Beetroot Recipe: টকটক ঝালঝাল, শীতে চেটেচেটে খান 'সুপারফুড' ভেলভেট চাটনি, শরীরের একাধিক রোগ ভ্যানিশ হবে, রইল রেসিপি
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
রোজকার খাবারের সঙ্গে অল্প পরিমাণে এই চাটনি রাখলে স্বাদ ও স্বাস্থ্যের দু’দিকই বজায় থাকবে।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: শীতে খেয়েছেন নাকি এই ভেলভেট চাটনি! ঠান্ডার মরশুমে রান্নাঘরে নানা ধরনের দেশি সবজির ব্যবহার বাড়ে। আর তার মধ্যেই স্বাস্থ্যগুণে ভরপুর বীট দিয়ে তৈরি ভেলভেট চাটনি এখন ঘরে ঘরে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। লালচে রঙ, হালকা মিষ্টি আর টক-ঝাল স্বাদের এই চাটনি যেমন চোখে পড়ার মতো, তেমনই শরীরের জন্যও উপকারী
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এই চাটনিতে বীটের প্রাকৃতিক মিষ্টতা আর তেঁতুলের টক স্বাদ একে আলাদা মাত্রা দেয়। পুষ্টিবিদদের মতে, বীট রক্তস্বল্পতা কমাতে সহায়ক এবং হজম শক্তি বাড়ায়। তাই রোজকার খাবারের সঙ্গে অল্প পরিমাণে এই চাটনি রাখলে স্বাদ ও স্বাস্থ্যের দু’দিকই বজায় থাকবে।শীতের দুপুরে ভাতের শেষ পাতে বীটের তৈরি ভেলভেট চাটনি স্বাদে নতুনত্ব আনবে আর সহজ এই রেসিপি হে প্রিয়জন থেকে অতিথি সকলেই প্রশংসায় ভরাবে







