সাধারণত লেবু গাছের কথা বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ৭-৮ ফুটের লম্বা একটি গাছ। যার অনেকটা উপরে ডালে ডালে ফলে থাকে টাটকা সুমিষ্ট লেবু। লেবু পরিপক্কের আগেই এক বিশেষ ধরনের আঁকসি দিয়ে চাষিরা বা সাধারণ মানুষ সেই লেবু পেড়ে থাকেন। কিন্তু এবার হাতের কাছেও নয়, হাঁটুর কাছে ফলছে লেবু। তা পেতে গেলে আপনাকে ঝুঁকে নিচু হতে হবে।
advertisement
আরও পড়ুন: বলুন তো পৃথিবী থেকে সব বিড়াল উধাও হয়ে গেলে কী হবে…? চমকে যাবেন ‘সত্যি’ জানলে, গ্যারান্টি!
উত্তর ২৪ পরগনার বসিরহাটের হংকং নামে একটি উদ্যানে শোভা পাচ্ছে এই তিন ফুটের মাল্টা প্রাজাতির লেবু গাছ। এই প্রজাতির লেবু গাছে বাকিদের তুলনায় অনেক তাড়াতাড়ি ফলন দেয় এবং সারা বছরই এখান থেকে ফল পাওয়া যায়। আজকাল বহু মানুষ বাড়ির বাগানে এই লেবু গাছ লাগাচ্ছেন।
বসিরহাটের হংকং পার্কের উদ্যোক্তা অমিনুর ইসলাম পরীক্ষামূলকভাবে এই লেবু গাছের চাষ করেন। ভাল ফলন হওয়ায় এবার চারাগাছ তৈরি করে বিক্রিও করছেন। প্রতিটি চারাগাছ ৩০-৪০ টাকা দামে বিক্রি হচ্ছে। তাঁর এই অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন আমিনুর ইসলাম। তিনি বলেন, এই জাতের গাছ অল্প জমিতে বেশি পরিমাণে চাষ করা সম্ভব এবং অনেক বেশি হয়। পাশাপাশি গাছের চারা দেশের বিভিন্ন রাজ্যে বিক্রি হচ্ছে। এই জাতের লেবু গাছ চাষ করে বছরে কয়েক লক্ষ টাকা আয় করা সম্ভব। এপ্রজাতির লেবু গাছ লবণাক্ত মাটি ছাড়া বাকি সব ধরনের মাটিতেই সম্ভব। তবে নিয়মিত জলের পাশাপাশি গোবর সার অথবা আবর্জনা পচা সার দিতে হবে।
জুলফিকার মোল্যা