‘পোকোড়ি মোড়’-এর সেই বিখ্যাত পোকোড়ি দোকানের বর্তমান বিক্রেতা সমীর গরাই জানান, “১৯৯৪ সালে তার পূর্বপুরুষ কালী গরাই এই দোকানটি প্রতিষ্ঠা করেন। সেই সময় দোকানের পোকোড়ি এবং চা এতটাই জনপ্রিয় ছিল যে দূরদূরান্ত থেকে মানুষ এই মোড়ে এসে পোকোড়ি খেতে ভিড় জমাতেন। ধীরে ধীরে দোকানটির জনপ্রিয়তা এতটাই বৃদ্ধি পায় যে এলাকার মানুষ এই স্থানটিকে ‘পোকোড়ি মোড়’ নামেই ডাকতে শুরু করেন।”
advertisement
আরও পড়ুনঃ শালের জঙ্গলে ঘেরা ‘এই’ জায়গা কাপল ফ্রেন্ডলি, মনের ক্লান্তি কাটাতে ঘুরে আসবেন নাকি? রইল খোঁজ
আরও পড়ুনঃ গলদা চিংড়ি ছাড়া সম্পূর্ণ নয় ‘এই’ কালীপুজো! বসিরহাটের ইটিন্ডায় অটুট ৪০০ বছরের রীতি
স্থানীয়দের মতে, “একসময় এই এলাকায় কোনও দোকানপাট ছিল না। শুধুমাত্র একটি ছোট পোকোড়ি দোকানই ছিল এই মোড়ে। সেই দোকান থেকেই ধীরে ধীরে এই মোড়ের পরিচিতি ছড়িয়ে পড়ে ‘পোকোড়ি মোড়’ নামে। পরবর্তীতে প্রশাসনিক নথিতেও এই নামটিই সরকারি ভাবে স্বীকৃতি পায়।” আজও পুরুলিয়ার মানুষের কাছে ‘পোকোড়ি মোড়’ কেবল একটি সংযোগস্থলই নয়, বরং স্থানীয় ঐতিহ্য, স্বাদ ও সংস্কৃতির এক জীবন্ত প্রতীক।