TRENDING:

Offbeat Destination: কম খরচে শীতের ছুটি কাটান পরিযায়ী পাখিদের সঙ্গে! জেনে নিন বেড়ানোর সেই ঠিকানা

Last Updated:

Weekend Tour: সাগরদিঘী মুনিগ্রামে ছাইপুকুরে জলাশয়ে অগ্রাহয়ন ও পৌষ মাসে দেখা দিয়েছে হাজারো পরিযায়ী পাখির। সাগরদিঘী মুনিগ্রামে তাপবিদ্যুৎ কেন্দ্র লাগোয়া এই জলাশয়ে বিগত তিনবছর ধরে তারা আসছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলাতে অনেকেই আসেন  ইতিহাসের সন্ধানে ।কিন্তু মুর্শিদাবাদ জেলার এক জলাশয় রয়েছে সেখানে গেলেই দেখা মিলবে পরিযায়ী পাখির। শীতের মরশুমে এই পরিযায়ী পাখির দল আসছে হাজারে হাজারে। মুর্শিদাবাদের সাগরদিঘী মুনিগ্রামে ছাইপুকুরে জলাশয়ে অগ্রহায়ণ ও পৌষ মাসে দেখা যাচ্ছে হাজারো পরিযায়ী পাখিকে। সাগরদিঘী মুনিগ্রামে তাপবিদ্যুৎ কেন্দ্র লাগোয়া এই জলাশয়ে বিগত তিনবছর ধরে তারা আসছে। মুনিগ্রামে জলাধার পাশেই এই পরিযায়ী পাখী দেখতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ ও পর্যটকরা। শীতের আমেজে ভিন দেশ ও ভিন রাজ্য থেকে পরিযায়ী পাখির আগমন হয়েছে সাগরদিঘীতে। বিভিন্ন রকমের পাখি চোখে পড়ছে গ্রামবাসীদের।
advertisement

আরও পড়ুন : শীতকাল মানেই রুটি বেগুনপোড়া? এই খাবার রোজ খেলে কী হয়, জানেন!

স্থানীয়দের দাবি, কয়েক বছর হল এই পরিযায়ী পাখি দেখা যাচ্ছে এই এলাকার জলাশয়ে। তবে পর্যটকদের ভিড় হলেও চোরাশিকারিদের ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামের বাসিন্দারা। পরিযায়ী পাখিদের সুরক্ষিত জন্য কাউকে ঢিল ছুড়তে দেওয়া হয় না। এবং বনদফতর উদ্যোগে অস্থায়ী ভাবে পাহারা বসানো হয়েছে ।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মুর্শিদাবাদের সাগরদীঘিতে এই পরিযায়ী পাখি দেখতে ও শীতের আমেজ কাটাতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। তবে পরিযায়ী পাখি সংরক্ষণ দাবি জানিয়েছেন গ্রামের বাসিন্দারা। বনদফতর কাছে আবেদন জানিয়েছেন এই পরিযায়ী পাখি সংরক্ষণ জন্য। যদিও শীতের আমেজে পরিযায়ী পাখির আগমনে সাগরদিঘী মুনিগ্রামে তাপবিদ্যুৎ কেন্দ্র লাগোয়া এই জলাশয়ে পরিযায়ী পাখির ভিড় একে অনন্য পর্যটন ক্ষেত্র হিসেবে গড়ে তুলেছে।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Offbeat Destination: কম খরচে শীতের ছুটি কাটান পরিযায়ী পাখিদের সঙ্গে! জেনে নিন বেড়ানোর সেই ঠিকানা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল