Weekend Trip: শালের জঙ্গলে ঘেরা 'এই' জায়গা কাপল ফ্রেন্ডলি, মনের ক্লান্তি কাটাতে ঘুরে আসবেন নাকি? রইল খোঁজ
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Weekend Trip: নিজের ক্লান্তি একটু রেহাই দিতে অবশ্যই বেশ কয়েক ঘন্টা ঘুরে আসতে পারে এখান থেকে। মন ভালো হয়ে যাবে আপনার।
নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: মন ভাল করার প্রধান ও প্রথম উপায় ঘোরা। শহর ছেড়ে গ্রাম, গ্রামের মধ্যে শাল জঙ্গল, বর্ষার জমে থাকা জল আপন বেগে বয়ে চলেছে, প্রত্যেকে নিজের মন ভাল করার জন্য অফবিট জায়গা খোঁজে। তার জন্য কাছে-পিঠে এই জায়গা একদম পারফেক্ট। গভীর শাল জঙ্গল, জঙ্গলের মাঝ বরাবর রাস্তা, চারিদিকে শেয়ালের দৌড়াদৌড়ি, সবুজ আর সবুজে বেশ কয়েক ঘণ্টা কাটাতে পারেন আপনি। প্রকৃতির সঙ্গে একাত্ম হতে পারবেন নিজে। শুধু তাই নয়, একসঙ্গে গ্রুপে এলে বনভোজন করতে পারবেন এখানে। তাই অবশ্যই অন্তত একটা বিকেল ঘুরে দেখুন এখানে।
ভ্রমণপিপাসু মানুষ বরাবরই নিত্য নতুন জায়গার খোঁজ করে। তবে সারাদিনের কচকচানি, অফিসের ব্যস্ততা কিংবা পারিবারিক চাপ কাটাতে অন্তত বেশ কয়েক ঘন্টা কাটাতে পারবেন এখানে। যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু সবুজ আর সবুজ। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের কাশিপুর গ্রাম পঞ্চায়েতের বাঁকা খাল সংলগ্ন এই শাল জঙ্গল। বর্ষার এই সময়ে জমে থাকা জল বেয়ে চলে আপন বেগে। সেখানেই মাছ ধরেন সাধারণ মানুষেরা। বিশেষ জাল পেতে সেই মাছ ধরার দৃশ্য এক অসাধারণ লাগে। শুধু তাই নয়, গভীর জঙ্গলে এক দারুণ রোমাঞ্চ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ যেমন দেখতে-তেমনই নাম! বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের নাম কে দিল জানেন? অদ্ভুত এই ইতিহাস শুনে চমকে উঠবেন
পশ্চিম মেদিনীপুরের বেলদা থেকে মাত্র ৭-৮ কিলোমিটারের দূরত্বে এই জঙ্গল। জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় সবুজে ঘেরা। কাছেপিঠে ঘুরে দেখার জন্য এবং বনভোজনের জন্য এই জায়গা খুব দারুণ। এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে শেয়াল, শাল জঙ্গলের মধ্য দিয়ে সরু রাস্তা, দুপুরেও গা ছমছমে পরিবেশ। দিনের শেষে নিজেকে হালকা করতে চাইলে রোমাঞ্চে ঘেরা এই জঙ্গল ঘুরে দেখতে পারেন। কীভাবে পৌঁছবেন সেখানে? বেলদা থেকে সরিষা মোড় হয়ে আহার মুণ্ডা পৌঁছে সেখান থেকে মাত্র দু-কিলোমিটার দূরেই এই জায়গা। অন্যদিকে, নারায়ণগড় চাতুরিভাড়া থেকে কাশিপুর এসে সেখান থেকে সামান্য কিছুটা দূরে এই জঙ্গল।
advertisement
প্রতিদিনই স্থানীয় এলাকার যুবক-যুবতীরা এখানে আসেন ঘুরে দেখার জন্য। শুধু তাই নয়, বড়দিন কিংবা নববর্ষে এখানে বহু মানুষ ভিড় জমান পিকনিক করার জন্য। স্বাভাবিকভাবে নিজের ক্লান্তি একটু রেহাই দিতে অবশ্যই বেশ কয়েক ঘন্টা ঘুরে আসতে পারে এখান থেকে। মন ভাল হয়ে যাবে আপনার।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Oct 16, 2025 7:05 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weekend Trip: শালের জঙ্গলে ঘেরা 'এই' জায়গা কাপল ফ্রেন্ডলি, মনের ক্লান্তি কাটাতে ঘুরে আসবেন নাকি? রইল খোঁজ









