এ-বছর উত্তরবঙ্গকে টেক্কা দিতে চলেছে জঙ্গলমহলের পুরুলিয়া এমনটাই মত পর্যটন ব্যবসায়ীদের। বাঘমুন্ডি হোটেল, লজ ও রিসর্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত কুমার বলেন, “বিগত বছরগুলির তুলনায় এ-বছর ব্যাপক হারে পর্যটকদের আগমনের আশা করছি। এইভাবে বুকিং আগে কখনওই দেখিনি। ২৫ ডিসেম্বরের আগে থেকেই প্রায় সব হোটেল, রিসর্ট, হোম-স্টে বুকিং ফুল হয়ে গিয়েছে।
advertisement
এ-বছর অযোধ্যা পাহাড় টেক্কা দিতে চলেছে দিঘা ও দার্জিলিং-কেও। তবে ট্রেনের যোগাযোগ আরও ভাল হলে আগামী দিনে পর্যটক সংখ্যা আরও অনেক বেশি হবে পুরুলিয়ায়। পর্যটক সুনীল দাস বলেন, “পুরুলিয়া খুব পছন্দের জায়গা। পর্যটকদের ভিড়ে পা রাখার জায়গা নেই এখন থেকেই। ২৫ ডিসেম্বরের বুকিং না পেয়ে আগেই পুরুলিয়ায় ঘুরতে চলে এসেছি।” বড়দিন থেকে নববর্ষ পুরুলিয়ায় পর্যটকদের ভিড়ে একেবারেই হাউসফুল। উত্তরবঙ্গের সঙ্গে পাল্লা দিচ্ছে সুন্দরী পুরুলিয়া।





