Health benefits of Ghee : ওজন কমাতে রোজ ভাতের পাতে চাই এক চামচ ঘি!

Last Updated:

Benefits of Ghee: পুষ্টিগুণের আধার এই স্বাদকে বলা হয় ‘তরল সোনা’-ও৷ খাবার পাতে নিয়মিত এক চামচ করে খাঁটি ঘি থাকলে, তার উপকারিতা অপরিমেয়

স্বাদে গন্ধে অসামান্য হলেও বাঙালির কাছে ঘি খুব একটা স্বাস্থ্যসম্মত নয়৷ বরং আমাদের কাছে এই খাবার বেশ ক্ষতিকর হিসেবেই পরিচিত৷ আমরা স্বাস্থ্যের জন্য অনেক বেশি নির্ভর করি মাখন এবং সাদা তেলের উপর৷ কিন্তু ভুলেই যাই আয়ুর্বেদ শাস্ত্রে ঘি অত্যন্ত উপযোগী (Ghee in Ayurveda)৷ বিশেষ করে পুরনো ঘি অনেক ক্ষেত্রেই আয়ুর্বেদ ও কবিরাজি শাস্ত্রে ওষুধ তৈরিতে কাজে লাগে৷ ভারতীয় স্বাদের খাঁটি গাওয়া ঘি পরিচিত আন্তর্জাতিক মহলেও৷ পুষ্টিগুণের আধার এই স্বাদকে বলা হয় ‘তরল সোনা’-ও৷ খাবার পাতে নিয়মিত এক চামচ করে খাঁটি ঘি থাকলে, তার উপকারিতা অপরিমেয় (Benefits of Ghee)৷
রোগ প্রতিরোধ ক্ষমতা
স্নেহপদার্থকে বিনষ্ট করা ভিটামিন ডি, কে, ই এবং এ-তে সমৃদ্ধ ঘি বাড়িয়ে তোলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা৷ পাশাপাশি ঘিয়ে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য৷ ফলে ফ্লু, সর্দিকাশির জীবাণুর সঙ্গে যুদ্ধ করতে সাহায্য করে৷
advertisement
advertisement
ঘিয়ে আছে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড৷ ফলে আপনার পরিপাক ক্রিয়াকে প্রভাবিত করে ঘি৷ বাড়িয়ে তোলে হজমশক্তি৷ ঘিয়ে থাকা স্যাচিওরেটেড স্বাস্থ্যকর স্নেহপদার্থ সংক্রমণ রোগে বিরুদ্ধে কার্যকর৷ কোষ, তন্তুকে রক্ষা করে স্যাচিওরেটেড ফ্যাট৷ সকালে খালি পেটে ঘি খেলে শরীরে অসুখ থেকে সেরে ওঠার প্রবণতা দ্রুত হয়৷
উজ্জ্বল ত্বক
অ্যান্টি অক্সিড্যান্টে ভরা, অ্যান্টি ইনফ্লেম্যাটরি বৈশিষ্ট্য-সহ ঘি মসৃণ রাখে ত্বককে৷ কমায় ইনফ্লেম্যাশন, পিগমেন্টেশনের সমস্যা৷ ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না৷ শরীর থেকে ক্ষতিকর টক্সিন বেরিয়ে যায়৷ ত্বক ও চুলের স্বাভাবিক আর্দ্রতার পরশ হিসেবে কাজ করে ঘি৷
advertisement
আয়ু্বেদ শাস্ত্রে ঘিকে বলা হয় ‘সুপারফুড’৷ এনার্জি যোগান দেওয়ার ক্ষেত্রেও ঘি জুড়িহীন৷ স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড ঘিয়ে থাকায় শরীরের ‘লিন মাস’ (lean mass) বৃদ্ধি পায়৷ কমে যায় ‘ফ্যাট মাস’ (fat mass)৷ ফলে ওজন হ্রাস করার ক্ষেত্রে ঘি খুবই উপকারী৷
advertisement
আরও পড়ুন : রান্নার পর একটু আধটু সব্জি বেঁচে গিয়েছে? ফেলে না দিয়ে তৈরি করুন শীতের আদর্শ উপকারী পানীয়
এছাড়াও আয়ুর্বেদশাস্ত্র মতে, শীতকালে শরীরকে ভিতর থেকে উষ্ণ রাখার জন্য ঘি অত্যাবশ্যক৷ সেইসঙ্গে হৃদযন্ত্র ভাল রাখতে, দৃষ্টিশক্তি স্বচ্ছ রাখতে, কোষ্ঠকাঠিন্য নিরাময়ে এবং ক্যানসারের মতো জটিল অসুখের আশঙ্কা কমাতে ঘি গুরুত্বপূর্ণ আয়ুর্বেদশাস্ত্রে৷ তবে মনে রাখতে হবে উপকারিতা পেতে হলে সেই ঘি বাড়িতে তৈরি খাঁটি গাওয়া ঘি হওয়া বাঞ্ছনীয় এবং অন্যতম শর্ত৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health benefits of Ghee : ওজন কমাতে রোজ ভাতের পাতে চাই এক চামচ ঘি!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement