পার্সোনাল টাচ-
আপনার ব্যক্তিত্ব ও স্বকীয়তা প্রকাশ করার অন্যতম জায়গা টেবিল৷ টেবিল ম্যাট্রেস, কোস্টার রাখুন দেওয়ালের রঙের সঙ্গে মিলিয়ে৷ বাচ্চাদের জন্য পার্টি হলে রাখুন আনব্রেকেবল বাসনপত্র৷ অভিনব আইডিয়া হিসেবে গ্লাসের গায়ে ঝুলিয়ে রাখুন ট্যাগ৷ সেখানে বাচ্চাদের নাম লিখে রাখুন৷ তাহলে সফ্ট ড্রিঙ্ক বা জল পান করার সময় গ্লাস বাচ্চাদের মধ্যে পাল্টাপাল্টি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না৷
advertisement
আরও পড়ুন : শীত এলেই অ্যালকোহলে চুমুক? জানুন আসলে কোন পানীয় ঠান্ডা থেকে আমাদের রক্ষা করে
প্রকৃতির ছোঁয়া-
বাড়ির ভিতরে প্রকৃতিকে আনার সেরা ও সহজ উপায় হল ইন্ডোর প্ল্যান্ট৷ দরকার হলে বাগান থেকেও ছোট থেকে মাঝারি মাপের টব আনতে পারেন ভিতরে৷ ডাইনিং টেবিলের পাশে তৈরি করুন পশুশালায় সদ্যোজাত যিশুর সেই পরিচিত দৃশ্য, যা পরিচিত ‘নেটিভিটি সিন’ নামে৷ যত সম্ভব প্রাকৃতিক উপাদান ব্যবহার করুন নেটিভিটি দৃশ্য নির্মাণে৷
আরও পড়ুন : কেক তৈরি থেকে গ্যাসের আভেন পরিষ্কার, কমলালেবুর খোসা ফেলে না দিয়ে ব্যবহার করুন নানা কাজে
উৎসবের ছোঁয়া-
অন্যান্য পার্টির তুলনায় বড়দিনের পার্টির টেবিল সজ্জা আলাদা হবে৷ ছুটির আমেজ মেনে সেখানে রাখুন ভেলভেট বো ন্যাপকিন টাই, ক্যান্ডি স্ট্রাইপড ফেস্টিভ ব্যাগ এবং লাল রিবনে বাঁধা উপহার৷ ক্রিসমাস পার্টির অন্যতম অঙ্গ উপহার৷ যত সামান্যই হোক না কেন, উপহারের আনন্দ ছুঁয়ে যাবে আপনার অতিথিদের৷
আরও পড়ুন : তাঁর হাতেই শাড়িতে সাজেন দীপিকা থেকে ক্যাটরিনা, গৃহবধূ থেকে ডলি এখন তারকা ড্রেপার
আলোর ব্যবহার-
আলোকসজ্জা পাল্টালেই ঘরের রূপ নতুন চেহারা পায়৷ বড়দিনের পার্টি উপলক্ষে টেবিলে ব্যবহার করুন উজ্জ্বল মোমবাতি বা বাহারি লণ্ঠন৷ বিভিন্ন মাপের উজ্জ্বল টেবিল ক্যান্ডল রাখুন উৎসবের মেজাজ আনতে৷ শীতের মরশুমি রংবাহারি ফুল সাজিয়ে রাখুন বড় সাদা ফুলদানিতে৷ তাহলে আলোকসজ্জা আরও ফুটে উঠবে৷