Benefits of Sattu: ছিপছিপে এবং রোগমুক্ত শরীর চান? নিয়মিত ছাতু খান

Last Updated:

Benefits of Sattu: প্রোটিন, ফাইবার, কার্বস, আয়রন, ক্যালসিয়াম ও অন্যান্য প্রয়োজনীয় ভিটামিন খনিজে ভরা ছাতু খাওয়া যায় বছরভর৷ ‘দরিদ্রদের আহার্য’ তকমা লাগিয়ে অনেকেই ছাতুকে ব্রাত্য করে রাখেন৷ ফলে নানা উপকারিতা থেকে বঞ্চিত হন সহজেই

ভারতের মতো ক্রান্তীয় গ্রীষ্মপ্রধান দেশে ছাতু প্রধান খাবার৷ গরমকালে শরীর শীতল রাখতে ডায়েটে ছাতুর ব্যবহার বহুদিনের(sattu in diet in summer)৷ শুধু গরমকাল নয়৷ প্রোটিন, ফাইবার, কার্বস, আয়রন, ক্যালসিয়াম ও অন্যান্য প্রয়োজনীয় ভিটামিন খনিজে ভরা ছাতু খাওয়া যায় বছরভর৷ ‘দরিদ্রদের আহার্য’ তকমা লাগিয়ে অনেকেই ছাতুকে ব্রাত্য করে রাখেন৷ ফলে নানা উপকারিতা থেকে বঞ্চিত হন সহজেই (Benefits of Sattu)৷
কেন সারা বছরই অল্পবিস্তর ছাতু খাব? আসুন, দেখে নিই কারণগুলি-
# ১০০ গ্রাম ছাতু থেকে পাওয়া যায় প্রায় ২০ গ্রাম ভেগান প্রোটিন৷ এই প্রোটিন পেশির গঠনের জন্য প্রয়োজনীয়৷ ভারী ছাতু খেলে অনেক ক্ষণ খিদে পায় না৷ ফলে উল্টোপাল্টা খাবার খেয়ে ওজনের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে না৷
advertisement
আরও পড়ুন : রান্নার পর একটু আধটু সব্জি বেঁচে গিয়েছে? ফেলে না দিয়ে তৈরি করুন শীতের আদর্শ উপকারী পানীয়
# অতিরিক্ত গরমে আমাদের শরীর খুব দ্রত জলশূন্য হয়ে পড়ে৷ সে সময়ে ছাতুর সরবতপানে একদিকে তেষ্টা দূর হয়৷ অন্যদিকে শরীরে প্রয়োজনীয় পুষ্টিসাধনও হয়৷ ফাইবার, প্রচুর ভিটামিন ও মিনারেলে ভরপুর ছাতু তীব্র গরমেও আমাদের সুস্থ রাখে৷
advertisement
# ছাতুতে প্রচুর পরিমাণে ইনসল্যুবল ফাইবার আছে৷ যাতে আমাদের পরিপাক ক্রিয়া উন্ন হয়৷ ভাল থাকে পেটও৷ কোষ্ঠকাঠিন্য, পেট ফেঁপে যাওয়া, গ্যাস, অম্বল, পেট জ্বালা করার মতো সমস্যায় ছাতু খুবই কার্যকর৷
আরও পড়ুন : ভুঁড়ির জন্য বিব্রত? পেটের মেদ কমাতে এই খাবারগুলি খেতেই হবে
# মধুমেহ রোগীদের জন্য ছাতু আদর্শ খাবার৷ ছাতুর গ্লাইসেমিক ইনডেক্স কম ৷ তাছাড়া এর উচ্চ ফাইবার মাত্রা রক্তে শর্করা নিয়ন্ত্রিত রাখে৷ কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে ছাতু৷
advertisement
# ছাতু গ্লাটেনমুক্ত খাবার৷ ফলে যাঁদের শরীরে গ্লাটেনবর্জিত খাবার দরকার, তাঁরা ছাতু খেতেই পারেন৷
আরও পড়ুন : পথকুকুর থেকে ‘মিলিয়ন ডলারের মাঞ্চকিন’, পোষ্যর সঙ্গে বড়দিন কাটাতে আস্ত প্রাইভেট বিমান ভাড়া জুটির
# ঋতুস্রাবের সময় মহিলাদের ডায়েটে ছাতু থাকলে তা সার্বিকভাবে উপকারী৷
# ছাতুতে ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম থাকে বলে হাড়ের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Benefits of Sattu: ছিপছিপে এবং রোগমুক্ত শরীর চান? নিয়মিত ছাতু খান
Next Article
advertisement
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মিজোরামের আইজলে ৯,০০০ কোটি টাকারও অধিক মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

VIEW MORE
advertisement
advertisement