TRENDING:

Food to Prevent Heart Diseases: হৃদরোগ থেকে বাঁচতে ভরসা থাকুক এই বিশেষ খাবারে, আজই শুরু করুন খাওয়া 

Last Updated:

Food to Prevent Heart Diseases: সময়ের সঙ্গে  বদলেছে খাদ্যাভ্যাস আর খাদ্যাভ্যাস বদলের পাশাপাশি বদলেছে রোগের ধরণও। এই খাদ্যাভ্যাস বদলে সাধারণ মানুষের মধ্যে জন সচেতনতা বাড়াতে আসরে নামলেন পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য সুরক্ষা দফতর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জুলফিকার মোল্যা, বসিরহাট: অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে বাড়ছে হৃদরোগ। মিলেটে জোর দিতে বিশেষ প্রদর্শনী চলছে বসিরহাটে। পোলিও, কলেরার মতো মহামারি এবং বেশ কিছু ছোঁয়াচে রোগ আজ প্রায় নির্মূল হলেও বর্তমানে বেড়েই চলেছে ডায়াবেটিস, রক্তচাপ-সহ নানা অসুখ। সময়ের সঙ্গে বদলেছে খাদ্যাভ্যাস। আর খাদ্যাভ্যাস বদলের পাশাপাশি বদলেছে রোগের ধরনও। দু’দশক আগেও এ রাজ্যের বাসিন্দাদের মধ্যে পেটের রোগের দাপট ছিল সব চেয়ে বেশি কিন্তু সময়ের পরিবর্তনেএখন সেটা হয়েছে হৃদ্‌রোগ। দেখা যাচ্ছে, বর্তমানে মৃত্যুর প্রধান কারণ হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, ‘রেসপিরেটরি ইনফেকশন’ বা শ্বাসযন্ত্রের সংক্রমণ।
advertisement

পশ্চিমবিশ্ব থেকে শুরু করে রাজ্যে হৃদ্‌রোগের অন্যতম কারণ স্বাস্থ্যকর খাবার না খাওয়া। অতিরিক্ত তেলজাতীয় এবং আটা-ময়দার খাবার হৃদ্‌যন্ত্রের সমস্যা ডেকে আনে। আর এই খাদ্যাভ্যাস বদলে সাধারণ মানুষের মধ্যে জন সচেতনতা বাড়াতে আসরে নামলেন পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য সুরক্ষা দফতরের কমিশনার তপনকান্তি রুদ্র। স্বাস্থ্য সুরক্ষা দফতর ও বসিরহাট স্বাস্থ্য জেলার উদ্যোগে আঁশযুক্ত খাবার মিলেট নিয়ে সাধারণ মানুষজনের আগ্রহ বাড়াতে বসিরহাটে শুরু হল মিলেট খাদ্যশস্য প্রদর্শনী। জোয়ার, বাজরা ও রাগি-সহ কয়েকটি ক্ষুদ্র দানাশস‍্যকে একত্রে মিলেট বলা হয়। এই খাদ‍্যশস‍্যের গুণাগুণ সাধারণ মানুষজনের কাছে তুলে ধরতে এই মিলেট মেলার আয়োজন করা হয়। মিলেট প্রোটিন, ফাইবার ও অ্যান্টি অক্সিড্যান্টের ভাণ্ডার। ডায়াবেটিসে আক্রান্ত রোগীরাও এই মিলেটকে খাদ‍্য হিসেবে গ্রহণ করলে ভাল ফল মেলে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে এই মিলেট মেলায় জোয়ার, বাজরা, রাগি ও আঁশযুক্ত খাবারের দৈনন্দিন জীবনে কীভাবে ব্যবহার করা যাবে তা প্রদর্শনীর মাধ্যমে দেখানো হয়। যা দেখতে সেখানে স্থানীয় বাসিন্দারা ভিড় করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ রবিউল ইসলাম গাইন, বসিরহাট স্বাস্থ্য জেলার খাদ্য সুরক্ষা আধিকারিক অপরাজিতা মজুমদার-সহ অন্যান্যরা।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Food to Prevent Heart Diseases: হৃদরোগ থেকে বাঁচতে ভরসা থাকুক এই বিশেষ খাবারে, আজই শুরু করুন খাওয়া 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল