আরও পড়ুনঃ “চিকিৎসায় সাড়া দিয়েছিল…” তদন্তে কমিটির রিপোর্টে নয়া তথ্য! তবে কী হয়েছিল মৃ*ত বাঘিনীদের?
বাড়ির মেকআপ বক্সে থাকা সামান্য কিছু জিনিসে নিজেকে সাজিয়ে তুলুন একবার। অষ্টমীর সকালে অঞ্জলি দিতে যাওয়ার সময় এভাবেই নিজেকে বদলে ফেলুন। পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার ইসবপুর এলাকার বাসিন্দা প্রথম বর্ষের কলেজ ছাত্রী রিয়া বেরা। একদিকে যেমন নিজেই এই সাজগোজের প্রতিটি ধাপ দেখিয়েছেন তেমনই পুজোর লুকে সাজিয়ে রোজগারের আশায় সে। সামান্য কিছু জিনিস এই নিজেকে মনের মতন করে সাজিয়ে তুলুন একবার।
advertisement
সামান্য টোনার, মশ্চারাইজার, ফাউন্ডেশন, কন্টোর, সামান্য হাইলাইটার, কাজল ও লিপস্টিকে নিজেকে সাজিয়ে তুলুন মাত্র ৩০ মিনিটে। নিজের স্কিন টোনে দেখে ময়শ্চারাইজার, টোনার, পরবর্তীতে ফাউন্ডেশন, কন্টোর দিতে হবে। এরপর নিজের সুন্দর দেখে কিছুটা হাইলাইটার ব্যবহার করতে হবে। এরপর চোখে কাজল, লিপস্টিক পরে নিতে হবে। সঙ্গে আটপৌরে শাড়ি পড়ে বেরোতে পারবেন অষ্টমীর দিন। খুব সাধারণ সাজে অসাধারণ দেখতে লাগবে আপনাকে।
প্রথম বর্ষের কলেজ ছাত্রী রিয়া বেরা নিজের বাড়িতেই সাজিয়ে উপার্জনের দিশা দেখাচ্ছেন। পুজোর সময় বিভিন্ন লোককে সাজিয়ে লক্ষ্মী লাভের আশায় রয়েছে তিনি। তবে সামান্য কয়েকটি প্রোডাক্ট দিয়ে সোবার লুকে বেরোতে পারবেন পুজোর দিনে।