Cha Ful Pakoda: পাতা তো অনেক খেলেন, চায়ের ফুল খেয়েছেন? মুখের স্বাদ ফিরিয়ে দেবে, জানতে হবে রেসিপি

Last Updated:

Alipurduar News: শুধুমাত্র চা বাগান এলাকাতে গেলেই মেলে চা ফুলের পকোড়ার দেখা।খেতে সুস্বাদু হয় এই পকোড়া।

+
চা

চা ফুলের পকোড়া

আলিপুরদুয়ার: চেনা পরিচিত পকোড়া নয়, এই পকোড়ার স্বাদ ভিন্ন।শুধুমাত্র চা বাগান এলাকাতে গেলেই মেলে চা ফুলের পকোড়ার দেখা।খেতে সুস্বাদু হয় এই পকোড়া। একবার খেলেই আরও একবার এই পকোড়া খেতে মন চাইবে।
চা ফুল পাওয়া যায় বাগানগুলিতে। শ্রমিকরা এই ফুল সংগ্রহ করে নিয়ে যায় তাদের বাড়িতে। সবজির সঙ্গে মিশিয়ে অথবা পকোড়া তৈরি করেই তারা খেয়ে থাকেন চা ফুল। খুব সহজেই চা ফুলের পকোড়া তৈরি সম্ভব।পাশাপাশি বিক্রি করেও হয় লাভ বলে জানা যায়।
advertisement
advertisement
এই বিষয়ে নান্দিকা মুন্ডা নামের এক মহিলা জানান, “চা ফুলের পকোড়া এই শীতের সময় একবার খেলে আরও একবার খেতে মন চাইবেই।ঘরে তৈরি করি আমরা।একদিন বাইরে বিক্রি করেছিলাম।যারা খেয়েছেন তাদের মনে ধরেছে।তারা জানতে চেয়েছেন চা ফুলের পকোড়ার রেসিপি।আমরা একটু উদ‍্যোগ গ্রহণ করলেই দারুন ব‍্যবসা জমে ওঠে।”
advertisement
চা ফুল সাতদিনের মত শুকিয়ে তা জলে ভিজিয়ে রাখতে হয়। লঙ্কা,পেঁয়াজ কুচি কাটতে হয়। বেসন,হলুদ, লবণ পরিমাণ মত নিতে হয়।জল ঝরিয়ে তুলে নিতে হয় চা ফুল। এরপর পেঁয়াজ,লঙ্কা,লবন,হলুদ একটু জল দিয়ে মেখে নিতে হয়। কড়াইয়ে তেল গরম হলে মিশ্রণটি মাঝারি আকারের করে দিতে হয়।হালকা আঁচে ভেজে তুলে নিতে হবে পকোড়া। এরপর সস,পেঁয়াজ ও ধনে পাতা কুচি ওপরে ছড়িয়ে পরিবেশন করতে হয়।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Cha Ful Pakoda: পাতা তো অনেক খেলেন, চায়ের ফুল খেয়েছেন? মুখের স্বাদ ফিরিয়ে দেবে, জানতে হবে রেসিপি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement