কালচিনি ব্লকের অন্তর্গত হ্যামিল্টনগঞ্জ এলাকা। এখানেই রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এলাকাটি। এই এলাকাটি দক্ষিণ লতাবাড়ি নামেও পরিচিত। কৃষিকাজের জন্য জেলায় বিখ্যাত এই এলাকাটি। তবে কৃষিকাজের পাশাপাশি এলাকার প্রাকৃতিক সৌন্দর্য মন কাড়ছে পর্যটকদের। শীতের সময় হলুদ সর্ষে ক্ষেত, নদী সব মিলিয়ে অনন্য পরিবেশ। বেসরকারিভাবে নদীর সামনে কিছু কটেজ তৈরি করা হয়েছে। যা বাঁশের তৈরি। এছাড়াও বসার জায়গা দেওয়া হয়েছে নদীর পাড়ে।
advertisement
আরও পড়ুনঃ বক্সা অনিশ্চিত, শীতে রেডি পর্যটকদের নয়া ডেস্টিনেশন, সাফারির জন্য একেবারে সেরার সেরা
রাত্রিবাসের জন্য এখনও ব্যবস্থা নেই। তবে খুব শীঘ্রই সে কাজ শুরু হবে বলে জানা যায়। আমন লোহার নামের এক ব্যবসায়ী জানান, “এখানে সকালে এসে সন্ধ্যে অবদি কাটিয়ে যেতে পারবেন পর্যটকরা। কোনওরকম এন্ট্রি ফি তো লাগে না। শুধু খাবারের দাম নেওয়া হয়।”
এই জায়গাতে এলে বিকেলবেলার অস্তগামী সূর্য আপনার মন ভাল করে দেবে। এমন দৃশ্য ও এমন স্থান হয়ে উঠতে পারে আপনার একাকিত্বের সঙ্গী। হাসিমারা থেকে এই স্থান সামনে আবার আলিপুরদুয়ার থেকেও সামনে।
Annanya Dey





