Summer Skincare: গরম এসে গিয়েছে, এখনই এই প্রসাধনীগুলি রাখুন আপনার হাতের কাছে, ব্রণমুক্ত তরতাজা থাকুন গ্রীষ্মভর
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Summer Skincare: গরম পড়ার পর আপনার রূপচর্চার রুটিনের উপকরণে পরিবর্তন করেছেন তো? এক বার দেখে নিন
ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে যায় ত্বকচর্চার রুটিন৷ প্রতি ঋতুতে পাল্টে যায় ত্বকে ব্যবহার করার উপকরণও৷ সে কথা মনে রেখে এক বার দেখে নিন আপনার রূপচর্চার রুটিনের উপকরণে পরিবর্তন করেছেন কিনা-(Summer Skincare)
সানস্ক্রিন-
শীত পড়তেই আমরা উদাসীন হয়ে পড়ে সানস্ক্রিন ব্যবহার নিয়ে৷ গরমে কিন্তু সানস্ক্রিন মাখতেই হবে৷ কারণ গরমে সূর্যের অতিবেগুনি রশ্মির কুপ্রভাব অনেক বেশি৷ তাই ত্বকে রোদে পোড়া দাগছোপ এড়াতে সানস্ক্রিন অত্যাবশ্যকীয়৷ ত্বকের ক্যানসার এবং অকালবার্ধক্য এড়ানো য়ায়৷
advertisement
ক্লেঞ্জিং-
গরমকালে মানেই অতিরিক্ত ঘাম৷ ফলে তৈলাক্ত ত্বক হলে সমস্যা বেশি৷ গরমে ত্বক ভাল রাখা মানেই ক্লেঞ্জিংয়ের ব্যবহার৷ ত্বকে ধুলোবালি দূষণের প্রবাব কমাতে সপ্তাহে অন্তত এক বার ডিপ ক্লেঞ্জিং করা দরকার৷ স্টিম, এক্সফোলিয়েট, ফেসমাস্ক, ফেশিয়াল মাসাজ-সহ নানা ভাবে ক্লেঞ্জিং করা যায়৷
advertisement
আরও পড়ুন : এই সহজ উপকরণেই গরমকালে মুক্তি পান তেলতেলে নাক ও ব্ল্য়াকহেডস থেকে
ফেস অয়েল-
গরমে সেরামের ব্যবহার বা প্রয়োজন কমে যায় অনেকটাই৷ কারণ ঘাম ও আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়৷ তাই ফেস অয়েল বা সেরামে ত্বক আরও তেলতেলে হয়ে পড়তে পারে৷ বরং গরমে তরতাজা থাকতে ব্যবহার করুন মিস্ট৷
advertisement
ময়শ্চার-
শীতের মতো গরমেও ময়শ্চারাইজিং করা প্রয়োজন৷ ডিহাইড্রেশনের ফলে ত্বক গরমেও শুকিয়ে যায়৷
আরও পড়ুন : যৌনক্ষমতা বাড়িয়ে জীবন মসৃণ রাখতে চান? পুরুষরা ডায়েটে রাখুন রসুন
টোনার-
গরমকালে ত্বকচর্চায় টোনার মাস্ট৷ কারণ অতিরিক্ত তেল নিসৃত হওয়ার ফলে স্কিনপোরস খুলে যায়৷ ফলে অ্যারনে, ব্রণর মতো সমস্যা দেখা দেয়৷ তাই স্কিনপোরস বন্ধ করার জন্য ভাল টোনার প্রয়োজনীয়৷
Location :
First Published :
February 26, 2022 11:53 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Summer Skincare: গরম এসে গিয়েছে, এখনই এই প্রসাধনীগুলি রাখুন আপনার হাতের কাছে, ব্রণমুক্ত তরতাজা থাকুন গ্রীষ্মভর