ঘরে থাকা সামান্য সাজগোজের উপকরণ দিয়ে অনায়াসেই নিজেকে তৈরি করে ফেলতে পারবেন, তা জানিয়ে দিলেন তিনি৷ প্রয়োজন নেই পার্লার কিংবা বিউটি স্টুডিওতে যাওয়া। কীভাবে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে রেডি হয়ে যাওয়া যাবে সরস্বতী পুজোর লুকে, দেখে নিন।
আরও পড়ুনCha Ful Pakoda: পাতা তো অনেক খেলেন, চায়ের ফুল খেয়েছেন? মুখের স্বাদ ফিরিয়ে দেবে, জানতে হবে রেসিপি
advertisement
আর হাতে গোনা কয়েকদিন পরেই সরস্বতী পুজো। এই দিন মেয়েরা শাড়ি পরে ঘুরতে যেতে পছন্দ করেন, সঙ্গে হালকা মেকআপ লুক। কিন্তু সেই মেকআপ করতে গেলে বিভিন্ন বিউটি স্টুডিও কিংবা পার্লারে বেশ লাইন দিতে হয় কিংবা গুনতে হয় গাঁটের কড়িও। কিন্তু বাড়িতে থাকা প্রাইমার, কনসিলার, ফাউন্ডেশন, ব্লাসার-হাইলাইটার, কাজল, লিপস্টিকে সেজে উঠতে পারবেন আপনি।
সরস্বতী পুজোর দিনে শাড়ির সঙ্গে নিজেকে সাজিয়ে তুলুন হালকা মেকআপে। প্রথমেই ফেস ওয়াশ করে নিতে হবে এরপর কোল্ড ক্রিম বা মশ্চারাইজার মুখে মেখে নিতে হবে। এরপর একে একে প্রাইমার, ফাউন্ডেশন, লুজ পাউডার, কনসিলার, ব্লাশার, কাজল, আইলাইনার, লিপস্টিকের সঙ্গে নিজেকে সাজিয়ে তুলুন।
আরও পড়ুন Sarse Bhapa Dim Recipe: মাছ-মাংস ফেল, আঙুল চেটে খাবেন ডিমের এই বিশেষ রেসিপি! রইল বিস্তারিত
পুজোর দিনে রূপসজ্জা নিয়ে বেশ চিন্তিত থাকেন সকলে। সবার মাঝে নিজেকে একটু আলাদাভাবে সাজিয়ে তুলতে চান প্রত্যেকে, তবে তার মাঝে সময়ের দিকেও নজর রাখতে হয়। সবকিছুর মুশকিল আসান আছে। সময় বাঁচিয়ে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই এখন সাজগোজ করা যাবে। মাত্র ৫ মিনিটের মধ্যেই রূপসজ্জার বিউটি টিপস দিলেন বিউটিশিয়ান মধুমিতা রাউত। এভাবে সেজে অন্যরকম লুকে বেরিয়ে তাক লাগাতে পারবেন অন্যকে।
রঞ্জন চন্দ