আচমকা ট্রেন থামালেন বন্দে ভারতের 'লোকো' পাইলট...! ট্রেনের C4 কোচে যা দেখা গেল, ঘাম ছুটল প্যাসেঞ্জারদের!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Vande Bharat: আর পাঁচদিনের মতোই একের পর এক স্টেশন পেরিয়ে দ্রুত গতিতে ছুটছিল ট্রেন। ঠিক তখনই হঠাৎ একটি কোচে নজরে পড়ল এমন কিছু যা সঙ্গে সঙ্গে ট্রেন থামাতে বাধ্য করল লোকো পাইলটকে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তবে আচমকা এই সমস্যার কারণে ট্রেন থামাতে বাধ্য হলেও রেল কিন্তু যাত্রীদের সুবিধা ও স্বাচ্ছন্দের দিকে খেয়াল রেখে গিয়েছে। রেল কর্তৃপক্ষ যাত্রীদের সুবিধার্থে তাৎক্ষণিকভাবে তাঁদের জন্য দ্রুত বিকল্প ব্যবস্থা করে এবং অন্যান্য ট্রেনের মাধ্যমে ওই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের প্যাসেঞ্জারদের তাঁদের গন্তব্যে পাঠানো হয়।
advertisement
advertisement
যাত্রীরা যাতে কোনও ধরণের সমস্যার সম্মুখীন না হন তা নিশ্চিত করার জন্য, আরসিকেরে স্টেশনে তাঁদের জন্য খাবার এবং স্ন্যাকসেরও ব্যবস্থা করা হয়েছিল। এছাড়াও, বেঙ্গালুরুতে কেএসআর বেঙ্গালুরু (এসবিসি) এবং যশবন্তপুর (ওয়াইপিআর) স্টেশনগুলিতে রাখা হয়েছিল 'হেল্প ডেস্ক' যাতে যাত্রীরা তাঁদের কোনও সমস্যা থাকলে তা জানাতে পারেন।
advertisement
advertisement
দক্ষিণ পশ্চিম রেল যাত্রীদের এই হয়রানির জন্য দুঃখ প্রকাশ করেছে এবং এই ঘটনায় যাত্রীদের সহযোগিতার প্রশংসা করেছে। ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়, যাত্রীদের নিরাপত্তা এবং সুবিধা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। তবে, স্বস্তির বিষয় যে গরম অ্যাক্সেলের সমস্যা সময়মতো শনাক্ত করা হয়েছে এবং কোনও রকম বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।