Amritsar Mother: পরিচারিকা থেকে হলেন পরোটা বিক্রেতা, চার মেয়ের মুখে খাবার তুলে দিতে মায়ের লড়াইকে কুর্নিশ নেটিজেনদের

Last Updated:

Amritsar Mother: তাঁর লড়াইয়ের আখ্যান অনুপ্রাণিত করেছে নেটিজেনদের৷

অমৃতসর : সামাজিক মাধ্যমে চমকের পাশাপাশি রয়েছে অনুপ্রেরণার অফুরান উদাহরণ৷ সেই তালিকায় নতুন সংযোজন অমৃতসরের বীণা৷ পথের ধারে স্টলে তিনি বিশালাকার পরোটা বিক্রি করেন৷ জনসাধারণের রসনাকে তৃপ্ত করে তোলা এই রন্ধনশিল্পীর জীবন সংগ্রামে ক্ষতবিক্ষত৷ তাঁর লড়াইয়ের আখ্যান অনুপ্রাণিত করেছে নেটিজেনদের৷
আরও পড়ুন : সন্দীপ রায়ের পরিচালনায় ফের বড় পর্দায় ফেলুদার অভিযান, প্রদোষচন্দ্র মিত্রের ভূমিকায় কি ব্যোমকেশ?
এক ফুডব্লগারের আপলোড করা ভিডিওতে আছে বীণার কথা৷ তিনি জানিয়েছেন প্রায় কুড়ি বছর ধরে তিনি কাজ করেছেন গৃহপরিচারিকা হিসেবে৷ চার কন্যাসন্তানের মুখে খাবার তুলে দিতে পরিচারিকার কাজই ছিল তাঁর জীবনধারণের অস্ত্র৷ কিন্তু বন্ধুর জীবনপথ আরও ঊষর হয়ে উঠল স্বামীর প্রয়াণে৷ সংসারের সম্পূর্ণ দায়ভার এল বীণার কাঁধে৷ সন্তানদের অনাহার থেকে বাঁচাতে এ বার বীণা অমৃতসরে রাস্তার ধারে পরোটার দোকান দিলেন৷ তাঁর দোকানের চমক, অমতসরের সবথেকে বড় পরোটা৷
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন : সাদা জামদানিতে মন জয় বাংলার, আলিয়ার শ্বেতশুভ্র সাজে মজেছেন অনুরাগীরা
বীণার ভিডিও আপলোড হওয়ার পর থেকেই এসেছে অসংখ্য কুর্নিশমন্তব্য৷ তাঁর লড়াইকে বাহবা জানিয়েছে নেটিজেনরা৷ অনেকেই জানতে চেয়েছেন দোকানের লোকেশন৷ তাঁরা বীণার দোকান থেকে খাবার কিনতে আগ্রহী৷ এক নেটিজেন লিখেছেন, ‘‘ঈশ্বর আপনার মঙ্গল করুন৷ দারুণ কাজ করেছেন বোন৷’’ আর এক নেটিজেন লিখেছেন ‘‘তাঁর মুখে পরিশ্রম ও সারল্যের চিহ্ন অনুপ্রেরণা দেয়’৷ তাঁর নিজের ও দোকানের শ্রীবৃদ্ধি কামনা করেছেন নেটিজেনরা৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Amritsar Mother: পরিচারিকা থেকে হলেন পরোটা বিক্রেতা, চার মেয়ের মুখে খাবার তুলে দিতে মায়ের লড়াইকে কুর্নিশ নেটিজেনদের
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement