TRENDING:

Purulia Tourism: উত্তরবঙ্গে বিপর্যয়ের পর থেকেই বাতিল হচ্ছে প্ল্যান...! পর্যটকদের এখন টানছে 'এই' জেলা, পাহাড়-জঙ্গল-নদী মিলেমিশে একাকার

Last Updated:

Purulia Tourism: পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য যে কারও মন ভাল করে দিতে পারে। এখানেই দেখা মিলে পাহাড় ও ঝর্ণার সংমিশ্রণ। তাই বর্তমানে পুরুলিয়ায় পর্যটকদের সংখ্যা ব্যাপক হারে বাড়ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: রাজ্য পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ লালমাটির জেলা পুরুলিয়া। এই জেলায় রয়েছে একাধিক পর্যটন কেন্দ্র। বছরের বিভিন্ন সময়তেই তাই পর্যটকদের আনাগোনা লেগে থাকে এই জেলায়। সম্প্রতি উত্তরবঙ্গে ঘটে যাওয়া দুর্যোগের ফলে অনেকেই উত্তরবঙ্গ প্ল্যান ক্যানসেল করে পুরুলিয়া বেড়াতে আসছেন। কারণ এই জেলা কোনও অংশেই কম নয়। পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য যে কারও মন ভাল করে দিতে পারে। এখানেই দেখা মিলে পাহাড় ও ঝর্ণার সংমিশ্রণ। তাই বর্তমানে পুরুলিয়ায় পর্যটকদের সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। হোটেল, হোমস্টে, রিসর্টগুলিতে বুকিং প্রায় হাউজফুল। বাড়ছে গাড়ির বুকিংও।
advertisement

এ প্রসঙ্গে এক হোটেল ব্যবসায়ী সুজিত চন্দ্র কুমার বলেন, উত্তরবঙ্গের এই পরিস্থিতির ফলে পুরুলিয়ায় পর্যটকদের সংখ্যা অনেকটাই বেড়েছে। মাঝখানে পর্যটকদের আনাগোনা খানিকটা কম হয়েছিল এমনকি দুর্গাপুজোর মরশুমেও এ-বছর পর্যটন ব্যবসা বেশ খানিকটা ধাক্কা পেয়েছিল। কিন্তু বর্তমানে পর্যটকদের সংখ্যা অনেকটাই বেড়েছে। পর্যটন ব্যবসা সমৃদ্ধ হয়েছে।

আরও পড়ুনঃ সাদিপকে বাঁচাতেই হত…! কালীপুজোর রাতেই নিভল আলো, বন্ধুকে বাঁচিয়ে চির অন্ধকারে মিরিকের সাহিল

advertisement

এ প্রসঙ্গে এক গাড়ির চালক রঞ্জিত কুমার বলেন, তিনি দীর্ঘ বহু বছর ধরে পর্যটকদের পুরুলিয়া বেড়াতে নিয়ে আসেন। পর্যটন মরশুমের পূর্বেই এই বছর পর্যটকদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে পুরুলিয়ায়। উত্তরবঙ্গের দুর্যোগের কারণেই পর্যটকেরা পুরুলিয়া বেড়াতে আসছেন। এতে ব্যবসায়িক দিক থেকে তাদেরও অনেকটাই মুনাফা হচ্ছে।

View More

আরও পড়ুনঃ দুধিয়া-মিরিক সড়কের কাজ কতদূর…! সপ্তাহান্তে আদৌ চলবে পর্যটক-স্থানীয়দের গাড়ি? জানুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

দিঘা, পুরী, দার্জিলিংয়ের পাশাপাশি পর্যটনের অন্যতম হয়ে উঠেছে সুন্দরী পুরুলিয়া। ‌হাতে দু-দিন সময় থাকলে কাছে পিঠে বেড়ানোর জন্য অনেকেই তাই পুরুলিয়া প্ল্যান করে থাকেন। আর বর্তমানে এই পরিস্থিতির ফলে পর্যটকদের উত্তরবঙ্গের ডেস্টিনেশন পরিবর্তন হয়ে বেড়ানোর প্ল্যান হচ্ছে পুরুলিয়ায়।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Purulia Tourism: উত্তরবঙ্গে বিপর্যয়ের পর থেকেই বাতিল হচ্ছে প্ল্যান...! পর্যটকদের এখন টানছে 'এই' জেলা, পাহাড়-জঙ্গল-নদী মিলেমিশে একাকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল