CAT: বলুন তো পৃথিবী থেকে সব বিড়াল উধাও হয়ে গেলে কী হবে...? চমকে যাবেন 'সত্যি' জানলে, গ্যারান্টি!

Last Updated:
Cat: বিড়াল একটি চেনা পোষ্য যা মানুষের খুব কাছের। বিড়াল বাড়িতে পোষ্য হিসেবে যেমন জনপ্রিয়, তেমনই 'বাঘের মাসি' নামে পরিচিত এই প্রাণীটির জন্য মানুষের মনে আলাদাই কদর।
1/9
বিড়াল একটি চেনা পোষ্য যা মানুষের খুব কাছের। বিড়াল বাড়িতে পোষ্য হিসেবে যেমন জনপ্রিয়, তেমনই 'বাঘের মাসি' নামে পরিচিত এই প্রাণীটির জন্য মানুষের মনে আলাদাই কদর।
বিড়াল একটি চেনা পোষ্য যা মানুষের খুব কাছের। বিড়াল বাড়িতে পোষ্য হিসেবে যেমন জনপ্রিয়, তেমনই 'বাঘের মাসি' নামে পরিচিত এই প্রাণীটির জন্য মানুষের মনে আলাদাই কদর।
advertisement
2/9
অতিপরিচিত প্রাণীটি দেখতে অতিসাধারণ হলেও জানেন কী পৃথিবীর খাদ্যশৃঙ্খলের জন্য এই প্রাণীটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ?
অতিপরিচিত প্রাণীটি দেখতে অতিসাধারণ হলেও জানেন কী পৃথিবীর খাদ্যশৃঙ্খলের জন্য এই প্রাণীটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ?
advertisement
3/9
আমরা সাধারণভাবে বিড়ালকে অলস কিংবা আরামপ্রিয় প্রাণী হিসেবেই জানি। এই প্রাণীটি বেঁচে থাকার জন্য সাধারণত মানুষের খাবার ও আবর্জনার ওপর নির্ভর করে।
আমরা সাধারণভাবে বিড়ালকে অলস কিংবা আরামপ্রিয় প্রাণী হিসেবেই জানি। এই প্রাণীটি বেঁচে থাকার জন্য সাধারণত মানুষের খাবার ও আবর্জনার ওপর নির্ভর করে।
advertisement
4/9
কিন্তু জানেন কি অতিসাধারণ প্রাণীটি যদি পৃথিবী থেকে হঠাৎ উধাও হয়ে যায়, তাহলে প্রকৃতিতে কী ধরনের বিরূপ প্রভাব পড়বে?
কিন্তু জানেন কি অতিসাধারণ প্রাণীটি যদি পৃথিবী থেকে হঠাৎ উধাও হয়ে যায়, তাহলে প্রকৃতিতে কী ধরনের বিরূপ প্রভাব পড়বে?
advertisement
5/9
এই বিড়াল নিয়েই এবার চাঞ্চল্যকর তথ্য বলে দিলেন বিজ্ঞানীরা। আমেরিকার পারডু বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন বিভাগের অধ্যাপক ও সেন্টার ফর দ্য হিউম্যান-অ্যানিমেল বন্ডের পরিচালক অ্যালেন বেক বলেন, বিড়াল প্রকৃতির অন্যতম শিকারি প্রাণী।
এই বিড়াল নিয়েই এবার চাঞ্চল্যকর তথ্য বলে দিলেন বিজ্ঞানীরা। আমেরিকার পারডু বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন বিভাগের অধ্যাপক ও সেন্টার ফর দ্য হিউম্যান-অ্যানিমেল বন্ডের পরিচালক অ্যালেন বেক বলেন, বিড়াল প্রকৃতির অন্যতম শিকারি প্রাণী।
advertisement
6/9
তিনি আরও বলেন, এই বিড়ালগুলি সাধারণত ছোট প্রাণীদের শিকার করে। শস্যাগার ও শস্য সঞ্চয়ের স্থানে থাকা ইঁদুর মেরে ফেলে বিড়াল। আর তাই হঠাৎ করে বিড়াল হারিয়ে গেলে ইঁদুরের সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, এই বিড়ালগুলি সাধারণত ছোট প্রাণীদের শিকার করে। শস্যাগার ও শস্য সঞ্চয়ের স্থানে থাকা ইঁদুর মেরে ফেলে বিড়াল। আর তাই হঠাৎ করে বিড়াল হারিয়ে গেলে ইঁদুরের সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পাবে।
advertisement
7/9
১৯৭৯ সালে নিউজিল্যান্ডের একটি গবেষণায় দেখা যায়, দেশটির ছোট একটি দ্বীপে বিড়াল নির্মূল করার পর সেখানে ইঁদুরের সংখ্যা অল্প সময়ের মধ্যে প্রায় চার গুণ পর্যন্ত বেড়ে যায়।
১৯৭৯ সালে নিউজিল্যান্ডের একটি গবেষণায় দেখা যায়, দেশটির ছোট একটি দ্বীপে বিড়াল নির্মূল করার পর সেখানে ইঁদুরের সংখ্যা অল্প সময়ের মধ্যে প্রায় চার গুণ পর্যন্ত বেড়ে যায়।
advertisement
8/9
ইঁদুর সামুদ্রিক পাখির ডিমও শিকার করে। আর তাই পৃথিবী থেকে যদি সব বিড়াল হারিয়ে যায় তবে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে সামুদ্রিক পাখির ডিমও ক্ষতিগ্রস্থ হবে।
ইঁদুর সামুদ্রিক পাখির ডিমও শিকার করে। আর তাই পৃথিবী থেকে যদি সব বিড়াল হারিয়ে যায় তবে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে সামুদ্রিক পাখির ডিমও ক্ষতিগ্রস্থ হবে।
advertisement
9/9
ফলে সামুদ্রিক পাখির সংখ্যাও নাটকীয়ভাবে কমে যাবে, যা প্রকৃতি ব্যাপক বিরূপ প্রভাব ফেলবে প্রাকৃতিক ভারসাম্যে বিঘ্ন ঘটার বড় সম্ভাবনা দেখা দেবে বলেও মনে করছেন বিজ্ঞানীরা।
ফলে সামুদ্রিক পাখির সংখ্যাও নাটকীয়ভাবে কমে যাবে, যা প্রকৃতি ব্যাপক বিরূপ প্রভাব ফেলবে প্রাকৃতিক ভারসাম্যে বিঘ্ন ঘটার বড় সম্ভাবনা দেখা দেবে বলেও মনে করছেন বিজ্ঞানীরা।
advertisement
advertisement
advertisement