একসঙ্গে রান্না-
একসঙ্গে রান্না করলে আপনার এবং শাশুড়ির সম্পর্ক সহজপথে এগোতে পারবে৷ রান্না হল এমন একটি বিষয়, যেখানে দু’জনের মত বিনিময়ের পরিসর আছে যথেষ্ট৷ রান্না করতে করতে টুকটাক পরামর্শ নিন শাশুড়ির কাছ থেকে৷ হতেই পারে আপনি রান্না ভাল জানেন৷ কিন্তু মনে রাখবেন ওই সংসারে তিনি আপনার আগে এসেছেন৷ আপনি রান্নার টিপস জানতে চাইলে তাঁর নিজেরও ভাল লাগবে৷
advertisement
আরও পড়ুন : রান্নার স্বাদগন্ধ বাড়াতে অদ্বিতীয় আজিনোমোতো কি সত্যিই শরীরের জন্য ক্ষতিকর?
আবেগের উপরে যুক্তিকে স্থান দিন-
নতুন পরিবেশে মানিয়ে সময় লাগে সকলেরই৷ নিজেকে, সম্পর্ককে সময় দিন৷ দ্বন্দ্ব এসে হাজির হলে আবেগপ্রবণ হয়ে পড়বেন না৷ বরং সংযত হয়ে যুক্তিকে স্থান দিন আবেগের উপরে৷ ধৈর্য একটু ধরতেই হবে৷ যে কোনও সমস্যায় সিদ্ধান্ত নিন যুক্তি দিয়ে, আবেগের সঙ্গে নয়৷
প্রশংসা করুন-
সব সময় অন্যের দোষ দেখে অভিযোগমুখর হয়ে থাকবেন না৷ বরং অন্যের গুণ খুঁজে বার করে প্রশংসা করুন৷ পাশাপাশি সম্পর্ককে দিন যথেষ্ট সময় ও ধৈর্য৷ এতে পরস্পরের প্রতি ভালবাসা ও সহমর্মিতা বাড়বে৷
আরও পড়ুন : কেরাটিন ট্রিটমেন্ট ঠিক কী? কেন করাবেন এই ট্রিটমেন্ট? জেনে নিন খুঁটিনাটি
কোয়ালিটি সময় কাটান-
মাঝে মাঝে শাশুড়ির সঙ্গে শপিংয়ে যান৷ যেতে পারেন সিনেমা দেখতে বা রেস্তরাঁতেও৷ আপনাদের সম্পর্ককে বিকশিত হতে সাহায্য করবে এই সঙ্গ ও সখ্য৷
আরও পড়ুন : কোষ্ঠ পরিষ্কারের পাশাপাশি ওজন কমাতেও অব্যর্থ ইসবগুল
শখকে উৎসাহ দিন-
আপনার শাশুড়ির শখ খুঁজে বার করুন৷ হয়তো তিনি খুব ভাল রাঁধেন৷ হতেই পারে তিনি সুলেখিকা বা কবি৷ কিংবা বার্ধক্যেও খেলাধুলোয় উৎসাহী৷ তাঁর যে শখ শৌখিনতাই থাকুক না কেন, আপনি তাতে উৎসাহ দিন৷ হয়তো দীর্ঘ সংসারজীবনের চাপে পলির স্তরে চাপা পড়ে যাওয়া পুরনো শখ নতুন জীবন পাবে আপনার সাহচর্যেই৷ এতে আপনাদের সম্পর্কও সুপথে এগোবে৷