Summer Skincare: গরম এসে গিয়েছে, এখনই এই প্রসাধনীগুলি রাখুন আপনার হাতের কাছে, ব্রণমুক্ত তরতাজা থাকুন গ্রীষ্মভর

Last Updated:

Summer Skincare: গরম পড়ার পর আপনার রূপচর্চার রুটিনের উপকরণে পরিবর্তন করেছেন তো? এক বার দেখে নিন

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে যায় ত্বকচর্চার রুটিন৷ প্রতি ঋতুতে পাল্টে যায় ত্বকে ব্যবহার করার উপকরণও৷ সে কথা মনে রেখে এক বার দেখে নিন আপনার রূপচর্চার রুটিনের উপকরণে পরিবর্তন করেছেন কিনা-(Summer Skincare)
সানস্ক্রিন-
শীত পড়তেই আমরা উদাসীন হয়ে পড়ে সানস্ক্রিন ব্যবহার নিয়ে৷ গরমে কিন্তু সানস্ক্রিন মাখতেই হবে৷ কারণ গরমে সূর্যের অতিবেগুনি রশ্মির কুপ্রভাব অনেক বেশি৷ তাই ত্বকে রোদে পোড়া দাগছোপ এড়াতে সানস্ক্রিন অত্যাবশ্যকীয়৷ ত্বকের ক্যানসার এবং অকালবার্ধক্য এড়ানো য়ায়৷
advertisement
ক্লেঞ্জিং-
গরমকালে মানেই অতিরিক্ত ঘাম৷ ফলে তৈলাক্ত ত্বক হলে সমস্যা বেশি৷ গরমে ত্বক ভাল রাখা মানেই ক্লেঞ্জিংয়ের ব্যবহার৷ ত্বকে ধুলোবালি দূষণের প্রবাব কমাতে সপ্তাহে অন্তত এক বার ডিপ ক্লেঞ্জিং করা দরকার৷ স্টিম, এক্সফোলিয়েট, ফেসমাস্ক, ফেশিয়াল মাসাজ-সহ নানা ভাবে ক্লেঞ্জিং করা যায়৷
advertisement
গরমে সেরামের ব্যবহার বা প্রয়োজন কমে যায় অনেকটাই৷ কারণ ঘাম ও আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়৷ তাই ফেস অয়েল বা সেরামে ত্বক আরও তেলতেলে হয়ে পড়তে পারে৷ বরং গরমে তরতাজা থাকতে ব্যবহার করুন মিস্ট৷
advertisement
ময়শ্চার-
শীতের মতো গরমেও ময়শ্চারাইজিং করা প্রয়োজন৷ ডিহাইড্রেশনের ফলে ত্বক গরমেও শুকিয়ে যায়৷
গরমকালে ত্বকচর্চায় টোনার মাস্ট৷ কারণ অতিরিক্ত তেল নিসৃত হওয়ার ফলে স্কিনপোরস খুলে যায়৷ ফলে অ্যারনে, ব্রণর মতো সমস্যা দেখা দেয়৷ তাই স্কিনপোরস বন্ধ করার জন্য ভাল টোনার প্রয়োজনীয়৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Summer Skincare: গরম এসে গিয়েছে, এখনই এই প্রসাধনীগুলি রাখুন আপনার হাতের কাছে, ব্রণমুক্ত তরতাজা থাকুন গ্রীষ্মভর
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement