Tigress Death at Alipore Zoo: "চিকিৎসায় সাড়া দিয়েছিল..." তদন্তে কমিটির রিপোর্টে নয়া তথ্য! তবে কী হয়েছিল মৃ*ত বাঘিনীদের?
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:Susmita Mondal
Last Updated:
Tigress Death at Alipore Zoo: আলিপুর চিড়িয়াখানায় ২৪ঘন্টার মধ্যে দুই বাঘিনীর মৃত্যু। মঙ্গলবার পায়েলের মৃত্যু হয়। তার ঠিক পরের দিনই আর এক বাঘিনী রূপাও মারা যায়। ২৪ ঘন্টার মধ্যে দুই বাঘিনীর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য।
কলকাতাঃ আলিপুর চিড়িয়াখানায় ২৪ঘন্টার মধ্যে দুই বাঘিনীর মৃত্যু। মঙ্গলবার পায়েলের মৃত্যু হয়। তার ঠিক পরের দিনই আর এক বাঘিনী রূপাও মারা যায়। ২৪ ঘন্টার মধ্যে দুই বাঘিনীর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। যদিও অরণ্য ভবন সূত্রে খবর, বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে দুই বাঘিনীর।
আরও পড়ুনঃ ট্রাম্পের চাপ সত্ত্বেও ভারত ও চিনের উপর অতিরিক্ত শুল্ক আরোপের সম্ভাবনা কম! রিপোর্ট কী বলছে জেনে নিন
পরপর দুদিন দুটি বাঘের মৃত্যু। একটি বাঘের নাম রুপা। দ্বিতীয়টির নাম পায়েল। রুপার বয়স প্রায় ২১ বছর। সে বার্ধক্যজনিত কারণে ভুগছিল। একটা পা প্যারালাইসড হয়েছিল। ২০১৭ সালে পায়েলকে উড়িষ্যার নন্দনকানন থেকে নিয়ে আসা হয়েছিল। তার বয়স হয়েছিল ১৭ বছর। সেও দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। বার্ধক্য জনিত কারণে মৃত্যু হয়েছে মনে করা হলেও সঠিক কারণ জানতে ভিসেরা পরীক্ষা করা হবে।
advertisement
সূত্রের খবর, আলিপুরে জোড়া বাঘিনীর মৃত্যুর তদন্ত করতে সিডব্লুইউএলডব্লুউ নির্দেশে একটি কমিটি গঠন করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে বাঘিনীদের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ভিসেরা পরীক্ষাও করা হবে বলে জানা গিয়েছে। সাদা বাঘিনী রূপার জন্ম আলিপুরেই। সাদা বাঘ অনির্বাণ ও হলুদ কালো ডোরাকাটা বাঘিনী কৃষ্ণার মেয়ে ছিল। বয়স প্রায় ২১ বছর হয়েছিল। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন । তার একটি পা প্যারালাইসি হয়ে গিয়েছিল।
advertisement
advertisement
হাঁটাচলার ক্ষমতা হারিয়ে ফেলেছিল বলে খবর। পায়েলকে ২০১৬ সালে ওড়িশার নন্দনকানন থেকে নিয়ে আসা হয়েছিল আলিপুরে। তার বয়স হয়েছিল ১৭ বছর। বৃদ্ধ বাঘিনী বহুদিন ধরে অসুস্থ ছিল। খাওয়াদাওয়া প্রায় ছেড়ে দিয়েছিল। মাস তিনেক আগে তার ইউএসজিও করা হয়। সেই সময় বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। চিকিৎসায় সাড়া দিয়েছিল। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 11, 2025 1:29 PM IST