তবে মানুষের ক্ষেত্রে আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিছুটা গরম লাঘব করতে পারলেও গবাদি পশু পথের সারমেয় প্রকৃতির পক্ষীকূল অসুস্থ হয়ে পড়ছে। কারণ জীব মাত্রই দরকার শরীরে ওরাল ডিহাইড্রেশন সলিউশন। যা অন্যান্য সময় স্বাভাবিক থাকলেও তীব্র গরমে বাড়তি ভাবে যোগান দিতে হয় শরীরকে। কিন্তু পাখিদের ক্ষেত্রে কে সেই ব্যবস্থা করে দেবে!
advertisement
এই অস্বস্তিকর পরিবেশে থাকা পাখিদের কথা চিন্তা করে, সামাজিক সংগঠন এবং ছাত্রছাত্রীদের উদ্যোগে নদিয়ার শান্তিপুরে প্রায় ১০ কিলোমিটার জুড়ে রাস্তায় লাগানো হল বেশ কিছু পাত্র যাতে পাখিদের জল পান করার জন্য মাটির ভার এবং তাতেই দেওয়া হল ওআরএস এবং বিশুদ্ধ পানীয় জল। সামাজিক সংগঠনের সদস্য এবং স্থানীয় ছাত্রছাত্রীরা নিলে এই কর্মসূচি গ্রহণ করে।
শান্তিপুরের বন্ধু সামাজিক সংগঠনের পাশাপাশি এলাকার একাধিক ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে পাখিদের জল পান করার ব্যবস্থাপনার এই কর্মকাণ্ডে। বর্তমানে প্রায় ১০ কিলোমিটার রাস্তায় পাশে থাকা গাছে পাখিদের জল পান করার জন্য মাটির ভার বিশুদ্ধ পানীয় জল এবং ওআরএস দেওয়া হয়েছে। প্রতিদিন সকালে এই সমস্ত ভারে জল দেন সংগঠনের সদস্যরা। যাতে পাখিরা ঠিকঠাকভাবে থাকতে পারে এবং তাদের তৃষ্ণা নিবারণ হয় সে কারণেই তাদের এই উদ্যোগ বলে জানান সংগঠনের সদস্য জয়ন্ত পাল।
Mainak Debnath