ক্রোনস ডিজিজ ও আলসারেটিভ কোলাইটিস—দুটি আলাদা রোগে এত মিল কেন? বুঝিয়ে বললেন চিকিৎসক
- Reported by:BENGALI NEWS18
- trending desk
- Published by:Tias Banerjee
Last Updated:
Crohn's Disease Vs Ulcerative Colitis: উত্তর দিয়েছেন ডা. প্রতীক পোদ্দার, কনসালট্যান্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এবং হেপাটোলজিস্ট, আইএলএস হসপিটালস।
বর্তমানে ক্রোনস ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিস রোগ নিয়ে অনেকেই আতঙ্কিত। এই নিয়ে অনেকের মনেই অনেক রকম প্রশ্ন রয়েছে। কেন না, ক্রোন’স ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিসের মধ্যে কিছু মিল রয়েছে, আদতে দুটোই হল প্রধান দুই প্রদাহজনক পেটের রোগ, ইংরেজিতে বললে ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজ, সংক্ষেপে IBD, দুটোই দীর্ঘস্থায়ী অন্ত্রের প্রদাহ সৃষ্টি করে, তবে প্রদাহের অবস্থান, ধরন এবং গভীরতার ক্ষেত্রগুলি ভিন্ন ভিন্ন।
এক নজরে দেখে নেওয়া যাক এই সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। যার উত্তর দিয়েছেন ডা. প্রতীক পোদ্দার, কনসালট্যান্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এবং হেপাটোলজিস্ট, আইএলএস হসপিটালস।
advertisement
advertisement
১) ক্রোনস ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিসের মধ্যে প্রধান পার্থক্য কী
ক্রোনস ডিজিজ অন্ত্রের সমস্ত স্তরের সম্পূর্ণ প্রদাহ এবং ক্ষতির কারণ হয় এবং এটি পরিপাকতন্ত্রের যে কোনও অংশকে আক্রান্ত করতে পারে, যেখানে বিভিন্ন অংশের একাধিক স্থান একই সঙ্গে আক্রান্ত হতে পারে। আলসারেটিভ কোলাইটিস প্রধানত শুধুমাত্র বৃহদন্ত্রের ভেতরের স্তরকে আক্রান্ত করে।
২) পরিপাকতন্ত্রের কোন অংশগুলো ক্রোনস ডিজিজ দ্বারা আক্রান্ত হয়
ক্রোনস ডিজিজ পাকস্থলী থেকে অন্ত্র পর্যন্ত পরিপাকতন্ত্রের যে কোনও অংশকে আক্রান্ত করতে পারে। কিছু রোগীর মলদ্বারেও সংক্রমণ এবং স্রাব দেখা যায়।
advertisement

ক্রোনস ডিজিজ ও আলসারেটিভ কোলাইটিস: কোথায় মিল, কোথায় অমিল? জানাচ্ছেন চিকিৎসক
৩) অন্ত্রের কোন অংশ আলসারেটিভ কোলাইটিস দ্বারা আক্রান্ত হয়
আলসারেটিভ কোলাইটিস শুধুমাত্র বৃহদন্ত্রকে মলদ্বার থেকে শুরু করে পেছনের দিকে ক্রমাগতভাবে আক্রান্ত করে। আক্রান্ত হওয়ার মাত্রা রোগীভেদে ভিন্ন হতে পারে।
advertisement
৪) প্রদাহজনক অন্ত্রের রোগের (IBD) দুটি সাধারণ লক্ষণ কী কী
দীর্ঘস্থায়ী ডায়রিয়া এবং মলের সঙ্গে রক্ত পড়া হল IBD-এর সাধারণ লক্ষণ।
৫) সাধারণত কীভাবে IBD নির্ণয় করা হয়
রোগ নির্ণয় ক্লিনিক্যাল পর্যবেক্ষণ, কোলোনোস্কোপি, মল ও রক্ত পরীক্ষা এবং এমনকি সিটি স্ক্যানের বিভিন্ন সমন্বয়ের উপর নির্ভর করে।

advertisement
৬) লক্ষণসমূহ
রোগীরা পেটে ব্যথা, মলের সঙ্গে রক্ত, ওজন হ্রাস এবং ডায়রিয়ার মতো লক্ষণ নিয়ে ডাক্তারের কাছে আসতে পারেন।
৭) কী ভাবে শনাক্ত করা যায়
একটি কোলোনোস্কোপি সহ উপযুক্ত ধারাবাহিক মূল্যায়ন এবং পরীক্ষার মাধ্যমে রোগটি প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব।
৮) চিকিৎসা
যেহেতু এটি একটি অটোইমিউন রোগ, তাই চিকিৎসা প্রধানত রোগ প্রতিরোধ ক্ষমতার উপর নির্ভর করে। এর মধ্যে স্টেরয়েড এবং অন্যান্য ওষুধ অন্তর্ভুক্ত থাকতে পারে। পুষ্টি সহায়তা এবং সিম্পটম ম্যানেজমেন্টও চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অংশ। কিছু রোগীর অস্ত্রোপচারেরও প্রয়োজন হয়।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 13, 2026 8:06 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ক্রোনস ডিজিজ ও আলসারেটিভ কোলাইটিস—দুটি আলাদা রোগে এত মিল কেন? বুঝিয়ে বললেন চিকিৎসক










