Kalimpong Offbeat Destination: চোখ খুললেই সামনে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ! বড়দিনের ভিড় এড়াতে ঘুরে আসুন 'সামথার', কালিম্পংয়ের 'হিডেন জেম'

Last Updated:
Kalimpong Offbeat Destination: সামথার ট্রেকপ্রেমীদের জন্যও স্বর্গ। এখান থেকে শুরু হয় সামথার-লিভাখোলা ট্রেক—ঘন অরণ্য, ঝর্ণা আর মেঘে ছাওয়া পথ ধরে কয়েক ঘণ্টার এই হাঁটাপথ চোখ ও মন দু’টোকেই তৃপ্ত করে।
1/5
*বড়দিন আর ইংরেজি নতুন বছরের ছুটিতে পাহাড় ডাকছে? ফেস্টিভ মোডে যাওয়ার আগে রইল অফবিট ভ্রমণের খোঁজ...! এক্সপ্লোর করুন 'সামথার'-এর অজানা সৌন্দর্য। ভিড় এড়িয়ে যদি প্রকৃতির কোলে হারিয়ে যেতে চান, তাহলে কালিম্পংয়ের খুব কাছেই লুকিয়ে আছে এক অনাবিষ্কৃত রত্ন সামথার গ্রাম। পর্যটকদের ভিড় যাকে এখনও ছুঁতে পারেনি, তাই এখানকার শান্তি আর নির্জনতাই সবচেয়ে বড় আকর্ষণ।
*বড়দিন আর ইংরেজি নতুন বছরের ছুটিতে পাহাড় ডাকছে? ফেস্টিভ মোডে যাওয়ার আগে রইল অফবিট ভ্রমণের খোঁজ...! এক্সপ্লোর করুন 'সামথার'-এর অজানা সৌন্দর্য। ভিড় এড়িয়ে যদি প্রকৃতির কোলে হারিয়ে যেতে চান, তাহলে কালিম্পংয়ের খুব কাছেই লুকিয়ে আছে এক অনাবিষ্কৃত রত্ন সামথার গ্রাম। পর্যটকদের ভিড় যাকে এখনও ছুঁতে পারেনি, তাই এখানকার শান্তি আর নির্জনতাই সবচেয়ে বড় আকর্ষণ।
advertisement
2/5
*এখানে ঘুম ভাঙে ভোরের কুয়াশায় ঢাকা পাহাড়ের শ্বাসরুদ্ধ করা দৃশ্য দেখে। গ্রামজুড়ে ছড়িয়ে থাকা কমলা বাগান, রাস্তার ধারে বুনো ফুল আর মন মাতানো নীরবতা যেন শহুরে দমবন্ধ জীবনের এক নিখুঁত ওষুধ। এখানকার লোণপোয়া, সেদ্ধ দেশি মুরগি, নেপালি ভুটে রুটি...সবই বাড়ির রান্নার সরল স্বাদে মাখা, যা পাহাড়ি আতিথেয়তার উষ্ণতা অনুভব করায়।
*এখানে ঘুম ভাঙে ভোরের কুয়াশায় ঢাকা পাহাড়ের শ্বাসরুদ্ধ করা দৃশ্য দেখে। গ্রামজুড়ে ছড়িয়ে থাকা কমলা বাগান, রাস্তার ধারে বুনো ফুল আর মন মাতানো নীরবতা যেন শহুরে দমবন্ধ জীবনের এক নিখুঁত ওষুধ। এখানকার লোণপোয়া, সেদ্ধ দেশি মুরগি, নেপালি ভুটে রুটি...সবই বাড়ির রান্নার সরল স্বাদে মাখা, যা পাহাড়ি আতিথেয়তার উষ্ণতা অনুভব করায়।
advertisement
3/5
*সামথার ট্রেকপ্রেমীদের জন্যও স্বর্গ। এখান থেকে শুরু হয় সামথার-লিভাখোলা ট্রেক—ঘন অরণ্য, ঝর্ণা আর মেঘে ছাওয়া পথ ধরে কয়েক ঘণ্টার এই হাঁটাপথ চোখ ও মন দু’টোকেই তৃপ্ত করে। চাইলে আশেপাশে ঘুরে দেখতে পারেন সামথার ভিউ পয়েন্ট, যেখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার অপার্থিব রূপ। কাছেই আছে লোলেগাঁও, ছাঙ্গে ফলস, আর কাফের হাট।
*সামথার ট্রেকপ্রেমীদের জন্যও স্বর্গ। এখান থেকে শুরু হয় সামথার-লিভাখোলা ট্রেক—ঘন অরণ্য, ঝর্ণা আর মেঘে ছাওয়া পথ ধরে কয়েক ঘণ্টার এই হাঁটাপথ চোখ ও মন দু’টোকেই তৃপ্ত করে। চাইলে আশেপাশে ঘুরে দেখতে পারেন সামথার ভিউ পয়েন্ট, যেখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার অপার্থিব রূপ। কাছেই আছে লোলেগাঁও, ছাঙ্গে ফলস, আর কাফের হাট।
advertisement
4/5
*যারা সত্যিই ভিড় এড়িয়ে নিজের মতো শান্ত একটা ছুটি কাটাতে চান, তাদের জন্য সামথার নিখুঁত গন্তব্য। পাহাড়ের নরম রোদ, বনভেজা হাওয়া আর মানুষজনের সহজ-সরল হাসি আপনাকে বাড়ির মতোই আপন করে নেবে!
*যারা সত্যিই ভিড় এড়িয়ে নিজের মতো শান্ত একটা ছুটি কাটাতে চান, তাদের জন্য সামথার নিখুঁত গন্তব্য। পাহাড়ের নরম রোদ, বনভেজা হাওয়া আর মানুষজনের সহজ-সরল হাসি আপনাকে বাড়ির মতোই আপন করে নেবে!
advertisement
5/5
*কালিম্পং থেকে সামথার যেতে গাড়িতে লাগে প্রায় ২–২.৫ ঘণ্টা। শিলিগুড়ি থেকেও বুক করা গাড়ি সহজেই পাওয়া যায়। রাস্তা খানিকটা পাহাড়ি হলেও দৃশ্য অবিশ্বাস্য সুন্দর।
*কালিম্পং থেকে সামথার যেতে গাড়িতে লাগে প্রায় ২–২.৫ ঘণ্টা। শিলিগুড়ি থেকেও বুক করা গাড়ি সহজেই পাওয়া যায়। রাস্তা খানিকটা পাহাড়ি হলেও দৃশ্য অবিশ্বাস্য সুন্দর।
advertisement
advertisement
advertisement