'বুড়ি' হবেন না...! রোজ রোজ খান ৭ Anti-Ageing খাবার, 'নাম' বলে দিলেন ডায়েটিশিয়ান, 'বয়সের' ঘড়ি উল্টো ছুটবে, চল্লিশেও দেখাবেন ২৫!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Anti Ageing Food: বিভিন্ন রাসায়নিক সমৃদ্ধ ক্রিম বা থেরাপির ক্ষেত্রেও কিন্তু থাকতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া। তাতে হিতে বিপরীত হওয়ার ঝুঁকি। অনেক ক্ষেত্রেই শরীরে নানা ধরণের অন্য উপসর্গও দেখা দিতে পারে। এমনকি ডেকে আনতে পারে মৃত্যু পর্যন্ত। সম্প্রতি তেমনই নজির মিলেছে শেফালি জরিওয়ালার মৃত্যুতে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এমনই আশ্চর্য পুষ্টিগুণে সমৃদ্ধ এই খাবারগুলি যে নিয়মিত নিয়ম মেনে খেলে ৪০ বছর বয়সেও আপনাকে ২৫ বছরের মতো দেখাবে। আজ এখানে আমরা আপনাকে এমনই ৭টি সুপারফুড সম্পর্কে জানাব যা আপনার ত্বককে ভেতর থেকে পুষ্টি জোগাতে এবং আপনাকে তরুণ ও সুস্থ লুক দিয়ে ও একইসঙ্গে বার্ধক্যের লক্ষণ কমাতে দুর্দান্ত কার্যকর হতে পারে।
advertisement
advertisement
পুষ্টিবিদ বলেন, "আসল ত্বকের যত্ন ভিতর থেকেই শুরু হয়। আপনি যা খান তা আপনার ত্বকে প্রতিফলিত হয়। কিছু বিশেষ খাবার আছে যা আপনি যদি প্রতিদিন আপনার খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করেন, তাহলে ৪০ বছর বয়সেও আপনি ২৫ বছরের মতো তরুণ এবং সতেজ দেখাতে পারেন। এই খাবারগুলি কেবল আপনার ত্বককে উজ্জ্বল করে না, বরং বলিরেখা কমায়, কোলাজেন বাড়ায় এবং শরীরে প্রদাহ নিয়ন্ত্রণ করে।"
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
