রঙের ফুলঝুড়ি ছুটবে বাগানে...! গাছ ভর্তি 'পিটুনিয়া' পেতে এই 'টিপসেই' হবে কামাল, গাছের মাটিতে দিলেই ছুমন্তর!

Last Updated:
Petunia Flower: পিটুনিয়া এমন এক শীতকালীন ফুল, যা অল্প যত্নেই টবে বা বাগানে ভরে উঠতে পারে রঙিন ফুলে। বারান্দা, ছাদ কিংবা উঠোন—সব জায়গাতেই পিটুনিয়া গাছ সৌন্দর্য বাড়ায় কয়েক গুণ। তবে গাছ ভর্তি পিটুনিয়া পেতে হলে সঠিক পদ্ধতিতে যত্ন নেওয়াটা ভীষণ জরুরি।
1/6
পিটুনিয়া এমন এক শীতকালীন ফুল, যা অল্প যত্নেই টবে বা বাগানে ভরে উঠতে পারে রঙিন ফুলে। বারান্দা, ছাদ কিংবা উঠোন—সব জায়গাতেই পিটুনিয়া গাছ সৌন্দর্য বাড়ায় কয়েক গুণ। তবে গাছ ভর্তি পিটুনিয়া পেতে হলে সঠিক পদ্ধতিতে যত্ন নেওয়াটা ভীষণ জরুরি।
পিটুনিয়া এমন এক শীতকালীন ফুল, যা অল্প যত্নেই টবে বা বাগানে ভরে উঠতে পারে রঙিন ফুলে। বারান্দা, ছাদ কিংবা উঠোন—সব জায়গাতেই পিটুনিয়া গাছ সৌন্দর্য বাড়ায় কয়েক গুণ। তবে গাছ ভর্তি পিটুনিয়া পেতে হলে সঠিক পদ্ধতিতে যত্ন নেওয়াটা ভীষণ জরুরি।
advertisement
2/6
প্রথমেই নজর দিতে হবে সঠিক টব ও মাটির মিশ্রণে। পিটুনিয়ার জন্য মাঝারি আকারের টব সবচেয়ে ভাল। মাটির সঙ্গে গোবর সার, ভার্মি কম্পোস্ট ও সামান্য বালি মিশিয়ে নিলে মাটি ঝুরঝুরে থাকবে এবং গাছ দ্রুত শিকড় ছড়াতে পারবে। জল জমে থাকে এমন টব একেবারেই ব্যবহার করা যাবে না।
প্রথমেই নজর দিতে হবে সঠিক টব ও মাটির মিশ্রণে। পিটুনিয়ার জন্য মাঝারি আকারের টব সবচেয়ে ভাল। মাটির সঙ্গে গোবর সার, ভার্মি কম্পোস্ট ও সামান্য বালি মিশিয়ে নিলে মাটি ঝুরঝুরে থাকবে এবং গাছ দ্রুত শিকড় ছড়াতে পারবে। জল জমে থাকে এমন টব একেবারেই ব্যবহার করা যাবে না।
advertisement
3/6
পিটুনিয়া গাছের জন্য প্রয়োজন প্রচুর রোদ। প্রতিদিন অন্তত ৫–৬ ঘণ্টা সরাসরি সূর্যের আলো পেলে গাছ স্বাস্থ্যবান হয় এবং ফুল বেশি আসে। আলো কম পেলে গাছ লম্বা হলেও ফুল কম ধরবে। তাই ছাদ বা এমন বারান্দায় টব রাখুন, যেখানে রোদ সহজে পৌঁছায়।
পিটুনিয়া গাছের জন্য প্রয়োজন প্রচুর রোদ। প্রতিদিন অন্তত ৫–৬ ঘণ্টা সরাসরি সূর্যের আলো পেলে গাছ স্বাস্থ্যবান হয় এবং ফুল বেশি আসে। আলো কম পেলে গাছ লম্বা হলেও ফুল কম ধরবে। তাই ছাদ বা এমন বারান্দায় টব রাখুন, যেখানে রোদ সহজে পৌঁছায়।
advertisement
4/6
জল দেওয়ার ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ। মাটি শুকনো লাগলেই জল দিন, কিন্তু অতিরিক্ত জল দেবেন না। সকালে জল দেওয়া সবচেয়ে ভালো। বর্ষাকালে বা শীতের শুরুতে জল দেওয়ার পরিমাণ একটু কমিয়ে আনতে হবে, যাতে শিকড়ে পচন না ধরে।
জল দেওয়ার ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ। মাটি শুকনো লাগলেই জল দিন, কিন্তু অতিরিক্ত জল দেবেন না। সকালে জল দেওয়া সবচেয়ে ভালো। বর্ষাকালে বা শীতের শুরুতে জল দেওয়ার পরিমাণ একটু কমিয়ে আনতে হবে, যাতে শিকড়ে পচন না ধরে।
advertisement
5/6
নার্সারী উদ্যোক্তা গাছ ভর্তি ফুল পেতে নিয়মিত ছাঁটাই ও শুকনো ফুল ফেলা অত্যন্ত কার্যকরী। শুকিয়ে যাওয়া ফুল ও দুর্বল ডাল কেটে দিলে গাছ নতুন কুঁড়ি ধরতে উৎসাহ পায়। পাশাপাশি ১০–১৫ দিন অন্তর তরল জৈব সার বা ফুলের জন্য বিশেষ সার দিলে ফুলের সংখ্যা ও আকার দুটোই বাড়ে।
নার্সারী উদ্যোক্তা গাছ ভর্তি ফুল পেতে নিয়মিত ছাঁটাই ও শুকনো ফুল ফেলা অত্যন্ত কার্যকরী। শুকিয়ে যাওয়া ফুল ও দুর্বল ডাল কেটে দিলে গাছ নতুন কুঁড়ি ধরতে উৎসাহ পায়। পাশাপাশি ১০–১৫ দিন অন্তর তরল জৈব সার বা ফুলের জন্য বিশেষ সার দিলে ফুলের সংখ্যা ও আকার দুটোই বাড়ে।
advertisement
6/6
সবশেষে, পোকামাকড় থেকে বাঁচাতে সপ্তাহে একদিন নিম তেল স্প্রে করতে পারেন। এতে গাছ সুস্থ থাকবে এবং ফুল দীর্ঘদিন সতেজ থাকবে। এই কয়েকটি সহজ টিপস মেনে চললেই আপনার টব বা বাগান ভরে উঠবে রঙিন, গাছ ভর্তি পিটুনিয়া ফুলে—যা নজর কাড়বে সবারই।
সবশেষে, পোকামাকড় থেকে বাঁচাতে সপ্তাহে একদিন নিম তেল স্প্রে করতে পারেন। এতে গাছ সুস্থ থাকবে এবং ফুল দীর্ঘদিন সতেজ থাকবে। এই কয়েকটি সহজ টিপস মেনে চললেই আপনার টব বা বাগান ভরে উঠবে রঙিন, গাছ ভর্তি পিটুনিয়া ফুলে—যা নজর কাড়বে সবারই।
advertisement
advertisement
advertisement