Keratin Treatment : কেরাটিন ট্রিটমেন্ট ঠিক কী? কেন করাবেন এই ট্রিটমেন্ট? জেনে নিন খুঁটিনাটি

Last Updated:

ট্রিটমেন্টের মূল উপকরণ কেরাটিন প্রোটিন৷ মানুষের চুল, ত্বক এবং নখের মূল উপাদান কেরাটিন৷ চুল মজবুত করতে কেরাটিন খুবই প্রয়োজনীয় (usefulness of keratin treatment)

চুল মসৃণ করতে এখন কেরাটিন ট্রিটমেন্ট (Keratin Treatment) খুব ট্রেন্ডিং৷ এই ট্রিটমেন্টের মূল উপকরণ কেরাটিন প্রোটিন৷ মানুষের চুল, ত্বক এবং নখের মূল উপাদান কেরাটিন৷ চুল মজবুত করতে কেরাটিন খুবই প্রয়োজনীয় (usefulness of keratin treatment)৷
জেনে নেওয়া যাক কেরাটিন ট্রিটমেন্টের খুঁটিনাটি-
কী হয় কেরাটিন ট্রিটমেন্টে-
এই ট্রিটমেন্টে চুলে লাগানো হয় কেরাটিন রাসায়নিক৷ চুল এর ফলে মসৃণ হয়৷ চুল থাকে জটমুক্ত৷ ফলে নারী পুরুষ নির্বিশেষে এই হেয়ার ট্রিটমেন্ট খুব জনপ্রিয়৷ দূষণ, উদ্বেগ-সহ নানা কারণে চুল থেকে কেরাটিন ক্ষয়ে যায়৷ কেরাটিনের অভাবে চুল হয়ে পড়ে জটপ্রবণ৷ চুলের দুর্বলতার জন্য সহজেই ভেঙে যায়৷ চুলে হারিয়ে যাওয়া যাওয়া কেরাটিন ফিরিয়ে এনে নতুন করে চুল গড়ে তোলে কেরাটিন৷
advertisement
advertisement
কীভাবে করা হয় কেরাটিন ট্রিটমেন্ট-
চুলে প্রথমে হেয়ার স্ট্রেটনিং কেমিক্যাল লাগিয়ে দেন হেয়ারড্রেসার৷ তার পর স্ট্রেটনারের উষ্ণতায় ধরে রাখা হয় কেরাটিনের গুণ৷ কেরাটিন ট্রিটমেন্টে সাধারণত চুলের দৈর্ঘ্যের উপর নির্ভর করে দেড় ঘণ্টা মতো সময় লাগে৷
ট্রিটমেন্টের প্রভাব কত ক্ষণ থাকে-
কেরাটিন ট্রিটমেন্টের মূল বিষয় হল জল এবং চুলের কুঁচকে যাওয়া বা চুল বাঁধা অন্তত তিন দিনের জন্য এড়িয়ে চলে হবে৷ নয়তো কিন্তু বাহারি চুলের দফারফা হবে৷ সব সময় সালফেটমুক্ত শ্যাম্পুই ব্যবহার করতে হবে৷ বিশেষজ্ঞ হেয়ারড্রেসারদের মত, এই ট্রিটমেন্টে চুল আবৃত করতে হবে সিল্ক বা স্যাটিনের বড় রুমালে৷ যাতে চুলের আর্দ্রতা ধরা থাকে৷ সাধারণত কেরাটিন ট্রিটমেন্ট চুলে দু’ থেকে চার মাস স্থায়ী হয়৷ তবে ঠিকভাবে যত্ন নিলে ৬ মাস অবধি এর প্রভাব থাকে৷ তবে এই ট্রিটমেন্টের ফলে চুলে স্বাভাবিক কোঁকড়ানো ভাব কিন্তু চিরতরে নষ্ট হয়ে যেতে পারে৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Keratin Treatment : কেরাটিন ট্রিটমেন্ট ঠিক কী? কেন করাবেন এই ট্রিটমেন্ট? জেনে নিন খুঁটিনাটি
Next Article
advertisement
আচমকা দাউ দাউ আগুন...! লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচ পাঁচটি ইঞ্জিন
আচমকা দাউ দাউ আগুন...! লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন
  • লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড

  • ঘটনাস্থলে দমকলের পাঁচ পাঁচটি ইঞ্জিন

  • মুহূর্তের মধ্যে ঢেকে গেল কালো ধোঁয়ায়

VIEW MORE
advertisement
advertisement