TRENDING:

Breastfeeding Infection : সদ্যোজাতকে স্তন্যপান করাচ্ছেন? স্তনে এই লক্ষণগুলি দেখা দিলেই ভয়ঙ্কর সংক্রমণ থেকে সতর্ক হোন

Last Updated:

পরিণতিস্বরূপ দেখা দেয় স্তনে যন্ত্রণা, স্তন ফুলে ওঠা, জ্বর এবং লালচে ভাব৷(breastfeeding infection)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সদ্যোজাতর সঙ্গে মায়ের বন্ধন দৃঢ় করে তোলে স্তন্যপান৷ তবে সঠিক পদ্ধতি অনুসরণ না করলে স্তন্যপান ঘিরেও সমস্যা দেখা দিতে পারে৷ স্তন্যদাত্রী মায়েদের মধ্যে যে সমস্যা সবথেকে বেশি, তা হল ম্যাসটাইটিস (Mastitis)৷ স্তনের চারধারে টিস্যু ফুলে যায় এই সমস্যায়৷ পরিণতিস্বরূপ দেখা দেয় স্তনে যন্ত্রণা, স্তন ফুলে ওঠা, জ্বর এবং লালচে ভাব৷(breastfeeding infection)
তনয়া ইনস্টাগ্রামে ড. কিউটারাস নামে পরিচিত৷ তাঁর ভিডিয়ো ব্যাপক জনপ্রিয়৷
তনয়া ইনস্টাগ্রামে ড. কিউটারাস নামে পরিচিত৷ তাঁর ভিডিয়ো ব্যাপক জনপ্রিয়৷
advertisement

স্তন ফুলে ওঠার পাশাপাশি সংক্রমণও দেখা দেয়৷ যাঁরা স্তন পান করাচ্ছেন, তাঁদের পাশাপাশি সমস্যা দেখা দিতে পারে যাঁরা স্তনপান করাচ্ছেন না, তাঁদের মধ্যেও৷ বেশির ভাগ ক্ষেত্রেই একদিকের স্তনে এই সমস্যা হয়৷ কিছু বিরল ক্ষেত্রে এই সমস্যা দেখা দিতে পারে দু’ দিকের স্তনেই৷

সন্তানের জন্ম দেওয়ার প্রথম ৬ মাসের মধ্যে প্রতি ৫ জন প্রসূতির মধ্যে ১ জন এই সমস্যায় আক্রান্ত হন৷ শুধু তাই নয়৷ অনেক ক্ষেত্রেই সমস্যা দেখা দেয় সন্তানের জন্মের প্রথম তিন মাসের মধ্যে৷ বিশেষজ্ঞরা বলেন প্রধানত দু’ ধরনের ম্যাসটাইটিস দেখা দেয়৷ সবথেকে সাধারণ ম্যাসটাইটিস-কে বলা হয় ল্যাক্টেশন৷ স্তন্যপান করানো মহিলাদের মধ্যে এই সমস্যা দেখা দেয়৷

advertisement

আরও পড়ুন ; পরিচারিকা থেকে হলেন পরোটা বিক্রেতা, চার মেয়ের মুখে খাবার তুলে দিতে মায়ের লড়াইকে কুর্নিশ নেটিজেনদের

দ্বিতীয় ক্ষেত্রে এই সমস্যায় আক্রান্ত হন মেনোপজ হয়ে যাওয়া মহিলারা৷ বিশেষ করে যাঁরা ধূমপান করেন, তাঁদের মধ্যে এই সমস্যা বেশি দেখা দেয়৷ এই দ্বিতীয় ধরনের সমস্যাকে বলা হয় পেরিডাক্টাল বা ডাক্ট একট্যাসিয়াও৷ এক্ষেত্রে নিপল বা স্তনবৃন্ত ভিতরে ঢুকে যায়৷ স্তন থেকে দুধের মতো এক ধরনের তরল বেরিয়ে আসে৷

advertisement

আরও পড়ুন ; গরম এসে গিয়েছে, এখনই এই প্রসাধনীগুলি রাখুন আপনার হাতের কাছে, ব্রণমুক্ত তরতাজা থাকুন গ্রীষ্মভর

এই সমস্যায় কখন সতর্ক হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে? জানিয়েছেন বিশেষজ্ঞরা-

# যদি স্তন অতিরিক্ত নরম হয়ে পড়ে

# স্তন স্পর্শ করলে যদি হাতে উষ্ণ লাগে

# স্তন যদি লালচে হয়ে যায়

advertisement

# স্তন যদি ফুলে ওঠে

# হাল্কা জ্বর আসতে পারে

# স্তনে মাংসপিণ্ড দেখা দিলে

# স্তন্যপান করানোর সময় যন্ত্রণা ও জ্বালার অনুভূতি

# মাথাযন্ত্রণা

# বমি ও গা বমি ভাব

# নিপল থেকে তরল নিঃসরণ

# ক্লান্তিভাব

অবশ্যই একাধিক কারণ আছে যাতে ম্যাসটাইটিস প্রভাবিত করতে পারে৷ সংক্রমণের পিছনে মূল কারণ হল যখন ত্বক বা স্যালাইভার জীবাণু মিল্ক ডাক্টের মাধ্যমে প্রবেশ করে ব্রেস্ট টিস্যুতে৷

advertisement

আরও পড়ুন ; সন্দীপ রায়ের পরিচালনায় ফের বড় পর্দায় ফেলুদার অভিযান, প্রদোষচন্দ্র মিত্রের ভূমিকায় কি ব্যোমকেশ?

পাশাপাশি, আরও কিছু জটিলতা আছে যাতে ম্যাসটাইটিসের ঝুঁকি বাড়িয়ে দেয়-

অতিরিক্ত টাইট ফিটিং অন্তর্বাস পরার ফলে দুধের গতি যদি আটকে যায়

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

একই পজিশনে বাচ্চাকে ধরে রেখে স্তন্যপান করিয়ে গেলে

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Breastfeeding Infection : সদ্যোজাতকে স্তন্যপান করাচ্ছেন? স্তনে এই লক্ষণগুলি দেখা দিলেই ভয়ঙ্কর সংক্রমণ থেকে সতর্ক হোন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল