TRENDING:

Biriyani In Pressure Cooker:দোকানের বিরিয়ানিকে হারিয়ে দেবে,মাত্র ১০ মিনিটে প্রেশার কুকারে বানিয়ে নিন বিরিয়ানি, জেনে নিন পদ্ধতি

Last Updated:
আট থেকে আষির প্রিয় খাবার বিরিয়ানি। হাঁড়িতে ভাত, ডিম, আলু আর মশলার লোভনীয় মিশেল। অনেকেই বাড়িতে বিরিয়ানি বানানও। কিন্তু হাঁড়িতে, এবং তাতে সময়ও লাগে বিস্তর। কিন্তু এবার মাত্র ১০ মিনিটেই বাড়িতে বানিয়ে ফেলুন বিরিয়ানি, তাও আবার প্রেশার কুকারে! কীভাবে? রইল পদ্ধতি--
advertisement
1/6
দোকানের বিরিয়ানিকে হারিয়ে দেবে,মাত্র ১০ মিনিটে প্রেশার কুকারে বানিয়ে নিন বিরিয়ানি
আট থেকে আষির প্রিয় খাবার বিরিয়ানি। হাঁড়িতে ভাত, ডিম, আলু আর মশলার লোভনীয় মিশেল। অনেকেই বাড়িতে বিরিয়ানি বানানও। কিন্তু হাঁড়িতে, এবং তাতে সময়ও লাগে বিস্তর। কিন্তু এবার মাত্র ১০ মিনিটেই বাড়িতে বানিয়ে ফেলুন বিরিয়ানি, তাও আবার প্রেশার কুকারে! কীভাবে? রইল পদ্ধতি--
advertisement
2/6
প্রেশার কুকারে বিরিয়ানি বানাতে লাগবে-- ৫০০ গ্রাম মুরগির মাংস, ২ কাপ বাসমতি চাল, ২ কাপ পেঁয়াজকুচিআধকাপ টম্যাটো কুচি, আধকাপ টক দই, ২ টেবিল চামচ আদা-রসুন বাটা, ৪টি চেরা কাঁচালঙ্কা, ২ টেবিল চামচ বিরিয়ানি মশলা, আধ চা চামচ হলুদ, ১ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, ২ টি তেজপাতা, লবঙ্গ, এলাচ, ৩ টেবিল চামচ ঘি, আড়াই কাপ জল
advertisement
3/6
গ্যাসে প্রেশার কুকার বসিয়ে, ঘি গরম করে তেজপাতা, পেঁয়াজ, লবঙ্গ একসঙ্গে ভেজে নিন।
advertisement
4/6
পেঁয়াজ বাদামি হয়ে এলে ধুয়ে জল ঝরিয়ে রাখা মাংসের টুকরো, আদা-রসুন বাটা, চেরা কাঁচা লঙ্কা, টম্যাটো কুচি, হলুদ, টক দই আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ৫ মিনিট কষিয়ে নিন।
advertisement
5/6
মাংস সেদ্ধ হয়ে গেলে তাতে আগে থেকে ধুয়ে রাখা বাসমতী চাল, পরিমাণমতো জল আর নুন দিয়ে ভাল করে নাড়িয়ে কুকারের ঢাকনা আটকে দিন।
advertisement
6/6
একটা হুইশেল পড়লে গ্যাস নিভিয়ে দমে বসিয়ে রাখুন। ৫ মিনিট পরে ঢাকনা খুলে অল্প ঘি ছড়িয়ে পরিবেশন করুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Biriyani In Pressure Cooker:দোকানের বিরিয়ানিকে হারিয়ে দেবে,মাত্র ১০ মিনিটে প্রেশার কুকারে বানিয়ে নিন বিরিয়ানি, জেনে নিন পদ্ধতি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল