এ প্রসঙ্গে এক হোটেল ব্যবসায়ী সুজিত চন্দ্র কুমার বলেন, উত্তরবঙ্গের এই পরিস্থিতির ফলে পুরুলিয়ায় পর্যটকদের সংখ্যা অনেকটাই বেড়েছে। মাঝখানে পর্যটকদের আনাগোনা খানিকটা কম হয়েছিল এমনকি দুর্গাপুজোর মরশুমেও এ-বছর পর্যটন ব্যবসা বেশ খানিকটা ধাক্কা পেয়েছিল। কিন্তু বর্তমানে পর্যটকদের সংখ্যা অনেকটাই বেড়েছে। পর্যটন ব্যবসা সমৃদ্ধ হয়েছে।
আরও পড়ুনঃ সাদিপকে বাঁচাতেই হত…! কালীপুজোর রাতেই নিভল আলো, বন্ধুকে বাঁচিয়ে চির অন্ধকারে মিরিকের সাহিল
advertisement
এ প্রসঙ্গে এক গাড়ির চালক রঞ্জিত কুমার বলেন, তিনি দীর্ঘ বহু বছর ধরে পর্যটকদের পুরুলিয়া বেড়াতে নিয়ে আসেন। পর্যটন মরশুমের পূর্বেই এই বছর পর্যটকদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে পুরুলিয়ায়। উত্তরবঙ্গের দুর্যোগের কারণেই পর্যটকেরা পুরুলিয়া বেড়াতে আসছেন। এতে ব্যবসায়িক দিক থেকে তাদেরও অনেকটাই মুনাফা হচ্ছে।
আরও পড়ুনঃ দুধিয়া-মিরিক সড়কের কাজ কতদূর…! সপ্তাহান্তে আদৌ চলবে পর্যটক-স্থানীয়দের গাড়ি? জানুন
দিঘা, পুরী, দার্জিলিংয়ের পাশাপাশি পর্যটনের অন্যতম হয়ে উঠেছে সুন্দরী পুরুলিয়া। হাতে দু-দিন সময় থাকলে কাছে পিঠে বেড়ানোর জন্য অনেকেই তাই পুরুলিয়া প্ল্যান করে থাকেন। আর বর্তমানে এই পরিস্থিতির ফলে পর্যটকদের উত্তরবঙ্গের ডেস্টিনেশন পরিবর্তন হয়ে বেড়ানোর প্ল্যান হচ্ছে পুরুলিয়ায়।