TRENDING:

Dried Fish: শুঁটকির ঝাল চেটেপুটে খান? কীভাবে তাজা মাছ শুকিয়ে তৈরি হয় শুঁটকি? জানুন সেই পদ্ধতি

Last Updated:

Dried Fish: সামুদ্রিক সবরকম মাছের শুঁটকি মিলছে এইসময়। সংরক্ষণ করা না হলে তাজা মাছ পচে যায়। সেজন্য মাছগুলিকে শুকনো করা হয়। সেই থেকেই এসেছে শুঁটকি কথাটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নবাব মল্লিক, দক্ষিণ ২৪ পরগনা: বাঙালিদের খাদ্য তালিকায় কিছু থাকু্ক বা নাই থাকুক মাছ অবশ্যই থাকা চাই‌। কিন্তু অনেকেই সব মাছ কিনে খেতে পারেন না সব সময়। সেজন্য সময় পেলে সেই সমস্ত মাছের শুঁটকি মাছ অবশ্যই খান তাঁরা। সামুদ্রিক সবরকম মাছের শুঁটকি মিলছে এই সময়। সংরক্ষণ করা না হলে তাজা মাছ পচে যায়। সেজন্য মাছগুলিকে শুকনো করা হয়। সেই থেকেই এসেছে শুঁটকি কথাটি।
advertisement

খাদ্য সংরক্ষণের সব থেকে প্রাচীন পদ্ধতি হল প্রখর সূর্যের তাপে বা বাতাসে সংরক্ষণ করা। এই পদ্ধতিতে মাছের ভিতরের জলীয় অংশ অপসারণ করা হয়। ফলে মাছের মধ্যে থাকা ছোট ছোট অণুজীব মরে যায়। ফলে মাছ শুকনো হয়ে ওঠে‌। এই পদ্ধতিতে মাছ শুকনো করার খরচ সব থেকে কম। শুকনো মাছগুলি প্রায় ১ বছর পর্যন্ত ভাল থাকে। প্রতি ৩ থেকে ৪কেজি মাছ শুকনো করার পর ১ কেজি শুঁটকি মাছ মেলে।

advertisement

আরও পড়ুন : ব্লাড সুগারে কি শিম খাওয়া যায়? শিম খেলে কতটা বাড়বে ডায়াবেটিস? সুস্থ থাকতে জেনে নিন এখনই

মূলত উপকূলবর্তী এলাকার মানুষজন ও প্রান্তিক মৎস্যজীবীদের পরিবারের লোকজন এই কাজের সঙ্গে যুক্ত। মাছ সংগ্রহ করার পর মাছগুলিকে ভালভাবে ধোওয়া হয়। এর পর অনেকসময় মাছে লবণজল দেওয়া হয়। এই লবণজল জীবাণুনাশক হিসাবে কাজ করে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এর পর সেই মাছগুলি থেকে জল ঝরিয়ে ফেলার জন্য বাঁশের মাচাতে রাখা হয়। এর পর সেখানে সূর্যালোকে শুকনো করা হয়। অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত এই কাজ করা হয়। এই শুঁটকি মাছ বাজারে মাছের চাহিদা অনেকাংশে পূরণ করে। ফলে বিপুল সংখ্যক মানুষ এখনও এই শুঁটকি মাছ খাদ্যতালিকায় রাখেন।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Dried Fish: শুঁটকির ঝাল চেটেপুটে খান? কীভাবে তাজা মাছ শুকিয়ে তৈরি হয় শুঁটকি? জানুন সেই পদ্ধতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল