Isabgol in weight loss : কোষ্ঠ পরিষ্কারের পাশাপাশি ওজন কমাতেও অব্যর্থ ইসবগুল

Last Updated:

বাঙালি বাড়ির তাকে ইসবগুল বা সাইলিম হাস্কের কৌটো শোভা পাচ্ছে বহুদিন ধরেই৷ কিন্তু আমরা ক’জন জানি যে ওজন কমানোর জন্যেও এই গুঁড়ো অব্যর্থ (isabgol helps in shedding weight)

কোষ্ঠকাঠিন্য-সহ পেটের যে কোনও সমস্যায় ইসবগুলের কার্যকারিতা (benefits of isabgol) আমরা জানি৷ বাঙালি বাড়ির তাকে ইসবগুল বা সাইলিম হাস্কের কৌটো শোভা পাচ্ছে বহুদিন ধরেই৷ কিন্তু আমরা ক’জন জানি যে ওজন কমানোর জন্যেও এই গুঁড়ো অব্যর্থ (isabgol helps in shedding weight)৷ বিশেষ করে যাঁদের মধুমেহ আছে, তাঁদের নিয়মিত ইসবগুল খাওয়া প্রয়োজন৷ এতে কোষ্ঠ পরিষ্কার থাকে৷ আবার ওজনও নিয়ন্ত্রিত হয়৷ কারণ মধুমেহ রোগের সমস্যায় ওজন ঠিক রাখা একান্ত দরকার৷ হৃদযন্ত্র ভাল রাখতে এবং রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে ইসবগুল আবশ্যক৷
আরও পড়ুন : গ্রাম বাংলার তিসির বীজই আজ সুপারফুড ফ্ল্যাক্সসিড! জেনে নিন কেন খেতেই হবে এই দানা
যে গাছের বীজ থেকে ইসবগুল তৈরি হয় তার পোশাকি নাম ‘প্ল্যান্টাগো ওভাটা’৷ এই গাছের যে বীজ তার ফাইবার সমৃদ্ধ অংশ থেকেই তৈরি হয় সাইলিয়াম, যা আমরা ইসবগুল হিসেবে খাই৷ হৃদযন্ত্র ছাড়াও অগ্ন্যাশয় এবং ক্ষুদ্রান্তের জন্য এই উপাদান স্বাস্থ্যকর৷ দানা, গুঁড়ো বা ক্যাপসুল-যে কোনও আকারেই ইসবগুল খাওয়া যায়৷ সারা বিশ্বে পুষ্টি যোগানকারী সাপ্লেমেন্ট হিসেবে ইসবগুল অনন্য৷ জলে মেশালে একটি থিকথিকে পানীয় বা মিশ্রণ তৈরি হয়৷ ইসবগুলের এই মিশ্রণ পরিপাক ক্রিয়ায় সাহায্য করে৷ ফলে নিয়ন্ত্রিত থাকে রক্তের শর্করা মাত্রা, কোলেস্টেরল এবং ট্রাই গ্লিসারাইড৷
advertisement
আরও পড়ুন : একাধিক শারীরিক ও মানসিক সমস্যা দূর হয় দোলনার দুলুনিতে
ইসবগুল খেলে পেট অনেক ক্ষণ পূর্ণ থাকে৷ ফলে খিদের অনুভূতি কম হয়৷ খিদের নামে উল্টোপাল্টা খাওয়াও বন্ধ করা যায়৷
advertisement
হজমশক্তি উন্নত করার পাশাপাশি ইসবগুল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে৷ তাছাড়া কোলন ক্লেঞ্জিংয়ের ক্ষেত্রে ইসবগুল সহায়ক বলে মেদ বৃদ্ধিতে বাধা দেয়৷ বাড়তি মেদ ঝরিয়ে ওজন হ্রাসের পর্ব ত্বরান্বিত করে ইসবগুল৷ কর্মশক্তি বাড়িয়ে তোলা ইসবগুলে ক্যালরি নামমাত্র৷ তাই ক্যালরির ঘাটতি না করেই ওজন কমায় যে খাবারগুলি, তাদের মধ্যে ইসবগুল প্রথম সারিতে৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Isabgol in weight loss : কোষ্ঠ পরিষ্কারের পাশাপাশি ওজন কমাতেও অব্যর্থ ইসবগুল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement