কোচবিহারের এক ইতিহাস অনুসন্ধানী সুবীর সরকার জানান, “দীর্ঘ সময় আগে তৈরি এই বাড়িটির জেলার ইতিহাস গুরুত্ব রয়েছে বেশ অনেকটা। জেলার ইতিহাসের একাধিক অধ্যায়ের সঙ্গে এই বাড়িটির যোগ রয়েছে। এই বাড়িটিতে স্থানীয় শিশুদের নীতিশিক্ষা বিদ্যালয়, মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে কারিগরি বিদ্যালয়, আর্য নারী সমাজ এবং সুরাপান নিবারনী সভা এখানেই স্থাপিত হয়েছিল। তবে বর্তমান সময়ে এই বাড়িটির একেবারেই ভগ্নপ্রায় দশা হয়ে রয়েছে। দীর্ঘ সময়ের রাজ আমলের ইতিহাসের নিদর্শন ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে শুধুই অবহেলার কারণে। দ্রুত এই বাড়িটির সংস্কার প্রয়োজন রয়েছে।”
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
জেলার আর এক ইতিহাস অনুসন্ধানী দেবব্রত চাকী জানান, “রাজ আমলের এই বাড়িতে একটা সময় দেশবন্ধু চিত্তরঞ্জন এসেছিলেন। একটি পারিবারিক মামলার কাজে তিনি এখানে এসেছিলেন। এছাড়াও আরও বহু ইতিহাস জড়িয়ে রয়েছে এই বাড়িটির সঙ্গে। তবে বাড়িটির দ্রুত সংস্কার করা প্রয়োজন রয়েছে। জেলার হেরিটেজ রক্ষা কমিটি ইতিমধ্যেই তৎপর হয়ে উঠেছে বাড়িটি নিয়ে। একাধিক পরিকল্পনা রয়েছে বাড়িটিকে কেন্দ্র করে। এখানে একটি মিউজিয়াম ও বানানোর পরিকল্পনা রয়েছে হেরিটেজ কমিটির। আগামী কিছুটা সময়ের মধ্যেই হয়ত এই সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তবে কাজটি যত দ্রুত করা হবে ততই ভাল।”
বর্তমান সময়ে এই বাড়িটি দেখলে কেউ ভুতুড়ে বাড়ি থেকে কম বলে মনে করবেন না। তবে একটা সময়ের বহু ইতিহাসের সাক্ষী এই বাড়িটির গুরুত্ব জেলার বুকে রয়েছে অনেকটাই। তাই জেলা প্রশাসনের এবং কোচবিহার হেরিটেজ রক্ষা কমিটির দ্রুত এই বাড়িটি নিয়ে সংস্কারের চিন্তাভাবনা করা উচিত। নাহলে অচিরেই জেলার আরেকটি গুরুত্বপূর্ণ ইতিহাস নষ্ট হয়ে যাবে।
Sarthak Pandit