কালচিনি ব্লকের সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানে স্থিত এই পর্যটন কেন্দ্রে পূর্বে প্রচুর পর্যটকের ঢল নামতো বলে দাবি এলাকাবাসীর। বনদফতর ও এলাকাবাসিরা যৌথভাবে এই পর্যটন কেন্দ্রটির দেখভাল করবে। এই পর্যটন কেন্দ্রে প্রবেশের দু-ধারে রয়েছে চা বাগান। এছাড়া ঢিল ছোড়া দূরত্বে রয়েছে ভুটান পাহাড় ও বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল। পাশ দিয়ে বয়ে গিয়েছে ভুটান পাহাড় থেকে নেমে আসা পানা নদী। এমন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পুনরায় পর্যটকদের ঢল নামবে বলে আশাবাদী উদ্যোক্তারা।
advertisement
আরও পড়ুনঃ পাহাড়ের বুকে চূড়ান্ত অ্যাডভেঞ্চার! পর্বতারোহনের মজা নিতে ঘুরে আসুন দার্জিলিংয়ের এই জায়গা থেকে
তবে এত বছর বন্ধ থাকায় এই ‘ছিপছিপে’ পর্যটন কেন্দ্রের অনেকটা ভরে গিয়ে আগাছায়, পাশাপাশি প্রবেশের সড়কেরও বেহাল অবস্থা দ্রুত এই সমস্যা সমাধান হলে এই স্থানটিও পর্যটন মানচিত্রে জায়গা করে নেবে বলে মনে করছেন এলাকাবাসীরা।
অপরদিকে, বন দফতরের তরফে নিষেধাজ্ঞা ওঠালেও, দেওয়া হয়েছে কড়া নির্দেশিকা।এই পর্যটন স্থলে কেউ বনভোজনে আসলে জোরে মাইক বাজানো চলবে না।পাশাপাশি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই পর্যটন স্থল ও তার আশপাশের এলাকা। তা না হলে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে বন দফতর বলে জানান এলাকাবাসীরা।
Annanya Dey





