TRENDING:

Offbeat Destination Tourism: দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি মন্দির, পৌঁছলেই মন শান্তিতে ভরবে, কলকাতা থেকে খুবই কাছে ঘুরে আসুন

Last Updated:

প্রকৃতির কোলে নবরত্ন মন্দির মন্দিরের সামনে ছোট্ট বাগান রয়েছে দুষ্প্রাপ্য গাছ, বিভিন্ন বয়সের মানুষ মানসিক শান্তি পেতে এখানে ভিড় জমাচ্ছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: কয়েক বছর আগেও যে স্থান ছিল গা ছমছমে জনশূন্য স্থান, সেই স্থানই এখন বহু মানুষের পছন্দের তালিকায়! আগামী দিনে জেলার অন্যতম আকর্ষণীয় স্থান হয়ে উঠতে চলেছে এই স্থান। বর্তমানে প্রায় প্রতিদিন বিভিন্ন বয়সের মানুষ এসে ভিড় জমাচ্ছে এখানে। হাওড়ার মুন্সিরহাট সংলগ্ন ব্রাহ্মণ পাড়া নবরত্ন মন্দির প্রাঙ্গণ। নিরিবিলি শান্ত পরিবেশে সময় কাটাতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হাজির হচ্ছে এখানে।
advertisement

দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে নবনির্মিত সুদর্শন নবরত্ন মন্দির যা ভীষণভাবে মানুষের মন আকৃষ্ট করে। এই বিশাল মন্দিরে বিরাজ করে রয়েছেন কষ্টি পাথরের তৈরি মা দক্ষিণা কালী। এখানের শান্ত নিরিবিলি পরিবেশ যা মানসিক তৃপ্তি অনুভব করে মানুষ। মন্দির লাগোয়া ছোট্ট বাগান, যা আরও শোভিত করেছে এই স্থানকে।

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

advertisement

হাওড়ার মুন্সিরহাট সংলগ্ন ব্রাহ্মণবাড়া শ্মশান এখন বহু মানুষের মন ভাল করার স্থান। মূল মন্দিরের সামনেই রয়েছে একটি শিবের মন্দির। আর দিন কয়েক পর, মহাসমারহে নবরত্ন মন্দির প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা হবে আগামী ২৮ শে মার্চ। কয়েকদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিখ্যাত সাধু সন্ন্যাসীর উপস্থিতিতে পুজো হোম যজ্ঞ অনুষ্ঠিত হবে। তা কেন্দ্র করে আরও উৎসাহ দেখা দিয়েছে মানুষের মধ্যে।

advertisement

View More

আরও জানা যায়, মন্দির চত্বরে বিশাল আকৃতির শিবের মূর্তি নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। সকাল থেকে সন্ধ্যা বিভিন্ন বয়সের মানুষ এসে দীর্ঘক্ষণ সময় কাটাচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্য মনোরম পরিবেশ ক্যামেরাবন্দী করছে অনেকই। মন্দিরের সামনের বাগানে রয়েছে হরতকি বহেড়া লাল চন্দন সাদা চন্দন ও রুদ্রাক্ষর মত বিভিন্ন গাছ, যা একাংশের মানুষকে ভীষণভাবে আকৃষ্ট করে।

advertisement

আরও পড়ুনICC Champions Cup 2025 Controversy: চ্যাম্পিয়ানস কাপ বিতর্কে ভারতকে নিয়ে মুখ খুলল পাকিস্তান! গদ্দাফি স্টেডিয়ামে কেন নেই ভারতীয় পতাকা? তথ্য ফাঁস

এখানে আসা মানুষজনদের কথায়, দক্ষিণেশ্বরের আদলের মন্দির এটি শান্ত নিরিবিলি পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য ভীষণভাবে মন আকৃষ্ট করে। এখানে এলে মানসিক শান্তি মেলে। এ প্রসঙ্গে বিশালক্ষী মাতা মহা ঠাকুরানি মন্দিরের সভাপতি তপন চ্যাটার্জি জানান, এটি একটি পূর্ণভূমি পঞ্চমন্ডি আসন। সাধনা পিঠ হিসেবে গড়ে তোলা হচ্ছে এটি। গত কয়েক বছরে নানাভাবে সাজিয়ে তোলা হয়েছে। সারাদিন সমস্ত বয়সের মানুষজন আসেন দীর্ঘক্ষণ সময় কাটান। মন্দিরের আকর্ষণের পাশাপাশি মন্দির সংলগ্ন বাগান অন্যতম আকর্ষণ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জয়দেব-কেন্দুলিতে বিরাট চমক অনুব্রতর...! একতারা হাতে ‘হৃদ মাঝারে’? বাউল সুরে মাতালেন কেষ্ট
আরও দেখুন

রাকেশ মাইতি 

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Offbeat Destination Tourism: দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি মন্দির, পৌঁছলেই মন শান্তিতে ভরবে, কলকাতা থেকে খুবই কাছে ঘুরে আসুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল