Benefits of flaxseed : গ্রাম বাংলার তিসির বীজই আজ সুপারফুড ফ্ল্যাক্সসিড! জেনে নিন কেন খেতেই হবে এই দানা

Last Updated:

ফ্ল্যাক্সসিড বা তিসির বীজকে কেন সুপারফুড বলা হয়, জেনে নিই সেই উপকারিতাগুলি (flaxseed as superfood)

‘তিসির বীজ’ বললে আমরা বুঝতেই পারব না৷ কিন্তু যদি বলা হয় ‘ফ্ল্যাক্সসিড’, তাহলে উজ্জ্বল হয়ে উঠবে আমাদের চোখমুখ৷ কারণ আধুনিক জীবনযাপনচর্চা বলছে, ফ্ল্যাক্সসিড হল অন্যতম সুপারফুড৷ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং প্রয়োজনীয় পুষ্টিতে ভরা ফ্ল্যাক্সসিড খেতে স্বাদহীন৷ কিন্তু হাল্কা বাদামি রঙের এই দানাগুলি গুণে অনন্য৷ কারণ এতে আছে প্রচুর পরিমাণে ফাইবার ও অ্যান্টিঅক্সিড্যান্ট৷ ফলে আমাদের ত্বক ও চুল থাকে ঝলমলে৷ প্রোটিনের অনবদ্য উৎস এই দানা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে৷ পাশাপাশি এই উপাদান ক্যানসার প্রতিহত করে৷ পেটের সুস্বাস্থ্য বজায় রাখে (health benefits of flaxseed)৷
আরও পড়ুন : একাধিক শারীরিক ও মানসিক সমস্যা দূর হয় দোলনার দুলুনিতে
ফ্ল্যাক্সসিড বা তিসির বীজকে কেন সুপারফুড বলা হয়, জেনে নিই সেই উপকারিতাগুলি (flaxseed as superfood)-
হজমের কারণ-
advertisement
ফ্ল্যাক্সসিডে থাকা ফাইবারের সুবাদে খাবার থেকে সহজেই পুষ্টিগুণ আহরণ করা যায়৷ ফলে পরিপাক ক্রিয়াও মসৃণ থাকে৷
ক্যানসার প্রতিহত-
advertisement
ফ্ল্যাক্সসিডে থাকা অ্যান্টি অক্সিড্যান্টের প্রভাবে ক্যানসার কোষগুলির বৃদ্ধি ব্যাহত হয়৷ প্রস্টেট এবং ব্রেস্ট ক্যানসার প্রতিহত করতে ফ্ল্যাক্সসিড খুবই কার্যকরী৷
আরও পড়ুন : ওজন কমাতে রোজ ভাতের পাতে চাই এক চামচ ঘি!
মধুমেহ নিয়ন্ত্রণ-
নিয়মিত ফ্ল্যাক্সসিড ডায়েটে থাকলে ইনসুলিনের উৎপাদন বৃদ্ধি পায়৷ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রিত থাকে৷
advertisement
অনিয়মিত ঋতুস্রাবকে নিয়মিত করে ফ্ল্যাক্সসিড৷ মেনেপোজের পরে জটিলতা দূর করে এই বীজ৷ গবেষণা বলছে, ফ্ল্যাক্সসিডে থাকা লিগনান্স শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখে৷ অস্টিওপোরোসিসের আশঙ্কা কমায়৷
কোলেস্টেরল মাত্রা নিয়ন্ত্রণ-
স্থূলতায় যাঁরা ভুগছেন তাঁদের ডায়েটের জন্য আদর্শ ফ্ল্যাক্সসিড৷ এর পুষ্টিগুণ নিয়ন্ত্রণ করে শরীরে খারাপ কোলেস্টেলকেও৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Benefits of flaxseed : গ্রাম বাংলার তিসির বীজই আজ সুপারফুড ফ্ল্যাক্সসিড! জেনে নিন কেন খেতেই হবে এই দানা
Next Article
advertisement
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
  • রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট

  • এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি

  • অধিকাংশ নেতা নির্বাচন লড়তে চান অথচ সংগঠনের কাজে অনীহা

VIEW MORE
advertisement
advertisement