Ajinomoto or Monosodium Glutamate : রান্নার স্বাদগন্ধ বাড়াতে অদ্বিতীয় আজিনোমোতো কি সত্যিই শরীরের জন্য ক্ষতিকর?

Last Updated:

Ajinomoto or Monosodium Glutamate : একদিকে যেমন স্বাদবর্ধক, অন্যদিকে তেমনই এর সঙ্গে জড়িয়ে গিয়েছে ‘ক্ষতিকর’ তকমা৷ বিভিন্ন সংস্থা আবার দাবি করে যে তাদের তৈরি পণ্যে এই উপাদান নেই!

মোনোসোডিয়াম গ্লুটামেট বা এমএসজি-কেই (Monosodium Glutamate) আমরা চিনি বা ডাকি আজিনোমোতো নামে৷ চিনা রান্না এবং বিভিন্ন প্রসেসড ফুডের অন্যতম উপাদান৷ একদিকে যেমন স্বাদবর্ধক, অন্যদিকে তেমনই এর সঙ্গে জড়িয়ে গিয়েছে ‘ক্ষতিকর’ তকমা৷ বিভিন্ন সংস্থা আবার দাবি করে যে তাদের তৈরি পণ্যে এই উপাদান নেই! কারণ আজিনামোতোর (Ajinomoto) ভাবমূর্তি এতটাই খারাপ৷
কিন্তু বিটরুট, আখ, গুড়ের মতো উপাদান মজিয়ে তৈরি হওয়া, জলে সহজেই মিশে যাওয়া স্ফটিকাকার আজিনোমোতো কি সত্যি ক্ষতিকর? আজকের খাদ্যরসিক তথা বিশেষজ্ঞদের মত, আজিনোমোতো যে ক্ষতিকর, সে সম্বন্ধে কোনও প্রামাণ্য তথ্য নেই৷ বরং একাংশের অভিযোগ, এশীয় খাবার, বিশেষত চিনা খাবারের স্বাদকে কাঠগড়ায় দাঁড় করাতেই নাকি কয়েক যুগ ধরে ইচ্ছাকৃতভাবে আজিনোমোতোকে এই পরিচয় দেওয়া হয়েছে পশ্চিমী সমাজে৷ অবশ্য প্রথমেই মনে রাখা দরকার, কিছু মাংস, খাবার এবং শাকসব্জিতে প্রাকৃতিকভাবেই থাকে এমএসজি বা আজিনোমোতো৷
advertisement
আরও পড়ুন : কোষ্ঠ পরিষ্কারের পাশাপাশি ওজন কমাতেও অব্যর্থ ইসবগুল
পুষ্টিবিদ এবং পেশাদার ডায়েটিশিয়ান দীক্ষা অহলওয়াত সংবাদমাধ্যমে বলেছেন, আজিনোমোতো যদি নিরাপদ হয়ে থাকেও, তার পরও দৈনিক আহারে পরিমিতই থাকা প্রয়োজন৷ তিনি মনে করেন নিত্য আহারে ০.৫৫ গ্রামের বেশি আজিনোমোতো থাকা উচিত নয়৷ অন্তঃসত্ত্বা, শিশু, হৃদরোগী, কিডনিরোগীদের এই আজিনোমোতো বর্জনীয় বলেই মনে করেন দীক্ষা৷ তাঁর কথায়, ‘‘এমএসজি খেলে ওজন বাড়তে পারে৷ সেইসঙ্গে খিদেও বেড়ে যায়৷ ফলে খাওয়ার প্রবণতাও বৃদ্ধি পায়৷ দেখা দেয় হৃদরোগ ও ডায়াবেটিসের মতো শারীরিক সমস্যা৷’’
advertisement
advertisement
আরও পড়ুন : কেরাটিন ট্রিটমেন্ট ঠিক কী? কেন করাবেন এই ট্রিটমেন্ট? জেনে নিন খুঁটিনাটি
ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএ-এর মতে, গত ১০০ বছরের বেশি সময় ধরে খাবারের স্বাদগন্ধ বৃদ্ধিতে ব্যবহৃত হয়ে আসছে আজিনোমোতো৷ প্রথমে কোনও সমস্যাই ছিল না৷ কিন্তু ১৯৬৮ সালে এর দিকে প্রথম আঙুল ওঠে৷ নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন-এ এক চিকিৎসক লেখেন যে চাইনিজ খাবার খেলেই তাঁর প্যালপিটিশন হয়৷ সেইসঙ্গে দেখা দেয় ঘাড়, পিঠ এবং বাহুতে অসারতা৷ এর পর থেকেই আজিনোমোতো ঘিরে আবৃত হতে থাকে অভিযোগের আবরণ৷
advertisement
আরও পড়ুন : গ্রাম বাংলার তিসির বীজই আজ সুপারফুড ফ্ল্যাক্সসিড! জেনে নিন কেন খেতেই হবে এই দানা
পরবর্তীতে একাধিক গবেষণায় দেখা গিয়েছে, রান্নার এই উপকরণ নিরাপদ, পুষ্টিকর এবং খাবারে অসামান্য স্বাদ যোগ করে৷ নুন খাওয়ার পরিমাণ কমাতেও অনেকে আজিনোমোতোর উপর নির্ভর করেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Ajinomoto or Monosodium Glutamate : রান্নার স্বাদগন্ধ বাড়াতে অদ্বিতীয় আজিনোমোতো কি সত্যিই শরীরের জন্য ক্ষতিকর?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement