ত্বকের সুস্থতা ও সৌন্দর্যের জন্য সামান্য পরিমাণ তেলের প্রয়োজন আছে ঠিকই৷ কিন্তু অন্যদিকে বাড়তি তেল ত্বকের ক্ষতিও করে৷ তার মধ্যে অন্যতম তৈলাক্ত নাক৷ ফলস্বরূপ নাক জুড়ে ব্ল্যাক এবং হোয়াইটহেডস৷(Home remedies to get rid of oily nose)
লেবুতে আছে এক্সফোলিয়েটিং উপাদান৷ ত্বক থেকে বাড়তি তেল শুষে নেয় লেবুর রস৷ নাকে লেবুর রস লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন৷ তার পর ধুয়ে ফেলুন৷
4/ 7
মধুর অ্যান্টিঅক্সিড্যান্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ সুপরিচিত৷ নাকের তৈলগ্রন্থিতে বাড়তি তেল জমে থাকতে দেয় না মধু৷ নাকে মধু ঘষে কয়েক মিনিট রাখুন৷ তার পর ধুয়ে ফেলুন৷ প্রতিদিন অন্তত দু’ থেকে তিন দিন এই রূপটান অনুসরণ করুন৷
5/ 7
টকদইয়ে আছে আলফা হাইড্রক্সি অ্যাসিড ও ল্যাকটিক অ্যাসিড৷ ফলে পোরস উন্মুক্ত করে দূষিত কণা সরিয়ে দেয়৷ টকদইয়ের জিঙ্ক মৃদু অ্যাস্ট্রিজেন্ট পোরস শক্ত করে তৈলাক্তভাব কমিয়ে দেয়৷ কয়েক চামচ টকদইয়ে টোম্যাটোর রস মিশিয়ে নাকে মাখুন৷ তার পর জলে ধুয়ে নিন৷
6/ 7
অ্যাপল সিডার ভিনিগারে অ্যাসিডিক পিএইচ ব্যালান্স বেশি৷ বাড়তি তেল শুষে নেয় এই উপাদান৷ অর্ধেক কাপ জলে অ্যাপল সিডার ভিনিগার মিশিয়ে তাতে কটন বল ভিজিয়ে নাকে লাগান৷ ১৫ মিনিট রেখে উষ্ণ জলে ধুয়ে ফেলুন৷ এতে ব্ল্যাকহেডসও কমে যায়৷
7/ 7
ত্বকের সমস্যায় অনেক দিন চন্দনগুঁড়ো ব্যবহার করা হয়ে আসছে৷ বাড়তি তেল সরিয়ে ত্বককে নিখুঁত ও উজ্জ্বল করে তোলে চন্দনগুঁড়ো৷ দুধের সঙ্গে চন্দনগুঁড়ো মিশিয়ে নাকে লাগান৷ ১৫ মিনিট পর স্ক্রাব করে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন৷