শরীরে উষ্ণতাও বজায় রাখে।
advertisement
4/5
ব্ল্যাক ওউডের সুগন্ধ একেবারে অনন্য। খানিকটা পোড়া পোড়া গন্ধ পাওয়া যায় এটি থেকে। তাই আতর ব্যবসায়ীরা এর নাম দিয়েছিলেন ব্ল্যাক ওউড। এটি শরীরের ভিতর থেকে উষ্ণ রাখতে সাহায্য করে বলে মনে করা হয়।টোবাকো ওউড নিজেই যথেষ্ট উষ্ণ প্রকৃতির। এতে বিভিন্ন সুগন্ধীর পাশাপাশি গরম মশলা ব্যবহার করা হয়েছে। এককালে এই সুগন্ধী এবং গরম মশলার গন্ধের খুবই জনপ্রিয়তা ছিল।
ব্ল্যাক ওউডের সুগন্ধ একেবারে অনন্য। খানিকটা পোড়া পোড়া গন্ধ পাওয়া যায় এটি থেকে। তাই আতর ব্যবসায়ীরা এর নাম দিয়েছিলেন ব্ল্যাক ওউড। এটি শরীরের ভিতর থেকে উষ্ণ রাখতে সাহায্য করে বলে মনে করা হয়।টোবাকো ওউড নিজেই যথেষ্ট উষ্ণ প্রকৃতির। এতে বিভিন্ন সুগন্ধীর পাশাপাশি গরম মশলা ব্যবহার করা হয়েছে। এককালে এই সুগন্ধী এবং গরম মশলার গন্ধের খুবই জনপ্রিয়তা ছিল।
advertisement
5/5
ডেনিউল ওউদ বিশেষ ধরনের সুগন্ধী। এটির সুগন্ধ খুবই হালকা এবং উষ্ণ। শীতের সময় এর কদর বাড়ে। নানা ধরনের উষ্ণ সামগ্রী দিয়ে তৈরি হয় এই সুগন্ধী। একবার কাপড়ে লাগানো হলে তারপর প্রায় ৪৮ ঘণ্টা স্থায়ী হয় সেই গন্ধ। সারা ভারতের পাশাপাশি বিশ্বেও কদর রয়েছে এই সুগন্ধী আতরের। ৩০ মিলিলিটারের সুগন্ধীর দাম ৫০০ টাকা থেকে শুরু হয়। গুণমান এবং সুগন্ধের উপর নির্ভর করে তা ৭০০ টাকা পর্যন্ত হতে পারে। তবে উপকরণের দাম বৃদ্ধির উপর নির্ভর করে সুগন্ধীর দামের ওঠা-পড়া।
ডেনিউল ওউদ বিশেষ ধরনের সুগন্ধী। এটির সুগন্ধ খুবই হালকা এবং উষ্ণ। শীতের সময় এর কদর বাড়ে। নানা ধরনের উষ্ণ সামগ্রী দিয়ে তৈরি হয় এই সুগন্ধী। একবার কাপড়ে লাগানো হলে তারপর প্রায় ৪৮ ঘণ্টা স্থায়ী হয় সেই গন্ধ। সারা ভারতের পাশাপাশি বিশ্বেও কদর রয়েছে এই সুগন্ধী আতরের। ৩০ মিলিলিটারের সুগন্ধীর দাম ৫০০ টাকা থেকে শুরু হয়। গুণমান এবং সুগন্ধের উপর নির্ভর করে তা ৭০০ টাকা পর্যন্ত হতে পারে। তবে উপকরণের দাম বৃদ্ধির উপর নির্ভর করে সুগন্ধীর দামের ওঠা-পড়া।
advertisement
advertisement
advertisement