ইউনেস্কোর ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ বোলপুর শান্তিনিকেতনে সেই হেরিটেজ গাড়িটি দেখতে উপচে পরা ভিড় পর্যটক থেকে শুরু করে এলাকার স্থানীয় বাসিন্দাদের। অনেকে ছবিও তুলছেন মুঠোফোনে। গাড়িটি নাম “Austin 10 salune”৷ চারজন বসতে পারেন এই গাড়িতে। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ১৯৩২ সালে লন্ডন থেকে কলকাতা এসেছিল গাড়িটি। জলপথে নিয়ে আসা হয়েছিল গাড়িটি একটি বাক্সের মধ্যে প্যাকিং অবস্থায়। গাড়িটির বর্তমান মালিক কলকাতা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি অঞ্চলের বাসিন্দা চন্দ্রপ্রকাশ বর্মা।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
তাঁর বাবার দাদু আজ থেকে আনুমানিক প্রায় ১০০ বছর আগে মাত্র ৬০০ টাকার বিনিময়ে লন্ডন থেকে কিনে নিয়েছিলেন। হেরিটেজ গাড়ির মালিক জানাচ্ছেন, জোড়াসাঁকো থেকে শান্তিনিকেতন এই গাড়ি নিয়ে একটি সফর করছি। এই সফরের নাম দেওয়া হয়েছে “দি হেরিটেজ রান।” রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাতে কলকাতার জোড়াসাঁকো থেকে শান্তিনিকেতন, সমস্ত স্তরের মানুষের কাছে ঐতিহ্যের কথা তুলে ধরছি। খুব ভাল রেসপন্স পাচ্ছি পর্যটকদের থেকে। প্রচুর মানুষ ছবি তুলছে। বেশ ভাল লাগছে ঐতিহ্যের একটি গাড়িকে আজও বাঁচিয়ে রাখতে পেরে।”
অন্যদিকে হাওড়া থেকে আগত এক পর্যটক জানান ” হঠাৎ রাস্তায় গাড়িটি দেখে কিছুটা অবাক হলাম, যদিও বোলপুর এসে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি যেটি ১৯৩৩ সালের হাম্বার (Humber) গাড়ি নামে পরিচিত সেই গাড়িটি দেখেছি তবে এই গাড়িটি রাস্তার মধ্যে দেখে বেশ ভাল লাগছে।”
সৌভিক রায়





