TRENDING:

Alipurduar Tourism: সঙ্গীর সঙ্গে জমবে রোম্যান্স! কাপল ফ্রেন্ডলি স্পট, নয়া এই পর্যটনকেন্দ্র ঘিরে উন্মাদনা তুঙ্গে

Last Updated:

Alipurduar Tourism: সেন্ট্রাল ডুয়ার্স এলাকার নাম জোরালো পর্যটনের সঙ্গেও। ভুটান পাহাড় ও সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানের মাঝে শুরু হল ছিপছিপে পর্যটনকেন্দ্রের পথ চলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: সেন্ট্রাল ডুয়ার্স এলাকার নাম জোরালো পর্যটনের সঙ্গেও। ভুটান পাহাড় ও সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানের মাঝে শুরু হল ছিপছিপে পর্যটনকেন্দ্রের পথ চলা। তবে বন দফতরের তরফে নিষেধাজ্ঞা রয়েছে পর্যটন কেন্দ্রে মাইক বাজানোর ওপরে। জানা গিয়েছে, পাঁচ বছর আগে এই পর্যটন কেন্দ্রটি পিকনিক স্পট নামে পরিচিত ছিল। তবে ২০১৯ সালের পর কোভিড পরিস্থিতির কারণে বন্ধ হয়ে যায় পিকনিক স্পটটি। প্রায় পাঁচ বছর পর  পুনরায় চালু হল জঙ্গল ও পাহাড় ঘেরা পর্যটন কেন্দ্র ‘ছিপছিপে’।
advertisement

কালচিনি ব্লকের সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানে স্থিত এই পর্যটন কেন্দ্রে পূর্বে প্রচুর পর্যটকের ঢল নামতো বলে দাবি এলাকাবাসীর। বনদফতর ও এলাকাবাসিরা যৌথভাবে এই পর্যটন কেন্দ্রটির দেখভাল করবে। এই পর্যটন কেন্দ্রে প্রবেশের দু-ধারে রয়েছে চা বাগান। এছাড়া ঢিল ছোড়া দূরত্বে রয়েছে ভুটান পাহাড় ও বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল। পাশ দিয়ে বয়ে গিয়েছে ভুটান পাহাড় থেকে নেমে আসা পানা নদী। এমন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পুনরায় পর্যটকদের ঢল নামবে বলে আশাবাদী উদ্যোক্তারা।

advertisement

আরও পড়ুনঃ পাহাড়ের বুকে চূড়ান্ত অ্যাডভেঞ্চার! পর্বতারোহনের মজা নিতে ঘুরে আসুন দার্জিলিংয়ের এই জায়গা থেকে

তবে এত বছর বন্ধ থাকায় এই ‘ছিপছিপে’ পর্যটন কেন্দ্রের অনেকটা ভরে গিয়ে আগাছায়, পাশাপাশি প্রবেশের সড়কেরও বেহাল অবস্থা দ্রুত এই সমস্যা সমাধান হলে এই স্থানটিও পর্যটন মানচিত্রে জায়গা করে নেবে বলে মনে করছেন এলাকাবাসীরা।

advertisement

View More

আরও পড়ুনঃ শীতের এই সাদা-সবুজ সবজি নিংড়ায় খারাপ কোলেস্টেরল, মারে ক্যানসারের ‘বিষ’ কোষ, রোজের ডায়েটে রাখতে ভুলবেন না

অপরদিকে, বন দফতরের তরফে নিষেধাজ্ঞা ওঠালেও, দেওয়া হয়েছে কড়া নির্দেশিকা।এই পর্যটন স্থলে কেউ বনভোজনে আসলে জোরে মাইক বাজানো চলবে না।পাশাপাশি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই পর্যটন স্থল ও তার আশপাশের এলাকা। তা না হলে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে বন দফতর বলে জানান এলাকাবাসীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘূর্ণিঝড় মন্থার জের! আর কত দিন সমুদ্রে যেতে পারবেন না মৎস্যজীবীরা? জানিয়ে দিল মৎস্য দফতর
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Alipurduar Tourism: সঙ্গীর সঙ্গে জমবে রোম্যান্স! কাপল ফ্রেন্ডলি স্পট, নয়া এই পর্যটনকেন্দ্র ঘিরে উন্মাদনা তুঙ্গে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল